ETV Bharat / bharat

2001 সালে সংসদ হামলায় শহিদদের শ্রদ্ধার্ঘ্য

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, "আমরা কোনওদিন ভুলব না 2001 সালের আজকের দিনের কাপুরুষোচিত সংসদ হামলার কথা।"

tribute-to-those-who-lost-their-lives-in-2001-parliament-attack
tribute-to-those-who-lost-their-lives-in-2001-parliament-attack
author img

By

Published : Dec 13, 2020, 8:05 PM IST

দিল্লি, 13 ডিসেম্বর : 2001 সালে সংসদ ভবনে জঙ্গি হামলার ঘটনায় শহিদদের শ্রদ্ধা জানানো হল রবিবার । 19 বছর আগে আজকের দিনে সংসদে হামলা চালায় জঙ্গিরা । দিনটিকে স্মরণে রেখে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । লেখেন, "আমরা কোনওদিন ভুলব না 2001 সালের আজকের দিনের কাপুরুষোচিত সংসদ হামলার কথা । মনে রাখব যাঁরা আমাদের সংসদকে রক্ষা করতে মহান ত্যাগ ও বীরত্বের পরিচয় দিয়েছেন । ভারত তাঁদের কাছে চিরকৃতজ্ঞ ।"

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করেন, "জাতি মনে রাখবে বীর সেই শহিদদের যাঁরা সেদিন সংসদ ভবনকে বাঁচাতে জীবন উৎসর্গ করেছিলেন । শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই আত্মত্যাগীদের যাঁরা গণতন্ত্রের মন্দিরকে অক্ষত রেখেছিলেন । তাঁরা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা ।" ওম বিড়লা টুইট করেন, "আমার ব্যক্তিগত শ্রদ্ধা রইল সেই নিরাপত্তারক্ষীদের প্রতি যাঁরা সংসদকে বাঁচাতে 2001 সালের আজকের দিনে জীবন হারিয়েছিলেন । তাঁদের আনুগত্য ও বীরত্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধ লড়াইকে শক্তি দেবে ।"

  • The nation gratefully remembers the brave martyrs who laid down their lives defending the Parliament on this day in 2001. While commemorating the great sacrifice of those defenders of the temple of our democracy, we strengthen our resolve to defeat the forces of terror.

    — President of India (@rashtrapatibhvn) December 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • We will never forget the cowardly attack on our Parliament on this day in 2001. We recall the valour and sacrifice of those who lost their lives protecting our Parliament. India will always be thankful to them.

    — Narendra Modi (@narendramodi) December 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংসদ হামলার শহিদদের শ্রদ্ধা জ্ঞাপন করতে আজ একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান হয় সংসদে । 2001 সালের 13 ডিসেম্বর সকাল 10টা বেজে 30 মিনিটে প্রচুর অস্ত্রসস্ত্র-সহ 5 জঙ্গি সংসদ ভবনে হামলা চালায় । তারা জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা ও জইশ-এ-মহম্মদের সদস্য ছিল । প্রায় 40 মিনিট জঙ্গি-নিরাপত্তা বাহিনী গুলির লড়াই চলে । ঘটনায় 13 নিরাপত্তারক্ষী-সহ 14 জনের মৃত্যু হয় ।

  • वर्ष 2001 में आज ही के दिन लोकतंत्र के मंदिर संसद भवन की सुरक्षा करते हुए सर्वोच्च बलिदान देने वाले पुलिसकर्मियों व संसद के कर्मचारियों को विनम्र श्रद्धांजलि। आपकी निष्ठा, शौर्य और पराक्रम हमें आतंकवाद के विरुद्ध संघर्ष के हमारे संकल्प को और मजबूत करने की प्रेरणा देता रहेगा।

    — Om Birla (@ombirlakota) December 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 13 ডিসেম্বর : 2001 সালে সংসদ ভবনে জঙ্গি হামলার ঘটনায় শহিদদের শ্রদ্ধা জানানো হল রবিবার । 19 বছর আগে আজকের দিনে সংসদে হামলা চালায় জঙ্গিরা । দিনটিকে স্মরণে রেখে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । লেখেন, "আমরা কোনওদিন ভুলব না 2001 সালের আজকের দিনের কাপুরুষোচিত সংসদ হামলার কথা । মনে রাখব যাঁরা আমাদের সংসদকে রক্ষা করতে মহান ত্যাগ ও বীরত্বের পরিচয় দিয়েছেন । ভারত তাঁদের কাছে চিরকৃতজ্ঞ ।"

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করেন, "জাতি মনে রাখবে বীর সেই শহিদদের যাঁরা সেদিন সংসদ ভবনকে বাঁচাতে জীবন উৎসর্গ করেছিলেন । শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই আত্মত্যাগীদের যাঁরা গণতন্ত্রের মন্দিরকে অক্ষত রেখেছিলেন । তাঁরা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা ।" ওম বিড়লা টুইট করেন, "আমার ব্যক্তিগত শ্রদ্ধা রইল সেই নিরাপত্তারক্ষীদের প্রতি যাঁরা সংসদকে বাঁচাতে 2001 সালের আজকের দিনে জীবন হারিয়েছিলেন । তাঁদের আনুগত্য ও বীরত্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধ লড়াইকে শক্তি দেবে ।"

  • The nation gratefully remembers the brave martyrs who laid down their lives defending the Parliament on this day in 2001. While commemorating the great sacrifice of those defenders of the temple of our democracy, we strengthen our resolve to defeat the forces of terror.

    — President of India (@rashtrapatibhvn) December 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • We will never forget the cowardly attack on our Parliament on this day in 2001. We recall the valour and sacrifice of those who lost their lives protecting our Parliament. India will always be thankful to them.

    — Narendra Modi (@narendramodi) December 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংসদ হামলার শহিদদের শ্রদ্ধা জ্ঞাপন করতে আজ একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান হয় সংসদে । 2001 সালের 13 ডিসেম্বর সকাল 10টা বেজে 30 মিনিটে প্রচুর অস্ত্রসস্ত্র-সহ 5 জঙ্গি সংসদ ভবনে হামলা চালায় । তারা জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা ও জইশ-এ-মহম্মদের সদস্য ছিল । প্রায় 40 মিনিট জঙ্গি-নিরাপত্তা বাহিনী গুলির লড়াই চলে । ঘটনায় 13 নিরাপত্তারক্ষী-সহ 14 জনের মৃত্যু হয় ।

  • वर्ष 2001 में आज ही के दिन लोकतंत्र के मंदिर संसद भवन की सुरक्षा करते हुए सर्वोच्च बलिदान देने वाले पुलिसकर्मियों व संसद के कर्मचारियों को विनम्र श्रद्धांजलि। आपकी निष्ठा, शौर्य और पराक्रम हमें आतंकवाद के विरुद्ध संघर्ष के हमारे संकल्प को और मजबूत करने की प्रेरणा देता रहेगा।

    — Om Birla (@ombirlakota) December 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.