দিল্লি, 18 এপ্রিল : পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে যাবতীয় ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। বাণিজ্য পথের অপব্যবহার করছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলো। গোয়েন্দাদের তরফে এই খবর পাওয়ার পরই পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এই পথে বেআইনি অস্ত্র, মাদক ও ভুয়ো মুদ্রা পাচার করা হত বলে জানান গোয়েন্দারা। এই পাচার রুখতেই বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত, জানায় কেন্দ্র।
স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, "কিছু ঘটনার তদন্তে NIA জানতে পেরেছে, নিয়ন্ত্রণরেখা বরাবর বাণিজ্য পরিচালনকারী কয়েকটি সংস্থার কর্ণধাররা নিষিদ্ধ জঙ্গি ও বিচ্ছিন্নতাকামী একাধিক সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলছে।"
এই কারণেই জম্মু ও কাশ্মীরের সালামাবাদ এবং চক্কান-দা-বাগের সঙ্গে নিয়ন্ত্রণরেখার অন্য প্রান্তে ব্যবসায়িক লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।