ETV Bharat / bharat

হায়দরাবাদে পশু চিকিৎসক ধর্ষণে অভিযুক্তদের 14 দিনের বিচারবিভাগীয় হেপাজত

হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণে মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু নামে চার ধৃতকে বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দিল আদালত ।

ছবি
ছবি
author img

By

Published : Nov 30, 2019, 6:24 PM IST

Updated : Nov 30, 2019, 9:30 PM IST

হায়দরাবাদ, 30 নভেম্বর : হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণে চার অভিযুক্তকে বিচারবিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত । তদন্তে নেমে গতকাল মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু নামে ওই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার নিখোঁজ হয়েছিলেন হায়দরাবাদবাসী সাতাশ বছরের এক পশু চিকিৎসক ৷ পরের দিন শামশাবাদ টোলপ্লাজ়ার কাছে যুবতির দগ্ধ দেহ উদ্ধার হয় । তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ধর্ষণের পর খুন করে পেট্রল ঢেলে যুবতির গায়ে আগুন দেয় ধৃতরা । CCTV ফুটেজ পরীক্ষা করার পর উঠে আসে আরও কিছু তথ্য ৷ শেষমেশ মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন : হায়দরাবাদের পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে খুন , ধৃত 4

গতকাল সাংবাদিক বৈঠকে সাইবারাবাদ পুলিশ কমিশনার ভি সি সজ্জানার জানিয়েছিলেন, ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ দ্রুত শুনানির জন্য ফাস্ট ট্র্যাক কোর্টে তোলা হবে মামলাটি । আজ তেলাঙ্গানার শাদনগরের এক স্থানীয় আদালতে তোলা হয় অভিযুক্তদের । আদালত চারজনকেই ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দিয়েছে ।

ইতিমধ্যে রঙ্গারেড্ডি জেলা বার কাউন্সিলের সদস্যরা একটি নোটিশ জারি করেছে । তারা জানিয়েছে, ধর্ষণের মামলায় অভিযুক্তদের তরফে কোনও আইনজীবী লড়বে না । নোটিশে তেলাঙ্গানা সরকারের কাছে দাবি জানানো হয়েছে যে, মামলার দ্রুত নিষ্পত্তি ও ন্যায়বিচারের জন্য আলাদাভাবে একটি বিশেষ আদালত গঠন করা হোক ।

হায়দরাবাদ, 30 নভেম্বর : হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণে চার অভিযুক্তকে বিচারবিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত । তদন্তে নেমে গতকাল মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু নামে ওই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার নিখোঁজ হয়েছিলেন হায়দরাবাদবাসী সাতাশ বছরের এক পশু চিকিৎসক ৷ পরের দিন শামশাবাদ টোলপ্লাজ়ার কাছে যুবতির দগ্ধ দেহ উদ্ধার হয় । তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ধর্ষণের পর খুন করে পেট্রল ঢেলে যুবতির গায়ে আগুন দেয় ধৃতরা । CCTV ফুটেজ পরীক্ষা করার পর উঠে আসে আরও কিছু তথ্য ৷ শেষমেশ মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন : হায়দরাবাদের পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে খুন , ধৃত 4

গতকাল সাংবাদিক বৈঠকে সাইবারাবাদ পুলিশ কমিশনার ভি সি সজ্জানার জানিয়েছিলেন, ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ দ্রুত শুনানির জন্য ফাস্ট ট্র্যাক কোর্টে তোলা হবে মামলাটি । আজ তেলাঙ্গানার শাদনগরের এক স্থানীয় আদালতে তোলা হয় অভিযুক্তদের । আদালত চারজনকেই ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দিয়েছে ।

ইতিমধ্যে রঙ্গারেড্ডি জেলা বার কাউন্সিলের সদস্যরা একটি নোটিশ জারি করেছে । তারা জানিয়েছে, ধর্ষণের মামলায় অভিযুক্তদের তরফে কোনও আইনজীবী লড়বে না । নোটিশে তেলাঙ্গানা সরকারের কাছে দাবি জানানো হয়েছে যে, মামলার দ্রুত নিষ্পত্তি ও ন্যায়বিচারের জন্য আলাদাভাবে একটি বিশেষ আদালত গঠন করা হোক ।

Ahmedabad (Gujarat), Nov 30 (ANI): Ahmedabad Police detained a sports car (Porsche 911) on November 29 and imposed fine of Rs 9.80 lakh on owner. Speaking to ANI, Ajit Ranjan, DCP, Traffic said, "We detained car as it did not have proper documents and valid number plate. Car was uninsured and earlier penalties worth over Rs 9 lakhs were unpaid."

Last Updated : Nov 30, 2019, 9:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.