চেন্নাই, 17 মে : লকডাউনের মেয়াদ বাড়ল তামিলনাড়ুতে । এই রাজ্যে 31 মে পর্যন্ত লকডাউন বাড়াল । কোরোনা সংক্রমণে মহারাষ্ট্রের পর সারা দেশে তামিলনাড়ু দ্বিতীয় স্থানে । তবে লকডাউনে রাজ্যের 25টি জেলাকে কিছু নিয়ম থেকে ছাড় দেওয়া হবে । তামিলনাড়ুর যেসব 25টি জেলায় কোরোনা সংক্রমণ সবচেয়ে কম হয়েছে, যেমন কোয়েম্বাটোর, সালেম, ত্রিচি এবং নীলগিরির মতো জেলাতে ভ্রমণ এবং কাজ সম্পর্কিত বিধিনিষেধ সহজ করা হয়েছে । তবে এই শিথিলতাগুলি কনটেইনমেন্ট জোনগুলিতে প্রযোজ্য হবে না।25 টি জেলায় বিধিনিষেধের মধ্যে থাকা ট্যাক্সিকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে ।বিশেষ করে স্বাস্থ্যপরিষেবা বা কৃষি ও ব্যবসায়িক উদ্দেশে ব্যবহার করা যাবে ।রাজ্যের রাজধানী চেন্নাই সহ আরও 12 টি জেলায় ট্যাক্সি এবং অটোরিকশাগুলিকে কেবল চিকিৎসার প্রয়োজনে ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হবে । এগুলি চালনার জন্য ই-পাস দেওয়া হবে।
মানুষকে জমায়েত করতে বারণ করা হচ্ছে । রাজ্য সরকার অবশ্য সমস্ত রাজ্যে স্কুল, কলেজ, ধর্মীয় উপাসনাস্থান, সিনেমা হল, রেস্তরাঁ, পানশালা 31 মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।বিবাহ ও অন্ত্যেষ্টিক্রিয়া সংক্রান্ত নিষেধাজ্ঞাও রাজ্যে অব্যাহত থাকবে। রাজ্য সরকার জানিয়েছে, রাজ্যের সর্বাধিক জনপ্রিয় তিনটি পার্বত্য পর্যটন কেন্দ্র - উটি, ইয়ারকাড এবং কোডাইকানালের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের যাওয়ার অনুমতি দেওয়া হবে না।
সরকারি ও বেসরকারি বাসে সর্বোচ্চ 20 জন যাত্রী বহন করতে পারবে । ভ্যানে চালকসহ সাত জন এবং ছোট গাড়িতে ড্রাইভার সহ তিনজন এবং বড় গাড়ি MUV -এর মধ্যে যেমন টয়োটা ইনোভার মতো গাড়িগুলিতে সাত জনকে বহন করতে পারে।জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করা খেলোয়াড়দের প্রশিক্ষণও ছাড় দেওয়া হয়েছে । তবে অ্যাথলিটদের ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য স্থানীয় প্রশাসনের অনুমতি প্রয়োজন ।
চেন্নাইয়ের বাইরে মোট 100 বা তার চেয়ে কম কর্মচারী রয়েছে এমন ফ্যাক্টরি এবং শিল্প ইউনিটগুলিতে 100 শতাংশ লোকের কাজের অনুমতি দেওয়া হয়েছে । আগে 33 শতাংশের কাজের অনুমতি ছিল। 100 জনের বেশি কর্মচারী রয়েছে এমন কারখানাগুলিতে 50 শতাংশের কাজের অনুমতি দেওয়া হয়েছে ।
31 মে পর্যন্ত লকডাউন বাড়িয়েছে মহারাষ্ট্র। সংক্রমণের নিরিখে সারা দেশে এই রাজ্য প্রথম। এখনও পর্যন্ত সংক্রমিত প্রায় 30 হাজার। দেশের মোট সংক্রমণের প্রায় এক-তৃতীয়াংশ মহারাষ্ট্রের। এরপরেই দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ু । এই রাজ্যে COVID-19-এ সংক্রমিত প্রায় 10 হাজার, মৃত্যু হয়েছে 74 জনের ।এই সপ্তাহের শুরুতে দিল্লিকে ছাড়িয়ে যায় তামিলনাড়ু ।চেন্নাইয়ের কাছে সবচেয়ে বড় পাইকারি বাজারে যেখানে শাকসবজি এবং ফল বিক্রি হয় সেখানে 2,600 টিরও বেশি সংক্রমণ ঘটেছে ।