ETV Bharat / bharat

CAA-র উল্লেখ নেই, রাষ্ট্রপতির ভাষণে সংশোধনী প্রস্তাব তৃণমূলের - chief huep sukhendu sekhar roy

CAA নিয়ে গোটা দেশ তোলপাড় অথচ রাষ্ট্রপতি ভাষণে তার উল্লেখ নেই । তৃণমূলের রাজ্যসভার চিফ হুইপ সুখেন্দু শেখর রায় বলেন, "মূল্যবৃদ্ধি ও বেহাল অর্থনীতি নিয়েও সংশোধনী আনা হয়েছে ৷ "

amendment proposes on president speech
রাষ্ট্রপতি
author img

By

Published : Feb 3, 2020, 11:04 AM IST

Updated : Feb 3, 2020, 12:43 PM IST


কলকাতা, ৩ ফেব্রুয়ারি : রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের উপর সংশোধনী প্রস্তাব আনল তৃণমূল। এনিয়ে নোটিশ দেওয়া হয়েছে দলের তরফে। আজ দুপুরে রাজ্যসভায় আলোচনার কথা রয়েছে ।

এপ্রসহ্গে রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় ETV ভারতকে বলেন, "নাগরিক আইন নিয়ে গোটা দেশ তোলপাড় । অথচ সে সম্পর্কে রাষ্ট্রপতির ভাষণে উল্লেখ নেই । এটাই আমরা নোটিশ দিয়ে উল্লেখ করেছি । এবিষয়ে সংশোধনী প্রস্তাব দেওয়া হয়েছে।"

সংসদে সংশোধনী প্রস্তাবের গুরুত্ব সম্পর্কে সুখেন্দুবাবুর বক্তব্য, "সংসদীয় প্রথা ও আইন মেনেই প্রস্তাব পেশ করা হয়েছে । রাষ্ট্রপতি ভাষণের উপর এর আগে কোনও দল সংশোধনী এনেছে কি না জানা নেই । CAA, মূল্যবৃদ্ধি ও বেহাল অর্থনীতি নিয়েও সংশোধনী আনা হয়েছে । দুপুর ২টোর পর রাজ্যসভার অধিবেশনে বিস্তারিত আলোচনা হবে ।"

বিভিন্ন সভামঞ্চ থেকে CAA, NRC ও NPR-র বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেত্রী ৷ শহরে পদযাত্রা করেছেন ৷ একাধিকবার আওয়াজ তুলেছেন, বাংলায় NRC হবে না ৷ যদিও BJP-র পালটা দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সংবিধান বিরোধী ৷ তা সত্ত্বেও CAA, NRC, NPR-র বিরুদ্ধে সুর নরম করেননি তৃণমূলনেত্রী ৷ বাংলার বাইরের NRC, NPR বিরোধী আন্দোলনকেও সমর্থন করে তৃণমূল ৷ দিল্লির জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদের পাশে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে বেশ কয়েকজন প্রতিবাদীর মৃ্ত্যুর ঘটনায় সরব হয় তৃণমূল ৷ সে রাজ্যে তৃণমূল প্রতিনিধিরা যাওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু, উত্তরপ্রদেশ পুলিশের বাধায় বিমানবন্দর থেকেই ফিরতে হয় তাঁদের ৷ এবার সেই পথে হেঁটেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের উপর সংশোধনী প্রস্তাব আনল তৃণমূল ৷

এছাড়াও 6 ফেব্রুয়ারি ও 8 মার্চ নয়া কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল মহিলা ব্রিগেড ৷ CAA বিরোধিতায় ওই দু'দিন মুখে কালো কাপড় বেঁধে পথে নামবেন দলের মহিলা কর্মীরা ৷


কলকাতা, ৩ ফেব্রুয়ারি : রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের উপর সংশোধনী প্রস্তাব আনল তৃণমূল। এনিয়ে নোটিশ দেওয়া হয়েছে দলের তরফে। আজ দুপুরে রাজ্যসভায় আলোচনার কথা রয়েছে ।

এপ্রসহ্গে রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় ETV ভারতকে বলেন, "নাগরিক আইন নিয়ে গোটা দেশ তোলপাড় । অথচ সে সম্পর্কে রাষ্ট্রপতির ভাষণে উল্লেখ নেই । এটাই আমরা নোটিশ দিয়ে উল্লেখ করেছি । এবিষয়ে সংশোধনী প্রস্তাব দেওয়া হয়েছে।"

