দিল্লি, 10 ফেব্রুয়ারি : কেন্দ্রের চাপে কার্যত নতিস্বীকার করতে বাধ্য হল টুইটার কর্তৃপক্ষ ৷ কৃষক আন্দোলন নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগে 1 হাজার 178টি অ্য়াকাউন্ট ব্লক করার নির্দেশ দিয়েছিল দিল্লি ৷ তার মধ্যে বেশ কিছু অ্য়াকাউন্ট ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ ৷ তবে সবক’টি অ্য়াকাউন্টের ক্ষেত্রে এই পদক্ষেপ করা হয়নি ৷ বদলে ভারতে সেগুলির অ্য়াক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে ৷ অর্থাৎ ভারতের মাটিতে থেকে সংশ্লিষ্ট অ্য়াকাউন্টগুলির পোস্ট আর দেখা যাবে না ৷
তাঁদের এই পদক্ষেপের কথা ইতিমধ্যেই মোদি সরকারকে জানিয়ে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ ৷ প্রসঙ্গত, ভারতের কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন গ্রেটা থুনবার্গ, মিয়া খালিফা, রিয়ানার মতো আন্তর্জাতিক সেলেবরা ৷ যাতে ক্ষুব্ধ গেরুয়াশিবির৷ এমনকী, এর পালটা হিসাবে ভারতীয় তারকাদের একাংশও ঐক্যবদ্ধ ভারতের বার্তা দিতে টুইট করেছেন৷ যা নিয়ে শুরু হয়েছে জলঘোলা৷ অভিযোগ, কেন্দ্রের চাপেই পালটা টুইট করতে বাধ্য হয়েছেন ভারতীয় তারকারা৷
আরও পড়ুন: ''কর্মী সুরক্ষাতে সর্বাধিক গুরুত্ব'', কেন্দ্রের নোটিসে জবাব টুইটারের
আর এবার টুইটারের এই পদক্ষেপ যে নতুন করে সমালোচনার রসদ জোগাবে, তা বলাই বাহুল্য়৷ প্রশ্ন উঠবে বাকস্বাধীনতার অধিকার নিয়েও ৷ যদিও বুধবার টুইটারের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, কৃষক আন্দোলন নিয়ে অনেকেই ভুল তথ্য পেশ করছিলেন টুইটারে ৷ তাতে বিভ্রান্তি ছড়াচ্ছিল ৷ ভারতীয় আইনব্যবস্থা এই বিভ্রান্তিকে সমর্থন করে না৷ তাই আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থেই অবিলম্বে সংশ্লিষ্ট অ্য়াকাউন্টগুলি বন্ধের নির্দেশ দেওয়া হয়৷ এমনকী, নির্দেশ পালন না করলে সংস্থার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়৷ জানানো হয়, ভারতীয় তথ্যপ্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়া হবে সংস্থার বিরুদ্ধে৷ মনে করা হচ্ছে, এরপরই পিছু হঠতে বাধ্য় হয় টুইটার কর্তৃপক্ষ৷