ETV Bharat / bharat

শুরু হবে ED-র জিজ্ঞাসাবাদ, শৌচাগার থেকে পালালেন কমল নাথের ভাগনে

VVIP চপার কাণ্ডে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ভাগনেকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছিল ED ৷  দিল্লির অফিসে জিজ্ঞাসাবাদ শুরুর আগে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয় রাতুল পুরিকে ৷ এরপরই উধাও ৷

author img

By

Published : Jul 27, 2019, 10:58 PM IST

Updated : Jul 27, 2019, 11:11 PM IST

শুরু হবে ED-র জিজ্ঞাসাবাদ, শৌচাগার থেকে পালালেন কমল নাথের ভাগনে

দিল্লি, 27 জুলাই : শৌচাগার থেকে পালালেন মুখ্যমন্ত্রীর ভাগনে?

VVIP চপার কাণ্ডে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ভাগনেকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছিল ED ৷ দিল্লির অফিসে জিজ্ঞাসাবাদ শুরুর আগে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয় রাতুল পুরিকে ৷ এরপরই উধাও তিনি !

এদিকে আর্থিক তছরুপের একটি মামলায় দিল্লির কোর্টে সোমবার পর্যন্ত অন্তর্বর্তীকালীনে মুক্তি মিলেছিল তাঁর ৷ সেই মামলাটির সঙ্গেও চপার কেলেঙ্কারির সম্পর্ক রয়েছে ৷

শনিবার দিল্লির অফিসে রাতুল পুরিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় ৷ কিন্তু অফিসে প্রবেশ করার কিছুক্ষণ পর থেকেই তাঁকে নাকি আর পাওয়া যায়নি ৷

শুক্রবারও দিল্লির অফিসে রাতুল পুরিকে জিজ্ঞাসাবাদ করে ED ৷ সূত্র বলছে, তাঁকে অপেক্ষা করতে বলা হয়েছিল ৷ সেই সময় তিনি শৌচাগারে যান৷ এর পর থেকেই খোঁজ মেলেনি তাঁর ৷ ফোনও সুইচ অফ বলা হয় ৷ নীতা পুরি ও দীপক পুরির সন্তান রাতুল ৷ দীপক অপ্টিক্যাল স্টোরেজ মিডিয়া ফার্ম মোজ়ারবেয়ারের CMD ৷

মনমোহন সিংহ নেতৃত্বাধীন UPA মলে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং VVIP-দের জন্য 12টি বিলাসবহুল চপার কিনতে 2010 সালে ব্রিটিশ সংস্থা অগুস্তা ওয়েস্টল্যান্ডের সঙ্গে চুক্তি হয় । 3600 কোটি টাকার ওই চুক্তিতে বিপুল অঙ্কের ঘুষের লেনদেন করা হয়েছিল বলে অভিযোগ । যা প্রকাশ্যে আসে 2013 সালে । তাতে নাম জড়ায় রাতুল পুরির ৷ ED ও CBI ঘটনার তদন্ত করছে ৷

দিল্লি, 27 জুলাই : শৌচাগার থেকে পালালেন মুখ্যমন্ত্রীর ভাগনে?

VVIP চপার কাণ্ডে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ভাগনেকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছিল ED ৷ দিল্লির অফিসে জিজ্ঞাসাবাদ শুরুর আগে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয় রাতুল পুরিকে ৷ এরপরই উধাও তিনি !

এদিকে আর্থিক তছরুপের একটি মামলায় দিল্লির কোর্টে সোমবার পর্যন্ত অন্তর্বর্তীকালীনে মুক্তি মিলেছিল তাঁর ৷ সেই মামলাটির সঙ্গেও চপার কেলেঙ্কারির সম্পর্ক রয়েছে ৷

শনিবার দিল্লির অফিসে রাতুল পুরিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় ৷ কিন্তু অফিসে প্রবেশ করার কিছুক্ষণ পর থেকেই তাঁকে নাকি আর পাওয়া যায়নি ৷

শুক্রবারও দিল্লির অফিসে রাতুল পুরিকে জিজ্ঞাসাবাদ করে ED ৷ সূত্র বলছে, তাঁকে অপেক্ষা করতে বলা হয়েছিল ৷ সেই সময় তিনি শৌচাগারে যান৷ এর পর থেকেই খোঁজ মেলেনি তাঁর ৷ ফোনও সুইচ অফ বলা হয় ৷ নীতা পুরি ও দীপক পুরির সন্তান রাতুল ৷ দীপক অপ্টিক্যাল স্টোরেজ মিডিয়া ফার্ম মোজ়ারবেয়ারের CMD ৷

মনমোহন সিংহ নেতৃত্বাধীন UPA মলে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং VVIP-দের জন্য 12টি বিলাসবহুল চপার কিনতে 2010 সালে ব্রিটিশ সংস্থা অগুস্তা ওয়েস্টল্যান্ডের সঙ্গে চুক্তি হয় । 3600 কোটি টাকার ওই চুক্তিতে বিপুল অঙ্কের ঘুষের লেনদেন করা হয়েছিল বলে অভিযোগ । যা প্রকাশ্যে আসে 2013 সালে । তাতে নাম জড়ায় রাতুল পুরির ৷ ED ও CBI ঘটনার তদন্ত করছে ৷


New Delhi, July 27 (ANI): While addressing the public at Kargil Vijay Diwas commemorative event, Prime Minister Narendra Modi said, "Nature of war has changed, today humanity and the world is a victim of pseudo war, and terrorism is challenging the whole of mankind. Those defeated in war are using pseudo war to fulfill their political objectives and encouraging terrorism." Prime Minister Narendra Modi attended Kargil Vijay Diwas memorial event at Indira Gandhi Indoor (IGI) Stadium in New Delhi. Vijay Diwas was celebrated on July 26 to commemorate 20 years of Kargil War.
Last Updated : Jul 27, 2019, 11:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.