ETV Bharat / bharat

বিরোধীরা 'পেশাদার নৈরাশ্যবাদী', বারাণসীতে মোদি

দেশজুড়ে বিজেপি সদস্য সংখ্যা বাড়ানোর অভিযান মেগা কর্মসূচিতে নরেন্দ্র মোদি বলেন 5 লক্ষ কোটি ডলারের অর্থনীতির মানেটা আসলে ঠিক কী। লোকসভা ভোটে বিপুল জয়ের পর এই প্রথম নিজের লোকসভা কেন্দ্র সফরে মোদি।

মোদি
author img

By

Published : Jul 6, 2019, 2:42 PM IST

Updated : Jul 6, 2019, 4:20 PM IST

বারাণসী , 6 জুলাই : বাজেটই সম্বল। গতকালই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন । আজ বাজেটকে পুঁজি করেই বিজেপির নতুন ‘সদস্যতা অভিযান’ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের 'পেশাদার নৈরাশ্যবাদী' বলে কটাক্ষ করতেও ছাড়লেন না তিনি। 5 লক্ষ কোটি ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা রেখেছেন তিনি 2024-2025 সালের মধ্যে।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে, নিজের কেন্দ্র বারাণসী থেকে।

দেশজুড়ে বিজেপি সদস্য সংখ্যা বাড়ানোর অভিযান মেগা কর্মসূচিতে নরেন্দ্র মোদি বলেন 5 লক্ষ কোটি ডলারের অর্থনীতির মানেটা আসলে ঠিক কী। লোকসভা ভোটে বিপুল জয়ের পর এই প্রথম নিজের লোকসভা কেন্দ্র সফরে মোদি।

দেশের শ্লথ গতিতে আর্থিক বৃদ্ধির আবহে প্রধানমন্ত্রীর 5 লক্ষ কোটি ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা নিয়ে যখন বিরোধীরা প্রশ্ন তুলছেন, তখন বারাণসীতে জবাব দিলেন মোদি । বললেন, অনেকেরই ধারণা, এই লক্ষ্যে পৌঁছাতে সময় লাগবে, বা এটা অসম্ভব।
তবে বাজেটেও এই লক্ষ্যমাত্রা নিয়ে বার্তা দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী—ধনীর উপর কর চাপিয়ে, মধ্যবিত্তের সামান্য সুরাহা করে, গ্রাম-গরিব-মহিলার উপরে সদয় হয়েছেন তিনি। সমালোচকরা তাঁকে সমৃদ্ধ করে বলেন মোদি।

মোদির কথায়, পৃথিবীর উন্নয়নশীল দেশ পরিশ্রমের মাধ্যমে নিজেকে কোথায় নিয়ে গিয়েছে । এটা ভারতের সময়।
সেই সঙ্গে বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, যাঁরা ভাবছেন, 5 লক্ষ কোটি ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা সঠিক নয়, তাঁরা আসলে পেশাদার নৈরাশ্যবাদী ।

আজ বারাণসীতে বিমানবন্দরে প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর মূর্তি উন্মোচন করেন মোদি । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পাশে নিয়ে গাছের চারা লাগানোর কর্মসূচিতেও অংশ নেন। একইসঙ্গে বৃক্ষরোপণ করেও নতুন অভিযানেরও ডাক মোদির।

বারাণসী , 6 জুলাই : বাজেটই সম্বল। গতকালই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন । আজ বাজেটকে পুঁজি করেই বিজেপির নতুন ‘সদস্যতা অভিযান’ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের 'পেশাদার নৈরাশ্যবাদী' বলে কটাক্ষ করতেও ছাড়লেন না তিনি। 5 লক্ষ কোটি ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা রেখেছেন তিনি 2024-2025 সালের মধ্যে।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে, নিজের কেন্দ্র বারাণসী থেকে।

দেশজুড়ে বিজেপি সদস্য সংখ্যা বাড়ানোর অভিযান মেগা কর্মসূচিতে নরেন্দ্র মোদি বলেন 5 লক্ষ কোটি ডলারের অর্থনীতির মানেটা আসলে ঠিক কী। লোকসভা ভোটে বিপুল জয়ের পর এই প্রথম নিজের লোকসভা কেন্দ্র সফরে মোদি।

দেশের শ্লথ গতিতে আর্থিক বৃদ্ধির আবহে প্রধানমন্ত্রীর 5 লক্ষ কোটি ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা নিয়ে যখন বিরোধীরা প্রশ্ন তুলছেন, তখন বারাণসীতে জবাব দিলেন মোদি । বললেন, অনেকেরই ধারণা, এই লক্ষ্যে পৌঁছাতে সময় লাগবে, বা এটা অসম্ভব।
তবে বাজেটেও এই লক্ষ্যমাত্রা নিয়ে বার্তা দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী—ধনীর উপর কর চাপিয়ে, মধ্যবিত্তের সামান্য সুরাহা করে, গ্রাম-গরিব-মহিলার উপরে সদয় হয়েছেন তিনি। সমালোচকরা তাঁকে সমৃদ্ধ করে বলেন মোদি।

মোদির কথায়, পৃথিবীর উন্নয়নশীল দেশ পরিশ্রমের মাধ্যমে নিজেকে কোথায় নিয়ে গিয়েছে । এটা ভারতের সময়।
সেই সঙ্গে বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, যাঁরা ভাবছেন, 5 লক্ষ কোটি ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা সঠিক নয়, তাঁরা আসলে পেশাদার নৈরাশ্যবাদী ।

আজ বারাণসীতে বিমানবন্দরে প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর মূর্তি উন্মোচন করেন মোদি । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পাশে নিয়ে গাছের চারা লাগানোর কর্মসূচিতেও অংশ নেন। একইসঙ্গে বৃক্ষরোপণ করেও নতুন অভিযানেরও ডাক মোদির।

Varanasi (UP), July 06 (ANI): Prime Minister Narendra Modi launched a tree plantation drive in his Parliamentary constituency Varanasi on Saturday. Uttar Pradesh Chief Minister Yogi Adityanath and Bharatiya Janata Party (BJP) Working President JP Nadda also present during the tree plantation drive. Earlier, PM Modi unveiled statue of former PM of India Lal Bahadur Shastri at Varanasi airport.
Last Updated : Jul 6, 2019, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.