সংসদে সংশোধনী প্রস্তাবের গুরুত্ব সম্পর্কে সুখেন্দুবাবুর বক্তব্য, "সংসদীয় প্রথা ও আইন মেনেই প্রস্তাব পেশ করা হয়েছে । রাষ্ট্রপতি ভাষণের উপর এর আগে কোনও দল সংশোধনী এনেছে কি না জানা নেই । CAA, মূল্যবৃদ্ধি ও বেহাল অর্থনীতি নিয়েও সংশোধনী আনা হয়েছে । দুপুর ২টোর পর রাজ্যসভার অধিবেশনে বিস্তারিত আলোচনা হবে ।"

বিভিন্ন সভামঞ্চ থেকে CAA, NRC ও NPR-র বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেত্রী ৷ শহরে পদযাত্রা করেছেন ৷ একাধিকবার আওয়াজ তুলেছেন, বাংলায় NRC হবে না ৷ যদিও BJP-র পালটা দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সংবিধান বিরোধী ৷ তা সত্ত্বেও CAA, NRC, NPR-র বিরুদ্ধে সুর নরম করেননি তৃণমূলনেত্রী ৷ বাংলার বাইরের NRC, NPR বিরোধী আন্দোলনকেও সমর্থন করে তৃণমূল ৷ দিল্লির জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদের পাশে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে বেশ কয়েকজন প্রতিবাদীর মৃ্ত্যুর ঘটনায় সরব হয় তৃণমূল ৷ সে রাজ্যে তৃণমূল প্রতিনিধিরা যাওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু, উত্তরপ্রদেশ পুলিশের বাধায় বিমানবন্দর থেকেই ফিরতে হয় তাঁদের ৷ এবার সেই পথে হেঁটেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের উপর সংশোধনী প্রস্তাব আনল তৃণমূল ৷

এছাড়াও 6 ফেব্রুয়ারি ও 8 মার্চ নয়া কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল মহিলা ব্রিগেড ৷ CAA বিরোধিতায় ওই দু'দিন মুখে কালো কাপড় বেঁধে পথে নামবেন দলের মহিলা কর্মীরা ৷

Intro:কলকাতা, ৩ ফেব্রুয়ারি : CAA নিয়ে গোটা দেশ তোলপাড় হচ্ছে অথচ রাষ্ট্রপতি ভাষণে এর কোনও উল্লেখ নেই। রাষ্ট্রপতি ভাষণের ওপরে সংশোধনী প্রস্তাব জমা দেওয়া হয়েছে । আজ দুপুরে সেই সংশোধনী প্রস্তাবের ওপরে আলোচনা হবে। ইটিভি ভারতকে এমনটাই জানালেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের চিফ হুইপ শুখেন্দু শেখর রায়।


Body:রাষ্ট্রপতির ভাষণের ওপরে প্রথমবার জমা পরল সংশোধনী প্রস্তাবের নোটিশ। প্রস্তাব দিলেন তৃণমূল কংগ্রেসের সংসদেরা। আজ দুপুরে সংসদীয় প্রস্তাব নিয়ে আলোচনা রাজ্যসভার অধিবেশন কক্ষে।
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার চিফ হুইপ সুখেন্দু শেখর রায় ইটিভি ভারতকে বলেন, " নাগরিক আইন নিয়ে সারাদেশে যে পরিস্থিতি তা নিয়ে রাষ্ট্রপতি ভাষণে কোনও আলোচনা নেই । সেটা আমরা নোটিশ দিয়ে উল্লেখ করেছি । এত বড় ঘটনা নিয়ে সারাদেশ তোলপাড় হচ্ছে । অথচ রাষ্ট্রপতির ভাষণের তার কোনো উল্লেখ নেই। এ বিষয়ে সংশোধনী প্রস্তাব দেওয়া হয়েছে।" সংশোধনী প্রস্তাবের বিষয়বস্তু সম্পর্কে সুখেন্দু শেখর রায়ের বক্তব্য , "সংসদীয় প্রথা মেনে করা হয়েছে। রাষ্ট্রপতি ভাষণের ওপরে এর আগে কোনও দল সংশোধনী এনেছে কিনা আমার মনে পড়ে না। CAA, মূল্যবৃদ্ধি ও বেহাল অর্থনীতি নিয়ে সংশোধনী আনা হয়েছে। দুপুর ২ টোর পর রাজ্যসভার অধিবেশন কক্ষে আলোচনা হবে।"


Conclusion:
Last Updated : Feb 3, 2020, 12:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.