দিল্লি, 2 সেপ্টেম্বর : 2014 ও 2019-এর লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জেতে BJP । ক্ষমতায় আসে গেরুয়া শিবির । এই বিপুল ভোটে জয় ও ক্ষমতায় আসার পিছনে সোশাল মিডিয়ার একটা বড় ভূমিকা রয়েছে বলে মনে করছে বিরোধীরা । অনেকেই বলছেন, 2014-য় লোকসভা নির্বাচনের আগে ফেসবুক থেকে বেশ কয়েকটি পেজ মুছে ফেলা হয়েছিল যা BJP বিরোধী কথা বলেছে । যা নিয়ে রীতিমতো সরগরম নেটদুনিয়া । এই নিয়েই এবার সরব হলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন । ফেসবুকের CEO মার্ক জুকারবার্গকে একটি চিঠি লিখে তিনি এব্যাপারে অভিযোগ জানিয়েছেন ।
BJP বিরোধী লেখা লিখলেই রিপোর্ট করে বন্ধ করে দেওয়া হয় কোনও অ্যাকাউন্ট বা পেজ । কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করলে পড়তে হয় রোষের মুখেও । এমন অভিযোগ নতুন নয় । এনিয়ে এর আগেও বহু ঘটনা সামনে এসেছে । প্রশ্ন উঠেছে একাধিক । কংগ্রেস থেকে তৃণমূল এমন অভিযোগ করেছে বিরোধীরা । এমনকী নেটিজেনদের অনেকেও এব্যাপারে প্রশ্ন তুলেছে । এই অভিযোগেই নতুন সংযোজন 2014 ও 2019-এর লোকসভা নির্বাচনের আগে ফেসবুকের ভূমিকা । অনেকেই বলছেন, ফেসবুক নাকি BJP -কে সোশাল মিডিয়ায় প্রচারে সাহায্য করেছে । অনেকেই বলছেন, ফেসবুক BJP বিরোধী সমস্ত পোস্ট ডিলিট করেছে । এই নিয়েই এবার মার্ক জুকারবার্গকে চিঠি পাঠালেন ডেরেক । জানালেন, BJP-র প্রতি পক্ষপাতিত্ব করেছে ফেসবুক । এই অভিযোগের সাপেক্ষে যথেষ্ট প্রমাণ আছে বলেও জানান ডেরেক ।
চিঠিতে তিনি লেখেন, "দেশের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল তৃণমূল কংগ্রেস । 2014 ও 2019 লোকসভা নির্বাচনে ফেসবুকের ভূমিকা নিয়ে আমরা উদ্বিগ্ন ।" জানা গেছে, চিঠিতে এর পাশাপাশি সাংসদ তাঁদের মধ্যে হওয়া পূর্বের একটি সাক্ষাতের কথাও উল্লেখ করেছেন ।
এব্যাপারে এপর্যন্ত ফেসবুকের তরফে কোনও অফিসিয়াল মন্তব্য পাওয়া যায়নি ।