ETV Bharat / bharat

পুলওয়ামায় খতম 3 জঙ্গি, জারি তল্লাশি অভিযান - জম্মু ও কাশ্মীরে খতম জঙ্গি

গতকালও কাশ্মীরের সোপোরে তিন জঙ্গিকে খতম করা হয় । জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় জারি রয়েছে তল্লাশি ।

ফাইল ফোটো
ফাইল ফোটো
author img

By

Published : Jun 26, 2020, 8:16 AM IST

Updated : Jun 26, 2020, 11:17 AM IST

শ্রীনগর, 26 জুন : নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম তিন জঙ্গি । জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালের ঘটনা । গতরাতে ওই এলাকায় অভিযান চালায় সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী । রাতেই জঙ্গিদের গুলিতে তিন নিরাপত্তারক্ষী জখম হন । ভোর থেকে ফের শুরু হয় গুলির লড়াই ।

জঙ্গিরা লুকিয়ে রয়েছে, এই খবর পেয়ে গতরাতে ত্রালের চেওয়া উলার এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী । ভোরে শুরু হয় গুলির লড়াই । এক জঙ্গি খতম হওয়ার খবর পাওয়া যায় । পরে আরও দুইজনকে নিকেশ করার খবর আসে । তাদের পরিচয় এখনও জানা যায়নি ।

ত্রালের চেওয়া উলার ছাড়াও আরও কয়েকটি এলাকায় এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান ।

পুলওয়ামায় জারি রয়েছে তল্লাশি

এই সংক্রান্ত আরও খবর : পুলওয়ামায় খতম 3 জইশ জঙ্গি, এলাকায় বন্ধ ইন্টারনেট

গতকাল সোপোরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় দুই জঙ্গি ।এর আগে মঙ্গলবার পুলওয়ামার বুন্দজো এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় আরও দুই জঙ্গি ৷ শহিদ হন একজন CRPF জওয়ান । এনকাউন্টারের স্থান থেকে উদ্ধার হয় দু'টি AK-47 অ্যাসল্ট রাইফেল ।

  • #UPDATE - One unidentified terrorist neutralised in the encounter at Chewa Ular in Tral area of Awantipora, Pulwama district. Operation is still underway. More details awaited: Jammu & Kashmir Police https://t.co/HlJwYLbVhT

    — ANI (@ANI) June 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শ্রীনগর, 26 জুন : নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম তিন জঙ্গি । জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালের ঘটনা । গতরাতে ওই এলাকায় অভিযান চালায় সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী । রাতেই জঙ্গিদের গুলিতে তিন নিরাপত্তারক্ষী জখম হন । ভোর থেকে ফের শুরু হয় গুলির লড়াই ।

জঙ্গিরা লুকিয়ে রয়েছে, এই খবর পেয়ে গতরাতে ত্রালের চেওয়া উলার এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী । ভোরে শুরু হয় গুলির লড়াই । এক জঙ্গি খতম হওয়ার খবর পাওয়া যায় । পরে আরও দুইজনকে নিকেশ করার খবর আসে । তাদের পরিচয় এখনও জানা যায়নি ।

ত্রালের চেওয়া উলার ছাড়াও আরও কয়েকটি এলাকায় এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান ।

পুলওয়ামায় জারি রয়েছে তল্লাশি

এই সংক্রান্ত আরও খবর : পুলওয়ামায় খতম 3 জইশ জঙ্গি, এলাকায় বন্ধ ইন্টারনেট

গতকাল সোপোরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় দুই জঙ্গি ।এর আগে মঙ্গলবার পুলওয়ামার বুন্দজো এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় আরও দুই জঙ্গি ৷ শহিদ হন একজন CRPF জওয়ান । এনকাউন্টারের স্থান থেকে উদ্ধার হয় দু'টি AK-47 অ্যাসল্ট রাইফেল ।

  • #UPDATE - One unidentified terrorist neutralised in the encounter at Chewa Ular in Tral area of Awantipora, Pulwama district. Operation is still underway. More details awaited: Jammu & Kashmir Police https://t.co/HlJwYLbVhT

    — ANI (@ANI) June 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Jun 26, 2020, 11:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.