দিল্লি, 15 অগাস্ট : 74 তম স্বাধীনতা দিবসের ভাষণে একদিকে আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী ৷ ঠিক তেমনই শত্রুপক্ষকে কড়া ভাষায় বার্তা নরেন্দ্র মোদির ৷ জম্মু-কাশ্মীর থেকে লাদাখের প্রসঙ্গ উঠে আসে মোদির ভাষণে ৷ একদিকে তিনি লাদাখের আলাদা পরিচয় তৈরির কথা বললেন ৷ পাশাপাশি জম্মু-কাশ্মীরের উন্নয়নও যে এই সরকারের অন্যতম লক্ষ্য তাও বুঝিয়ে দিলেন তিনি ৷
এদিন লালকেল্লায় দাঁড়িয়ে মোদি বলেন, "শত্রুপক্ষকে কড়া জবাব দিতে জানে ভারত ৷ ভারত কী পারে তার প্রমাণ লাদাখ ৷" সিকিমের যেমন আলাদা পরিচয় রয়েছে ঠিক তেমনই লাদাখেরও আলাদা পরিচয় তৈরি করতে হবে ৷ বক্তা প্রধানমন্ত্রী ৷
আরও পড়ুন : আত্মনির্ভর ভারতই নতুন ভারত, লালকেল্লা থেকে বার্তা প্রধানমন্ত্রীর
এদিন লালকেল্লায় দাঁড়িয়ে তিনি স্বাধীনত সংগ্রামীদের শ্রদ্ধা জানান ৷ শ্রদ্ধা জানান দেশের কোরোনা যোদ্ধাদেরও ৷ শ্রদ্ধা জানাতে ভোলেননি লাদাখ সীমান্তে শহিদ হওয়া জওয়ানদেরও ৷ তিনি বলেন, "লাদাখের জওয়ানদের লালকেল্লা থেকে জানাই প্রণাম ৷ "
মোদির ভাষণে এদিন উঠে আসে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার কথাও ৷ তিনি বলেন, "ভারতের প্রতিরক্ষা উন্নত ৷ তা আরও উন্নত করাই আগামী দিনের লক্ষ্য ৷" পাশাপাশি সীমান্ত ও উপকূলে নজরদারি আরও কঠোর হবে বলেও জানান প্রধানমন্ত্রী ৷
সাম্প্রতিক সময়ে কাশ্মীর-লাদাখ সহ বেশ কিছু সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে ৷ কাশ্মীর সীমান্তে বার বার জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে ৷ দেশের সীমান্ত সুরক্ষা নিয়ে কেন্দ্র সরকারকে নিশানা করেছে বিরোধীরা ৷ সেই প্রেক্ষিতে আজ ফের একবার প্রতিবেশীদের পাশাপাশি বিরোধী এবং জঙ্গিদেরও এক কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী ৷ ভারত যে দেশের সুরক্ষা নিজেরাই করতে পারে সে কথাও লালকেল্লার মাটি থেকে ফের এক বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি তাঁর বার্তা, জঙ্গিপনাকে কখনই বরদাস্ত করা হবে না ৷