ETV Bharat / bharat

রাজীব কুমারের আবেদন শুনতে বিশেষ বেঞ্চ নয়, জানাল সুপ্রিম কোর্ট

চিটফান্ড মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের উপর থেকে রক্ষাকবচ সরিয়ে নিয়ে সুপ্রিম কোর্ট আইনি সহায়তার জন্য 7 দিন সময় দিয়েছিল । সেই মেয়াদ বাড়ানোর জন্য গতকাল আবেদন জানান তিনি । সেই আবেদন শুনতে বিশেষ বেঞ্চ তৈরি হতে পারে জানা গেলেও তা হচ্ছে না বলে আজ জানাল আদালত ।

ফাইল ফোটো
author img

By

Published : May 21, 2019, 12:48 PM IST

দিল্লি, 21 মে : রাজীব কুমারের আবেদন শুনতে বিশেষ বেঞ্চ নয় । জানিয়ে দিল সুপ্রিম কোর্ট । আইনি সহায়তার জন্য আদালত তাঁকে 7 দিনের সময় দিয়েছিল । রাজ্যে কর্মবিরতি চলছে এই বলে গতকাল সুপ্রিমকোর্টের কাছে সেই মেয়াদ বাড়ানোর আবেদন জানান তিনি ।

চিটফান্ড মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের উপর থেকে রক্ষাকবচ সরিয়ে নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, 23 মে'র মধ্যে আইনি সহায়তার আবেদন করতে পারবেন তিনি । কিন্তু, 25 দিন ধরে রাজ্যে আইনজীবীদের কর্মবিরতি চলায় আইনি সহায়তা পাননি তিনি । বাধ্য হয়েই শীর্ষ আদালতের কাছে সময়সীমা বাড়ানোর আবেদন করেন রাজীব ।

তাঁর আবেদনের পর সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ, শীর্ষ আদালতের রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেন । রেজিস্ট্রার প্রধান বিচারপতির সঙ্গে কথা বলার পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান । প্রধান বিচারপতির অনুমতি পাওয়া গেলে 3 সদস্যের একটি বেঞ্চ গঠিত হবে বলেও জানা গেছিল ।

দিল্লি, 21 মে : রাজীব কুমারের আবেদন শুনতে বিশেষ বেঞ্চ নয় । জানিয়ে দিল সুপ্রিম কোর্ট । আইনি সহায়তার জন্য আদালত তাঁকে 7 দিনের সময় দিয়েছিল । রাজ্যে কর্মবিরতি চলছে এই বলে গতকাল সুপ্রিমকোর্টের কাছে সেই মেয়াদ বাড়ানোর আবেদন জানান তিনি ।

চিটফান্ড মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের উপর থেকে রক্ষাকবচ সরিয়ে নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, 23 মে'র মধ্যে আইনি সহায়তার আবেদন করতে পারবেন তিনি । কিন্তু, 25 দিন ধরে রাজ্যে আইনজীবীদের কর্মবিরতি চলায় আইনি সহায়তা পাননি তিনি । বাধ্য হয়েই শীর্ষ আদালতের কাছে সময়সীমা বাড়ানোর আবেদন করেন রাজীব ।

তাঁর আবেদনের পর সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ, শীর্ষ আদালতের রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেন । রেজিস্ট্রার প্রধান বিচারপতির সঙ্গে কথা বলার পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান । প্রধান বিচারপতির অনুমতি পাওয়া গেলে 3 সদস্যের একটি বেঞ্চ গঠিত হবে বলেও জানা গেছিল ।


Patna (Bihar), May 21 (ANI): A class 11 student was stabbed to death during a clash that erupted between two groups in Patrakar Nagar area. The victim, identified as Aman Raj, was returning from his coaching classes, when the incident took place on Monday. Police have initiated an inquiry into the matter.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.