দিল্লি, ৭ মার্চ : মুম্বই হামলার মূলচক্রী হাফিজ় সইদের উপর থেকে জঙ্গি তকমা তুলে নেওয়া হবে না। সাফ জানিয়ে দিল রাষ্ট্রসংঘ। তার উপর থেকে জঙ্গি তকমা তুলে নেওয়ার জন্য রাষ্ট্রসংঘ দাবি জানিয়েছিল হাফিজ়। ভারত সরকারের একটি সূত্রে এই খবর পাওয়া গেছে।
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় ১৬৬ জনের। হামলার মূলচক্রী হিসেবে নাম উঠে আসে হাফিজ়ের। এরপর ওই বছরের ১০ ডিসেম্বর জামাত-উদ-দাওয়া-র প্রধান হাফিজ়কে জঙ্গি ঘোষণা ঘোষণা করে রাষ্ট্রসংঘ।
২০১৭ সালে লাহোরের আইনি সংস্থা মিরজ়া অ্যান্ড মিরজ়ার মাধ্যমে হাফিজ় রাষ্ট্রসংঘের কাছে আবেদন জানায় তার উপর থেকে যেন জঙ্গি তকমা তুলে নেওয়া হয়। ড্যানিয়েল কিপফার ফাসিয়াতির উপর আবেদনটি খতিয়ে দেখার দায়িত্ব দেয় রাষ্ট্রসংঘ। সমস্থ নথি, তথ্য খতিয়ে দেখে হাফিজ় সইদের উপর থেকে আন্তর্জাতিক জঙ্গি তকমা তুলে নেওয়া হবে না বলে জানিয়ে দেয় রাষ্ট্রসংঘ। হাফিজ়ের উপর থেকে যাতে জঙ্গি তকমা না তোলা হয়, সেজন্য সরব হয়েছিল ভারত সহ একাধিক দেশ।
প্রসঙ্গত, পুলওয়ামা হামলার পর আন্তর্জাতিক চাপের মুখে পড়েছিল পাকিস্তান। এরপরই হাফিজ় সইদের সংগঠন জামাত-উদ-দাওয়া(JuD) ও তার উপসংগঠন ফালাহ্-ই-ইনসানিয়তকে (FIF) নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান।