ETV Bharat / bharat

ইন্দোরে কোরোনায় আক্রান্ত 1485 - মধ্যপ্রদেশ

ইন্দোরে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে । মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্ত 2,560 জন । মৃত 130 ।

corona
কোরোনা
author img

By

Published : Apr 30, 2020, 10:12 AM IST

ইন্দোর (মধ্যপ্রদেশ), 30 এপ্রিল: ইন্দোরে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1485 । গতকাল শেষ পাওয়া রিপোর্টে এই তথ্যের উল্লেখ করা হয়েছে ।

সারা দেশেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । ইন্দোরের এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, নতুন করে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিনজনের । এখনও পর্যন্ত মৃত 68 জন । রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত মোট 2,560 জন কোরোনায় আক্রান্ত । তাঁদের মধ্যে 130 জনের মৃত্যু হয়েছে ।

এদিকে স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 31,787 । এখনও পর্যন্ত সক্রিয় রয়েছেন 22,982 জন ।

ইন্দোর (মধ্যপ্রদেশ), 30 এপ্রিল: ইন্দোরে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1485 । গতকাল শেষ পাওয়া রিপোর্টে এই তথ্যের উল্লেখ করা হয়েছে ।

সারা দেশেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । ইন্দোরের এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, নতুন করে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিনজনের । এখনও পর্যন্ত মৃত 68 জন । রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত মোট 2,560 জন কোরোনায় আক্রান্ত । তাঁদের মধ্যে 130 জনের মৃত্যু হয়েছে ।

এদিকে স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 31,787 । এখনও পর্যন্ত সক্রিয় রয়েছেন 22,982 জন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.