ETV Bharat / bharat

কৃষকদের 'দিল্লি চলো'-তে পুলিশের জলকামান-কাঁদানে গ্য়াস, ধুন্ধুমার আম্বালা

author img

By

Published : Nov 26, 2020, 4:20 PM IST

Updated : Nov 26, 2020, 4:34 PM IST

প্রসঙ্গত, দেশজুড়ে কেন্দ্রে তিনটি নয়া কৃষি আইন নিয়ে আপত্তি জানিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ তাঁদের অভিযোগ নয়া এই আইনে কৃষকরা তাঁদের ফসলের ন্য়ায্য় মূল্য় থেকে বঞ্চিত হবেন ৷ তবে, কেন্দ্র সরকার জানিয়েছে, নয়া এই আইনের ফলে কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল সরাসরি, কোনও মধ্য়পন্থাভোগীদের হস্তক্ষেপ ছাড়াই বেসরকারি সংস্থার কাছে বিক্রি করতে পারবে ৷

to-stop-delhi-chalo-protest-of-farmers-security-deployed-at-delhi-haryana-border
নয়া কৃষি আইনের বিরুদ্ধে ‘দিল্লি চলো’ অভিযানে জল কামান

আম্বালা (হরিয়ানা), 26 নভেম্বর : কেন্দ্র সরকারের আনা নয়া কৃষি আইনের বিরোধিতায় ‘দিল্লি চলো’র ডাক দিয়েছে হরিয়ানার কৃষক সংগঠনগুলি ৷ আজ দিল্লির যাওয়ার পথে কৃষকদের সেই মিছিলে জলকামান ও কাঁদানে গ্য়াসের সেল ফাটালো পুলিশ ৷ হরিয়ানার আম্বালায় সাদোপুর বর্ডারে কৃষকদের মিছিল আটকায় পুলিশ ৷ মিছিল জাতীয় রাজধানী পর্যন্ত যাতে না পৌঁছায় সেই কারণে ব্য়ারিকেড তৈরি করে দিয়েছিল পুলিশ ৷ তবে, সেই ব্য়ারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে মিছিলে থাকা কৃষকরা ৷ পুলিশ তাঁদের বাধা দিলে ইট ছোড়া হয় বলে অভিযোগ ৷ এরপরেই মিছিলকে ছত্রভঙ্গ করতে জল কামান ও কাঁদানে গ্য়াসের সেল ফাটানো হয় ৷

প্রসঙ্গত, দেশজুড়ে কেন্দ্রে তিনটি নয়া কৃষি আইন নিয়ে আপত্তি জানিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ তাঁদের অভিযোগ নয়া এই আইনে কৃষকরা তাঁদের ফসলের ন্য়ায্য় মূল্য় থেকে বঞ্চিত হবেন ৷ তবে, কেন্দ্রীয় সরকার জানিয়েছে, নয়া এই আইনের ফলে কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল সরাসরি, কোনও মধ্য়পন্থাভোগীদের হস্তক্ষেপ ছাড়াই বেসরকারি সংস্থার কাছে বিক্রি করতে পারবে ৷ তবে, কৃষকদের দাবি, সরকার এক্ষেত্রে ফসলের নূন্য়তম সহায়ক মূল্য় বেঁধে দিক ৷ তা না হলে তাঁরা প্রকৃত দাম থেকে বঞ্চিত হবেন ৷ আর সেই দাবিতেই জাতীয় সংবিধান দিবসে ‘দিল্লি চলো’ ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ এই পরিস্থিতিতে রাজধানী দিল্লিতে নিরাপত্তার স্বার্থে হরিয়ানার সাদোপুর বর্ডারেই কৃষকদের মিছিলকে আটকায় প্রশাসন ৷

ধুন্ধুমার আম্বালা

আরও পড়ুন : কৃষি আইনের প্রতিবাদে ধুন্ধুমার হরিয়ানার আম্বালায়

এদিন হরিয়ানার কার্নালের কারনা লেকের কাছে নয়া কৃষি আইনের বিরোধিতায় বিক্ষোভ প্রদর্শন করেন কৃষকরা ৷ কৃষকদের এই মিছিলের কারণে দিল্লি-হরিয়ানা সীমানা, দিল্লি-গুরুগ্রাম সীমানা এবং দিল্লি-জম্মু জাতীয় সড়কে বিশাল বাহিনী মোতায়েন করা হয় ৷ অন্য়দিকে, দিল্লি-ফরিদাবাদ বর্ডারে দু’টি পুলিশ স্টেশনের বাহিনী এবং CRPF-র তিনটি ব্য়াটেলিয়ন মোতায়েন করা হয়েছে ৷ ফরিদাবাদ থেকে দিল্লি আসার অন্তত 5 টি রাস্তায় ব্য়ারিকেড বসানো হয়েছে ৷ নজরদারি চালানো হচ্ছে ড্রোনের মাধ্য়মে ৷ অন্য়দিকে হরিয়ানায় কৃষকদের মিছিলে জল কামান ও কাঁদানে গ্য়াসের সেল ফাটানোর সমালোচনা করেছেন পঞ্জাবের মুখ্য়মন্ত্রী ক্য়াপ্টেন অমরিন্দ সিং ৷ ঘটনার প্রতিবাদ জানিয়ে টুইট করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ কেন্দ্রের সমালোচনায় তিনি বলেন, কৃষকদের কথা শোনার বদলে কেন্দ্র সরকার তাঁদের উপর জল ছেটাচ্ছে ৷ তিনি অভিযোগ করেন, কৃষকদের থেকে তাঁদের সর্বস্ব ছিনিয়ে নেওয়া হচ্ছে ৷ আর পুঁজিপতিদের ব্য়াঙ্ক, ঋণ মুকুব, এয়ারপোর্ট, রেল স্টেশন থালায় সাজিয়ে দেওয়া হচ্ছে ৷

