ETV Bharat / bharat

ধর্ষণের তদন্ত 2 মাসে শেষ করুন, মুখ্যমন্ত্রীদের চিঠি দেবেন কেন্দ্রীয় আইন মন্ত্রী - Union law minister going to give letter to chief ministers

ধর্ষণ ও POCSO আইনে নথিভুক্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও হাইকোর্টের প্রধান বিচারপতিদের চিঠি দিতে চলেছেন কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশংকর প্রসাদ ৷

image
কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ
author img

By

Published : Dec 9, 2019, 10:48 AM IST

দিল্লি, 9 ডিসেম্বর : ধর্ষণ ও POCSO আইনে নথিভুক্ত মামলার তদন্ত দু'মাসের মধ্যে শেষ করতে হবে ৷ এই মর্মে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠাতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ ৷

গতকাল রবিশংকর প্রসাদ বলেন, ‘‘ আমি প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠাতে চলেছি ৷ দুই মাসের মধ্যে ধর্ষণ ও POCSO আইনে নথিভুক্ত সমস্ত মামলার তদন্ত শেষ করার অনুরোধ করব ৷ দুর্ভাগ্যজনক ভাবে ধর্ষণ ও মহিলাদের প্রতি অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে ৷’’

প্রতিটি উচ্চ আদালতের প্রধান বিচারপতিদেরও চিঠি দেবেন বলে জানিয়েছেন রবিশংকর প্রসাদ ৷ ধর্ষণ ও ফাস্ট ট্র্যাক কোর্টে POCSO আইনে বিচার না হওয়া মামলাগুলির দ্রুত নিষ্পত্তির অনুরোধ করবেন বলে জানান তিনি ৷

হায়দরাবাদ ও উন্নাওয়ের ঘটনার পর কেন্দ্রীয় আইন মন্ত্রীর এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল ৷

দিল্লি, 9 ডিসেম্বর : ধর্ষণ ও POCSO আইনে নথিভুক্ত মামলার তদন্ত দু'মাসের মধ্যে শেষ করতে হবে ৷ এই মর্মে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠাতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ ৷

গতকাল রবিশংকর প্রসাদ বলেন, ‘‘ আমি প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠাতে চলেছি ৷ দুই মাসের মধ্যে ধর্ষণ ও POCSO আইনে নথিভুক্ত সমস্ত মামলার তদন্ত শেষ করার অনুরোধ করব ৷ দুর্ভাগ্যজনক ভাবে ধর্ষণ ও মহিলাদের প্রতি অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে ৷’’

প্রতিটি উচ্চ আদালতের প্রধান বিচারপতিদেরও চিঠি দেবেন বলে জানিয়েছেন রবিশংকর প্রসাদ ৷ ধর্ষণ ও ফাস্ট ট্র্যাক কোর্টে POCSO আইনে বিচার না হওয়া মামলাগুলির দ্রুত নিষ্পত্তির অনুরোধ করবেন বলে জানান তিনি ৷

হায়দরাবাদ ও উন্নাওয়ের ঘটনার পর কেন্দ্রীয় আইন মন্ত্রীর এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল ৷

Guwahati (Assam), Dec 08 (ANI): All Assam Students' Union (AASU) held a torch rally in Assam's Guwahati on December 08 to protest against the Citizenship (Amendment) Bill (CAB). The CAB is aimed at making minority communities like Sikhs, Buddhists, Hindus, Jains, Parsis and Christians from Bangladesh, Afghanistan and Pakistan eligible to apply for Indian citizenship. The Bill is in Lok Sabha's 'List of Business' for tomorrow.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.