দিল্লি, ১০ ফেব্রুয়ারি : দিল্লির শাহদারা জেলার একটি সরকারি স্কুলে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনায় স্কুলেরই এক সাফাইকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
৫ ফেব্রুয়ারি স্কুল থেকে বেরনোর সময় তাকে একটি জায়গায় বসতে বলে ওই অভিযুক্ত। তারপরে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
নাবালিকাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বলে, যদি সে বিষয়টি কাউকে জানায় তবে ভালো হবে না। পরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায় ওই নাবালিকা। এরপর তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। অভিযুক্তর বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করা হয়েছে।
৩৮ বছর বয়সি ওই অভিযুক্ত তিন মাস ধরে সেই স্কুলে সাফাইকর্মী হিসেবে কাজ করছে।