ETV Bharat / bharat

দিল্লির স্কুলে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার সাফাইকর্মী - police

দিল্লিতে একটি সরকারি স্কুলে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল সাফাইকর্মী বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

author img

By

Published : Feb 10, 2019, 11:42 AM IST

দিল্লি, ১০ ফেব্রুয়ারি : দিল্লির শাহদারা জেলার একটি সরকারি স্কুলে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনায় স্কুলেরই এক সাফাইকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

৫ ফেব্রুয়ারি স্কুল থেকে বেরনোর সময় তাকে একটি জায়গায় বসতে বলে ওই অভিযুক্ত। তারপরে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

নাবালিকাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বলে, যদি সে বিষয়টি কাউকে জানায় তবে ভালো হবে না। পরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায় ওই নাবালিকা। এরপর তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। অভিযুক্তর বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করা হয়েছে।

৩৮ বছর বয়সি ওই অভিযুক্ত তিন মাস ধরে সেই স্কুলে সাফাইকর্মী হিসেবে কাজ করছে।

দিল্লি, ১০ ফেব্রুয়ারি : দিল্লির শাহদারা জেলার একটি সরকারি স্কুলে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনায় স্কুলেরই এক সাফাইকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

৫ ফেব্রুয়ারি স্কুল থেকে বেরনোর সময় তাকে একটি জায়গায় বসতে বলে ওই অভিযুক্ত। তারপরে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

নাবালিকাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বলে, যদি সে বিষয়টি কাউকে জানায় তবে ভালো হবে না। পরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায় ওই নাবালিকা। এরপর তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। অভিযুক্তর বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করা হয়েছে।

৩৮ বছর বয়সি ওই অভিযুক্ত তিন মাস ধরে সেই স্কুলে সাফাইকর্মী হিসেবে কাজ করছে।




Guwahati (Assam), Feb 10 (ANI): Assam Chief Minister Sarbananda Sonowal took jibe at Congress party and said that the party is responsible for misguided people in the matter. "Citizens of Assam are politically sensitive and Congress cannot divert them. Citizens of Assam have always supported BJP and I am grateful to them",

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.