দিল্লি, 28 অক্টোবর : চিন-ভারত সীমান্তে উত্তেজনার মাঝেই আরও তিনটি রাফাল হাতে পাচ্ছে ভারত । 5 নভেম্বর তিনটি রাফাল হরিয়ানার অম্বালা বিমানঘাঁটিতে পৌঁছাবে । এরপর জানুয়ারিতে তিনটি, মার্চে তিনটি এবং এপ্রিলে সাতটি রাফাল রাফাল ফ্রান্স থেকে ভারতে আসবে ।
এর আগে প্রথম দফায় 29 জুলাই পাঁচটি রাফাল ভারতে এসে পৌঁছায় । 10 সেপ্টেম্বর সেগুলি আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনায় যোগ দেয় । অম্বালা বিমানঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার 17 স্কোয়ারড্রনে সেগুলি যোগ করা হয় ।
এপ্রিল পর্যন্ত 21টি এক আসন বিশিষ্ট যুদ্ধবিমান আসবে ভারতে । পাশাপাশি সাতটি দুই আসন-বিশিষ্ট প্রশিক্ষণ রাফালও আসবে । যুদ্ধবিমানগুলির মধ্যে 18টি অম্বালায় রাখা হবে । তিনটি পাঠানো হবে উত্তরবঙ্গের হাসিমারা বিমানঘাঁটিতে ।
চুক্তি অনুযায়ী 36টি রাফাল যুদ্ধবিমান ফ্রান্স থেকে কেনার কথা ভারতের । যার জন্য খরচ হচ্ছে 59 হাজার কোটি টাকা । চতুর্থ প্রজন্মের মিডিয়াম মাল্টি রোল কমব্যাট এয়ারক্র্যাফট রাফালে রয়েছে ম্যাটিওর বিয়ন্ড ভিজ়ুয়াল রেঞ্জ । ওড়ার সময়ই জ্বালানি ভরতে সক্ষম রাফাল ।