ETV Bharat / bharat

তেলাঙ্গানায় নতুন করে কোরোনা আক্রান্ত 22, মৃত বেড়ে 28 - Eatala Rajender

কয়েকদিন ধরে তেলাঙ্গানায় কোরোনায় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল । কিন্তু গতকাল এক লাফে 22 জন আক্রান্তের খোঁজ মিলল ।

ছবি
ছবি
author img

By

Published : May 1, 2020, 9:49 AM IST

হায়দরাবাদ (তেলাঙ্গানা ), 1 মে : তেলাঙ্গানায় নতুন করে কোরোনায় আক্রান্ত 22 জন । গত কয়েক দিন ধরে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল । কিন্তু গতকাল আবারও 22 জনের শরীরে মিলল কোরোনার খোঁজ । তার মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে ।

সূত্রের খবর, মৃতেদের মধ্যে রয়েছেন 44 বছরের একজন মহিলা, 48 এবং 78 বছরের দু'জন পুরুষ । এঁদের 3 জনই কোরোনায় আক্রান্তের পাশাপাশি অন্য শারীরিক অসুস্থতাতেও ভুগছিলেন । সব মিলিয়ে রাজ্যে কোরোনায় মৃতের সংখ্যা মোট বেড়ে দাঁড়াল 28 । অন্যদিকে, গতকাল 22 জনের নতুন করে আক্রান্ত হওয়ায় রাজ্যে কোরোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1 হাজার 038 । গত তিন দিন রাজ্য থেকে 1-2 জন আক্রান্তের খোঁজ পাওয়া গেলেও গতকাল হঠাৎই সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ।

জানা গেছে, হায়দরাবাদের মালাকপেট গুঞ্জ বাজারে 2 জন কোরোনা আক্রান্ত ব্যক্তির মাধ্যমে 3 জন দোকানদার সংক্রমিত হন । এরপর ওই 3 দোকানের মালিকের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ে তাঁদের পরিবারের মধ্যে । বর্তমানে তাঁদের সকলকে আইসোলেশনে রাখা হয়েছে । স্বাস্থ্য় মন্ত্রী ই রাজেন্দর ঘোষণা করেন, বৃহস্পতিবার 33 জন কোরোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন । এঁদের মধ্যে 50 বছরের একজন ডাক্তারও রয়েছেন । এই নিয়ে রাজ্যে কোরোনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়াল 442 । এর সঙ্গে 568 জনের এখনও চিকিৎসা চলছে ।

কিন্তু যেহেতু হঠাৎ করে গতকাল নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে, সে কারণেই তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও স্বাস্থ্য দপ্তরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন । এর পাশাপাশি তিনি পরিস্থিতি সামাল দিতে উচ্চ পর্যায়ের বৈঠকও করেন ।

হায়দরাবাদ (তেলাঙ্গানা ), 1 মে : তেলাঙ্গানায় নতুন করে কোরোনায় আক্রান্ত 22 জন । গত কয়েক দিন ধরে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল । কিন্তু গতকাল আবারও 22 জনের শরীরে মিলল কোরোনার খোঁজ । তার মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে ।

সূত্রের খবর, মৃতেদের মধ্যে রয়েছেন 44 বছরের একজন মহিলা, 48 এবং 78 বছরের দু'জন পুরুষ । এঁদের 3 জনই কোরোনায় আক্রান্তের পাশাপাশি অন্য শারীরিক অসুস্থতাতেও ভুগছিলেন । সব মিলিয়ে রাজ্যে কোরোনায় মৃতের সংখ্যা মোট বেড়ে দাঁড়াল 28 । অন্যদিকে, গতকাল 22 জনের নতুন করে আক্রান্ত হওয়ায় রাজ্যে কোরোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1 হাজার 038 । গত তিন দিন রাজ্য থেকে 1-2 জন আক্রান্তের খোঁজ পাওয়া গেলেও গতকাল হঠাৎই সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ।

জানা গেছে, হায়দরাবাদের মালাকপেট গুঞ্জ বাজারে 2 জন কোরোনা আক্রান্ত ব্যক্তির মাধ্যমে 3 জন দোকানদার সংক্রমিত হন । এরপর ওই 3 দোকানের মালিকের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ে তাঁদের পরিবারের মধ্যে । বর্তমানে তাঁদের সকলকে আইসোলেশনে রাখা হয়েছে । স্বাস্থ্য় মন্ত্রী ই রাজেন্দর ঘোষণা করেন, বৃহস্পতিবার 33 জন কোরোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন । এঁদের মধ্যে 50 বছরের একজন ডাক্তারও রয়েছেন । এই নিয়ে রাজ্যে কোরোনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়াল 442 । এর সঙ্গে 568 জনের এখনও চিকিৎসা চলছে ।

কিন্তু যেহেতু হঠাৎ করে গতকাল নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে, সে কারণেই তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও স্বাস্থ্য দপ্তরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন । এর পাশাপাশি তিনি পরিস্থিতি সামাল দিতে উচ্চ পর্যায়ের বৈঠকও করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.