241543903 । প্রাথমিকভাবে মনে হয়, কয়েকটি সংখ্যাই তো । কিন্তু এই নয় সংখ্যার মধ্যেই লুকিয়ে আছে মজা । ইচ্ছেমতো সংখ্যা পাশাপাশি বসিয়ে আমরা সেই মজা তৈরি করতে পারব না । 241543903-র একটা এক্স ফ্যাক্টর আছে । সেই এক্স ফ্যাক্টরটি কি আপনি জানেন ? একবার 241543903 গুগল করুন, ইমেজ সেকশনে গিয়ে দেখুন তো কী দেখতে পান । চমকালেন তো ! ফ্রিজ়ারে মাথা ঢুকিয়ে সব করছে কী ! এইরকমভাবেই বা ছবি কেন তুলেছেন সবাই ? ছবির ক্যাপশন 241543903 কেন ? রহস্যের সূত্রপাত যে এখানেই, সংখ্যাগুলোর মধ্যেই লুকিয়ে রয়েছে সেই এক্স ফ্যাক্টর...
এখনও পর্যন্ত ইন্টারনেটে যত মিম ট্রেন্ড হয়েছে তার মধ্যে অন্যতম ট্রেন্ড মিম হল 241543903 ক্যাপশনে ছবি । অনেকেই ফ্রিজ়ারে মাথা ঢুকিয়ে ছবি তুলে 241543903 ক্যাপশন লিখে শেয়ার করেছেন । কারণ এটাই ট্রেন্ড ছিল । কিন্তু অন্য কোনও ক্যাপশন না হয়ে হঠাৎ এই নয়টা সংখ্যাই কেন । নয়ের সঙ্গেই আসল যোগ । 2009-এ একবার ফিরে দেখা যাক । ফ্রিজ়ারে মাথা ঢুকিয়ে নির্দিষ্ট ওই কয়েকটি সংখ্যার ক্যাপশনে টাম্বলারে প্রথম ছবি পোস্ট করেছিলেন নিউ ইয়র্কের শিল্পী ডেভিড হর্ভিৎজ় । নিজের ফ্লিকার অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করেছিলেন । সেই সময় টাম্বলারে বেশ জনপ্রিয় ছিলেন তিনি ।
কয়েকদিন পর টাম্বলারে ওই একই ক্যাপশনে আরও একটি পোস্ট করা হয় । পাঠকদের জন্য লেখা হয়, "ফ্রিজ়ারে মাথা ঢুকিয়ে ছবি তুলুন । সেই ছবি ইন্টারনেটে আপলোড করুন । 241543903-এ ট্যাগ করুন ফাইলটি । ফলে যখনই আপনি ওই ট্যাগে সন্ধান করবেন, ফ্রিজ়ারের ছবিগুলি পাওয়া যাবে । আমি সবেমাত্রই করলাম । "
ধীরে ধীরে ট্রেন্ড হতে থাকে ওই ধরনের ছবি । এরপর প্রায় অনেকেই ফ্রিজ়ারে মাথা ঢুকিয়ে ছবি তোলেন এবং 241543903 ট্যাগে পোস্ট করেন । প্রথমেই অর্কুটে জনপ্রিয় হয় এই মিমটি । প্রত্যেকে যখন 241543903 লিখে গুগল করেন, একে অপরের ছবি দেখতে পান । এমনকী এখনও গুগল এই নয় সংখ্যাকে বেশ ভালো করে চেনে, ফ্রিজ়ারের ছবিগুলিকে খুঁজে বের করে হাজির করে ।
কিন্তু ডেভিড হর্ভিৎজ় ওই নয়টি সংখ্যা লিখেই ফ্রিজ়ারের ছবি পোস্ট করেছিলেন কেন, সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে । স্পষ্ট নয় বিষয়টি । সেই ধাঁধাও মুক্ত করেছেন হর্ভিৎজ় নিজেই । এক সাক্ষাৎকারে হর্ভিৎজ় জানিয়েছিলেন, বান্ধবী অসুস্থ ছিলেন । তাঁকে না কি ফ্রিজ়ারের মধ্যে মাথা ঢুকিয়ে রাখার পরামর্শ দিয়েছিলেন হর্ভিৎজ় । সেখান থেকেই হঠাৎ তাঁর মাথায় সেই বুদ্ধি খেলে যায় । হর্ভিৎজ়ের বাড়ির রেফ্রিজারেটরের সিরিয়ল নম্বর, একটি সবজি ব্যাগ ও সোবা নুডলসের বারকোড থেকে বেছে নিয়েছিলেন ওই কয়েকটি নম্বর ।