আম্বালা (হরিয়ানা), 26 নভেম্বর : কেন্দ্র সরকারের আনা নয়া কৃষি আইনের বিরোধিতায় ‘দিল্লি চলো’র ডাক দিয়েছে হরিয়ানার কৃষক সংগঠনগুলি ৷ আজ দিল্লির যাওয়ার পথে কৃষকদের সেই মিছিলে জলকামান ও কাঁদানে গ্য়াসের সেল ফাটালো পুলিশ ৷ হরিয়ানার আম্বালায় সাদোপুর বর্ডারে কৃষকদের মিছিল আটকায় পুলিশ ৷ মিছিল জাতীয় রাজধানী পর্যন্ত যাতে না পৌঁছায় সেই কারণে ব্য়ারিকেড তৈরি করে দিয়েছিল পুলিশ ৷ তবে, সেই ব্য়ারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে মিছিলে থাকা কৃষকরা ৷ পুলিশ তাঁদের বাধা দিলে ইট ছোড়া হয় বলে অভিযোগ ৷ এরপরেই মিছিলকে ছত্রভঙ্গ করতে জল কামান ও কাঁদানে গ্য়াসের সেল ফাটানো হয় ৷

প্রসঙ্গত, দেশজুড়ে কেন্দ্রে তিনটি নয়া কৃষি আইন নিয়ে আপত্তি জানিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ তাঁদের অভিযোগ নয়া এই আইনে কৃষকরা তাঁদের ফসলের ন্য়ায্য় মূল্য় থেকে বঞ্চিত হবেন ৷ তবে, কেন্দ্রীয় সরকার জানিয়েছে, নয়া এই আইনের ফলে কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল সরাসরি, কোনও মধ্য়পন্থাভোগীদের হস্তক্ষেপ ছাড়াই বেসরকারি সংস্থার কাছে বিক্রি করতে পারবে ৷ তবে, কৃষকদের দাবি, সরকার এক্ষেত্রে ফসলের নূন্য়তম সহায়ক মূল্য় বেঁধে দিক ৷ তা না হলে তাঁরা প্রকৃত দাম থেকে বঞ্চিত হবেন ৷ আর সেই দাবিতেই জাতীয় সংবিধান দিবসে ‘দিল্লি চলো’ ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ এই পরিস্থিতিতে রাজধানী দিল্লিতে নিরাপত্তার স্বার্থে হরিয়ানার সাদোপুর বর্ডারেই কৃষকদের মিছিলকে আটকায় প্রশাসন ৷

ধুন্ধুমার আম্বালা

আরও পড়ুন : কৃষি আইনের প্রতিবাদে ধুন্ধুমার হরিয়ানার আম্বালায়

এদিন হরিয়ানার কার্নালের কারনা লেকের কাছে নয়া কৃষি আইনের বিরোধিতায় বিক্ষোভ প্রদর্শন করেন কৃষকরা ৷ কৃষকদের এই মিছিলের কারণে দিল্লি-হরিয়ানা সীমানা, দিল্লি-গুরুগ্রাম সীমানা এবং দিল্লি-জম্মু জাতীয় সড়কে বিশাল বাহিনী মোতায়েন করা হয় ৷ অন্য়দিকে, দিল্লি-ফরিদাবাদ বর্ডারে দু’টি পুলিশ স্টেশনের বাহিনী এবং CRPF-র তিনটি ব্য়াটেলিয়ন মোতায়েন করা হয়েছে ৷ ফরিদাবাদ থেকে দিল্লি আসার অন্তত 5 টি রাস্তায় ব্য়ারিকেড বসানো হয়েছে ৷ নজরদারি চালানো হচ্ছে ড্রোনের মাধ্য়মে ৷ অন্য়দিকে হরিয়ানায় কৃষকদের মিছিলে জল কামান ও কাঁদানে গ্য়াসের সেল ফাটানোর সমালোচনা করেছেন পঞ্জাবের মুখ্য়মন্ত্রী ক্য়াপ্টেন অমরিন্দ সিং ৷ ঘটনার প্রতিবাদ জানিয়ে টুইট করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ কেন্দ্রের সমালোচনায় তিনি বলেন, কৃষকদের কথা শোনার বদলে কেন্দ্র সরকার তাঁদের উপর জল ছেটাচ্ছে ৷ তিনি অভিযোগ করেন, কৃষকদের থেকে তাঁদের সর্বস্ব ছিনিয়ে নেওয়া হচ্ছে ৷ আর পুঁজিপতিদের ব্য়াঙ্ক, ঋণ মুকুব, এয়ারপোর্ট, রেল স্টেশন থালায় সাজিয়ে দেওয়া হচ্ছে ৷

Last Updated : Nov 26, 2020, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.