মুম্বই , 24 নভেম্বর : BJP-র সঙ্গে জোটের প্রশ্নই ওঠে না ৷ সর্বসম্মতভাবে শিবসেনা ও কংগ্রেসের সঙ্গে জোটের সিদ্ধান্ত নিয়েছে NCP ৷ টুইট করে আজ একথা জানান NCP প্রধান শরদ পাওয়ার ৷ শরদ পাওয়ার টুইটে আরও লেখেন, "অজিত পাওয়ারের বিবৃতি মিথ্যে ও বিভ্রান্তিকর ৷ যা মহারাষ্ট্রের জনগণের মধ্যে ভুল ধারণা তৈরি করছে ৷ "
উল্লেখ্য, আজ অজিত পাওয়ার টুইট করেন, মহারাষ্ট্রের উন্নয়নের জন্য BJP-NCP জোট হাতে হাত মিলিয়ে কাজ করবে ৷ নতুন জোট সরকারকে সমর্থন করার জন্য মহারাষ্ট্রবাসীকে ধন্যবাদ জানান তিনি । টুইটে রাজ্যবাসীকে আশ্বস্ত করেন অজিত ৷ সাধারণ মানুষ যাতে উদ্বিগ্ন না হন তাঁর জন্য আবেদন জানান ৷
টুইটে অজিত আরও লেখেন, "(শরদ) পাওয়ার সাহেব আমাদের নেতা ৷ আমি NCP-তেই আছি ৷ আমাদের BJP-NCP জোট আগামী 5 বছর স্থায়ীভাবে মহারাষ্ট্রের উন্নয়নে একসঙ্গে কাজ করবে ৷"
-
There is no question of forming an alliance with @BJP4Maharashtra.
— Sharad Pawar (@PawarSpeaks) November 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
NCP has unanimously decided to ally with @ShivSena & @INCMaharashtra to form the government. Shri Ajit Pawar’s statement is false and misleading in order to create confusion and false perception among the people.
">There is no question of forming an alliance with @BJP4Maharashtra.
— Sharad Pawar (@PawarSpeaks) November 24, 2019
NCP has unanimously decided to ally with @ShivSena & @INCMaharashtra to form the government. Shri Ajit Pawar’s statement is false and misleading in order to create confusion and false perception among the people.There is no question of forming an alliance with @BJP4Maharashtra.
— Sharad Pawar (@PawarSpeaks) November 24, 2019
NCP has unanimously decided to ally with @ShivSena & @INCMaharashtra to form the government. Shri Ajit Pawar’s statement is false and misleading in order to create confusion and false perception among the people.
উল্লেখ্য, শনিবার ভোর রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন BJP-র দেবেন্দ্র ফড়নবিস ৷ উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন NCP-র অজিত পাওয়ার ৷ কিন্তু তারপরেও সমস্যা মেটেনি । অজিতের BJP-কে সমর্থনের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন NCP প্রধান শরদ পাওয়ার । তিনি সাফ জানিয়ে দিয়েছেন, NCP-BJP জোট তাঁদের পার্টি লাইনের বিরোধী ৷ অজিত উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই তাঁকে NCP নেতৃত্ব পরিষদীয় দলনেতার পদ থেকে সরিয়ে দিয়েছে ৷ নেতৃত্ব আরও জানিয়েছে, দলের যে বিধায়করা অজিত পাওয়ারের পাশে থাকবেন, তাঁদের বিরূদ্ধে 'অ্যান্টি ডিফেকশন আইন' অনুযায়ী মামলা করা হবে ৷