ETV Bharat / bharat

BJP-র সঙ্গে জোটের প্রশ্নই ওঠে না, টুইট শরদ পাওয়ারের - There is no question of forming an alliance with BJP

শরদ পাওয়ার টুইটে লেখেন, " BJP-র সঙ্গে জোটের প্রশ্নই ওঠে না ৷ অজিত পাওয়ারের বিবৃতি মিথ্যে ও বিভ্রান্তিকর ৷ যা মহারাষ্ট্রের জনগণের মধ্যে ভুল ধারণা তৈরি করছে ৷ "

ncp
author img

By

Published : Nov 24, 2019, 9:35 PM IST

Updated : Nov 24, 2019, 10:45 PM IST

মুম্বই , 24 নভেম্বর : BJP-র সঙ্গে জোটের প্রশ্নই ওঠে না ৷ সর্বসম্মতভাবে শিবসেনা ও কংগ্রেসের সঙ্গে জোটের সিদ্ধান্ত নিয়েছে NCP ৷ টুইট করে আজ একথা জানান NCP প্রধান শরদ পাওয়ার ৷ শরদ পাওয়ার টুইটে আরও লেখেন, "অজিত পাওয়ারের বিবৃতি মিথ্যে ও বিভ্রান্তিকর ৷ যা মহারাষ্ট্রের জনগণের মধ্যে ভুল ধারণা তৈরি করছে ৷ "

উল্লেখ্য, আজ অজিত পাওয়ার টুইট করেন, মহারাষ্ট্রের উন্নয়নের জন্য BJP-NCP জোট হাতে হাত মিলিয়ে কাজ করবে ৷ নতুন জোট সরকারকে সমর্থন করার জন্য মহারাষ্ট্রবাসীকে ধন্যবাদ জানান তিনি । টুইটে রাজ্যবাসীকে আশ্বস্ত করেন অজিত ৷ সাধারণ মানুষ যাতে উদ্বিগ্ন না হন তাঁর জন্য আবেদন জানান ৷

টুইটে অজিত আরও লেখেন, "(শরদ) পাওয়ার সাহেব আমাদের নেতা ৷ আমি NCP-তেই আছি ৷ আমাদের BJP-NCP জোট আগামী 5 বছর স্থায়ীভাবে মহারাষ্ট্রের উন্নয়নে একসঙ্গে কাজ করবে ৷"

  • There is no question of forming an alliance with @BJP4Maharashtra.
    NCP has unanimously decided to ally with @ShivSena & @INCMaharashtra to form the government. Shri Ajit Pawar’s statement is false and misleading in order to create confusion and false perception among the people.

    — Sharad Pawar (@PawarSpeaks) November 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, শনিবার ভোর রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন BJP-র দেবেন্দ্র ফড়নবিস ৷ উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন NCP-র অজিত পাওয়ার ৷ কিন্তু তারপরেও সমস্যা মেটেনি । অজিতের BJP-কে সমর্থনের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন NCP প্রধান শরদ পাওয়ার । তিনি সাফ জানিয়ে দিয়েছেন, NCP-BJP জোট তাঁদের পার্টি লাইনের বিরোধী ৷ অজিত উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই তাঁকে NCP নেতৃত্ব পরিষদীয় দলনেতার পদ থেকে সরিয়ে দিয়েছে ৷ নেতৃত্ব আরও জানিয়েছে, দলের যে বিধায়করা অজিত পাওয়ারের পাশে থাকবেন, তাঁদের বিরূদ্ধে 'অ্যান্টি ডিফেকশন আইন' অনুযায়ী মামলা করা হবে ৷

মুম্বই , 24 নভেম্বর : BJP-র সঙ্গে জোটের প্রশ্নই ওঠে না ৷ সর্বসম্মতভাবে শিবসেনা ও কংগ্রেসের সঙ্গে জোটের সিদ্ধান্ত নিয়েছে NCP ৷ টুইট করে আজ একথা জানান NCP প্রধান শরদ পাওয়ার ৷ শরদ পাওয়ার টুইটে আরও লেখেন, "অজিত পাওয়ারের বিবৃতি মিথ্যে ও বিভ্রান্তিকর ৷ যা মহারাষ্ট্রের জনগণের মধ্যে ভুল ধারণা তৈরি করছে ৷ "

উল্লেখ্য, আজ অজিত পাওয়ার টুইট করেন, মহারাষ্ট্রের উন্নয়নের জন্য BJP-NCP জোট হাতে হাত মিলিয়ে কাজ করবে ৷ নতুন জোট সরকারকে সমর্থন করার জন্য মহারাষ্ট্রবাসীকে ধন্যবাদ জানান তিনি । টুইটে রাজ্যবাসীকে আশ্বস্ত করেন অজিত ৷ সাধারণ মানুষ যাতে উদ্বিগ্ন না হন তাঁর জন্য আবেদন জানান ৷

টুইটে অজিত আরও লেখেন, "(শরদ) পাওয়ার সাহেব আমাদের নেতা ৷ আমি NCP-তেই আছি ৷ আমাদের BJP-NCP জোট আগামী 5 বছর স্থায়ীভাবে মহারাষ্ট্রের উন্নয়নে একসঙ্গে কাজ করবে ৷"

  • There is no question of forming an alliance with @BJP4Maharashtra.
    NCP has unanimously decided to ally with @ShivSena & @INCMaharashtra to form the government. Shri Ajit Pawar’s statement is false and misleading in order to create confusion and false perception among the people.

    — Sharad Pawar (@PawarSpeaks) November 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, শনিবার ভোর রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন BJP-র দেবেন্দ্র ফড়নবিস ৷ উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন NCP-র অজিত পাওয়ার ৷ কিন্তু তারপরেও সমস্যা মেটেনি । অজিতের BJP-কে সমর্থনের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন NCP প্রধান শরদ পাওয়ার । তিনি সাফ জানিয়ে দিয়েছেন, NCP-BJP জোট তাঁদের পার্টি লাইনের বিরোধী ৷ অজিত উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই তাঁকে NCP নেতৃত্ব পরিষদীয় দলনেতার পদ থেকে সরিয়ে দিয়েছে ৷ নেতৃত্ব আরও জানিয়েছে, দলের যে বিধায়করা অজিত পাওয়ারের পাশে থাকবেন, তাঁদের বিরূদ্ধে 'অ্যান্টি ডিফেকশন আইন' অনুযায়ী মামলা করা হবে ৷

Mumbai, Nov 24 (ANI): Congress leader Ashok Chavan accused Ajit Pawar of misusing letter of the MLAs during formation of Government by BJP. "I met Sharad Pawar. I have been told that the letter of the MLAs was misused by Ajit Pawar, the MLAs of Pawar (Sharad Pawar) have denied giving any kind of support through that letter, they say their letter was misused. Shiv Sena-NCP-Congress has the number. Many MLAs who were taken astray have come back. Rest of them will also come back. Our all 44 MLAs are safe at the right place. We need not worry about anything."
Last Updated : Nov 24, 2019, 10:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.