ETV Bharat / bharat

পুরীর কাছে লাইনচ্যুত ট্রেনের দুটি ইঞ্জিন

জানা গেছে, ট্রেনের সামনের ইঞ্জিনের তিনটি চাকা ও পিছনের ইঞ্জিনের একটি চাকা লাইনের থেকে বেরিয়ে যায় ৷

Two locomotives of a derailed train near Puri
পুরির কাছে লাইনচ্যুত ট্রেনের দুটি ইঞ্জিন
author img

By

Published : Oct 20, 2020, 1:07 PM IST

Updated : Oct 20, 2020, 1:32 PM IST

পুরি, 20 অক্টোবর : খালি ট্রেনের দুটি ইঞ্জিন লাইনচ্যুত ওড়িশায় ৷ গতকাল রাত 8 টা 30 নাগাদ পুরির কাছে চন্দনপুর ও তুলসিছৌরার মাঝে লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনের ইঞ্জিনদুটি ৷ খরদা জংশন থেকে পুরি স্টেশনের দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটে ৷

জানা গেছে, ওই ট্রেনের ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত রেল কামড়া নিয়ে যাচ্ছিল ৷ সূত্রের খবর, ট্রেনের সামনের ইঞ্জিনের তিনটি চাকা ও পিছনের ইঞ্জিনের একটি চাকা লাইনের থেকে বেরিয়ে যায় ৷ এরপর খবর পেয়ে ঘটনাস্থানে যায়, রেল কর্তৃপক্ষের প্রযুক্তিবিভাগের দল ৷ এরপর ট্রেনের ইঞ্জিন দুটিকে লাইনে তোলা হয় ৷ পাশাপাশি, ঘটনার তদন্ত শুরু করে রেল কর্তৃপক্ষ ৷

পুরি, 20 অক্টোবর : খালি ট্রেনের দুটি ইঞ্জিন লাইনচ্যুত ওড়িশায় ৷ গতকাল রাত 8 টা 30 নাগাদ পুরির কাছে চন্দনপুর ও তুলসিছৌরার মাঝে লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনের ইঞ্জিনদুটি ৷ খরদা জংশন থেকে পুরি স্টেশনের দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটে ৷

জানা গেছে, ওই ট্রেনের ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত রেল কামড়া নিয়ে যাচ্ছিল ৷ সূত্রের খবর, ট্রেনের সামনের ইঞ্জিনের তিনটি চাকা ও পিছনের ইঞ্জিনের একটি চাকা লাইনের থেকে বেরিয়ে যায় ৷ এরপর খবর পেয়ে ঘটনাস্থানে যায়, রেল কর্তৃপক্ষের প্রযুক্তিবিভাগের দল ৷ এরপর ট্রেনের ইঞ্জিন দুটিকে লাইনে তোলা হয় ৷ পাশাপাশি, ঘটনার তদন্ত শুরু করে রেল কর্তৃপক্ষ ৷

Last Updated : Oct 20, 2020, 1:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.