ETV Bharat / bharat

বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 1 কোটি - world

বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 1 কোটি । একটি সংবাদমাধ্যমের করা সমীক্ষায় দেখা গেছে, জুন মাসে 1.25 লাখ মানুষ প্রতিদিন কোরোনায় আক্রান্ত হয়েছেন ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 28, 2020, 1:22 PM IST

দিল্লি, 28 জুন : বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 1 কোটি । গতরাতে সংখ্যাটা পৌঁছেছে 1 কোটি 51-য় । ডিসেম্বরে চিনের ইউহানে প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে । এর 6 মাসের মধ্যে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল এক কোটি।

প্রথমদিকে মনে করা হচ্ছিল, গরমে এই ভাইরাসের সংক্রমণ অনেকটা কমে যাবে । কিন্তু, একটি সংবাদমাধ্যমের করা সমীক্ষায় দেখা গেছে, চলতি বছরের জুন মাসে বিশ্বজুড়ে 1.25 লাখ মানুষ প্রতিদিন কোরোনায় আক্রান্ত হয়েছেন । মার্চ মাসে এর ভয়াবহতা সবচেয়ে বেশি ছিল । সেই সময় ইট্যালি , স্পেন , ফ্রান্স ও অ্যামেরিকায় সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছিল । মে ও জুন মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে গেলেও, কিছুটা কমেছে মৃত্যুর হার ।

এদিকে বিশ্বে 38টি এমন দেশ রয়েছে যারা কোরোনাকে পরাজিত করেছে অথবা আক্রান্তের সংখ্যা অনেক কমে গেছে । এর মধ্যে রয়েছে ছোটো কয়েকটি দ্বীপ- যেমন তুভালু, ভানুয়াতু, সলোমন । ভারতের দুই প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা ও ভুটানও প্রায় কোরোনামুক্ত বলা চলে । শ্রীলঙ্কায় 9 জন কোরোনা আক্রান্ত হলেও, ভুটানে কেউ সংক্রমিত নন ।

অন্যদিকে অ্যামেরিকায় মারাত্মক আকার ধারণ করেছে কোরোনা। অ্যামেরিকায় প্রতিদিন 40 হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। চিকিৎসার অভাব রয়েছে ব্রাজিলের ছোটো শহরগুলিতে । যেকারণে সেখানে আক্রান্তের হার বেশি । এদিকে বেজিংয়ে গতকাল কোরোনা সংক্রমণ রুখতে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।

দিল্লি, 28 জুন : বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 1 কোটি । গতরাতে সংখ্যাটা পৌঁছেছে 1 কোটি 51-য় । ডিসেম্বরে চিনের ইউহানে প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে । এর 6 মাসের মধ্যে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল এক কোটি।

প্রথমদিকে মনে করা হচ্ছিল, গরমে এই ভাইরাসের সংক্রমণ অনেকটা কমে যাবে । কিন্তু, একটি সংবাদমাধ্যমের করা সমীক্ষায় দেখা গেছে, চলতি বছরের জুন মাসে বিশ্বজুড়ে 1.25 লাখ মানুষ প্রতিদিন কোরোনায় আক্রান্ত হয়েছেন । মার্চ মাসে এর ভয়াবহতা সবচেয়ে বেশি ছিল । সেই সময় ইট্যালি , স্পেন , ফ্রান্স ও অ্যামেরিকায় সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছিল । মে ও জুন মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে গেলেও, কিছুটা কমেছে মৃত্যুর হার ।

এদিকে বিশ্বে 38টি এমন দেশ রয়েছে যারা কোরোনাকে পরাজিত করেছে অথবা আক্রান্তের সংখ্যা অনেক কমে গেছে । এর মধ্যে রয়েছে ছোটো কয়েকটি দ্বীপ- যেমন তুভালু, ভানুয়াতু, সলোমন । ভারতের দুই প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা ও ভুটানও প্রায় কোরোনামুক্ত বলা চলে । শ্রীলঙ্কায় 9 জন কোরোনা আক্রান্ত হলেও, ভুটানে কেউ সংক্রমিত নন ।

অন্যদিকে অ্যামেরিকায় মারাত্মক আকার ধারণ করেছে কোরোনা। অ্যামেরিকায় প্রতিদিন 40 হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। চিকিৎসার অভাব রয়েছে ব্রাজিলের ছোটো শহরগুলিতে । যেকারণে সেখানে আক্রান্তের হার বেশি । এদিকে বেজিংয়ে গতকাল কোরোনা সংক্রমণ রুখতে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.