ETV Bharat / bharat

মহিলাদের জন্য 28 হাজার 600 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব - নারীর ক্ষমতায়নের উপর জোর দিলেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী ঘোষণা করেন, নারী উন্নয়ন ও পুষ্টিতে জোর দেওয়া হয়েছে এই বাজেটে ৷ এছাড়া বাজেটে শিক্ষাখাতে পুরুষদের তুলনায় মহিলাদের জন্য বেশি বরাদ্দের প্রস্তাব রয়েছে ।

women's empowerment
নারীর ক্ষমতায়ন
author img

By

Published : Feb 1, 2020, 1:06 PM IST

Updated : Feb 1, 2020, 9:45 PM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : বাজেটে নারীর সার্বিক উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে । এই খাতে 28 হাজার 600 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে । বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, "বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প সফল ।"

women's empowerment
নারীর ক্ষমতায়নের উপর জোর দিলেন অর্থমন্ত্রী


দেশের প্রথম পূর্ণসময়ের মহিলা অর্থমন্ত্রী হিসাবে আজ দ্বিতীয় সাধারণ বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন ৷ তাই বাজেটে মহিলাদের জন্য বাড়তি সুবিধা থাকবে, এমন প্রত্যাশা ছিলই ৷ অর্থমন্ত্রী ঘোষণা করেন, মহিলাদের ক্ষমতায়নে জোর দিতে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও অর্থ সাহায্য করা হবে ৷

women's empowerment
নারী উন্নয়ন ও পুষ্টিতে জোর দেওয়া হয়েছে এই বাজেটে
women's empowerment
নারী উন্নয়ন ও পুষ্টিতে জোর দেওয়া হয়েছে এই বাজেটে


এছাড়া বাজেটে শিক্ষাখাতে পুরুষদের তুলনায় মহিলাদের জন্য বেশি বরাদ্দের প্রস্তাব রয়েছে । অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মহিলাদের পুষ্টিকর খাবারের জন্য বরাদ্দ বাড়ানোর প্রস্তাব রয়েছে ।

মহিলাদের জন্য 28 হাজার 600 কোটি টাকা বরাদ্দ
Union Budget 2020
নারী উন্নয়ন ও পুষ্টিতে জোর দেওয়া হয়েছে এই বাজেটে

দিল্লি, 1 ফেব্রুয়ারি : বাজেটে নারীর সার্বিক উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে । এই খাতে 28 হাজার 600 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে । বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, "বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প সফল ।"

women's empowerment
নারীর ক্ষমতায়নের উপর জোর দিলেন অর্থমন্ত্রী


দেশের প্রথম পূর্ণসময়ের মহিলা অর্থমন্ত্রী হিসাবে আজ দ্বিতীয় সাধারণ বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন ৷ তাই বাজেটে মহিলাদের জন্য বাড়তি সুবিধা থাকবে, এমন প্রত্যাশা ছিলই ৷ অর্থমন্ত্রী ঘোষণা করেন, মহিলাদের ক্ষমতায়নে জোর দিতে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও অর্থ সাহায্য করা হবে ৷

women's empowerment
নারী উন্নয়ন ও পুষ্টিতে জোর দেওয়া হয়েছে এই বাজেটে
women's empowerment
নারী উন্নয়ন ও পুষ্টিতে জোর দেওয়া হয়েছে এই বাজেটে


এছাড়া বাজেটে শিক্ষাখাতে পুরুষদের তুলনায় মহিলাদের জন্য বেশি বরাদ্দের প্রস্তাব রয়েছে । অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মহিলাদের পুষ্টিকর খাবারের জন্য বরাদ্দ বাড়ানোর প্রস্তাব রয়েছে ।

মহিলাদের জন্য 28 হাজার 600 কোটি টাকা বরাদ্দ
Union Budget 2020
নারী উন্নয়ন ও পুষ্টিতে জোর দেওয়া হয়েছে এই বাজেটে
Mount Maunganui (New Zealand), Feb 01 (ANI): Team India arrived in New Zealand's Mount Maunganui on February 01. The 'Men in Blue' are set to lock horns with Kiwis in the final match of 5-match T20 series. India has already taken an assailable lead of 4-0 in the series. Last two matches were won in 'super over' by India.

Last Updated : Feb 1, 2020, 9:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.