ETV Bharat / bharat

প্রকৃতির বিস্ময়ের মাধ্যমে আরোগ্য দান, পুনরুজ্জীবিত করা এবং রূপান্তরকরণ - Rejuvenate and Transform Through Wonders of Nature

প্রকৃতির কাছেই রয়েছে আরোগ্য দানের সবচেয়ে বড় ক্ষমতা, আর ‘সুখীভব ওয়েলনেস’এ আমরা প্রকৃতির এই প্রাণশক্তিকেই ধরে রাখা হয় আপনাকে সুস্থ করার, পুনরুজ্জীবিত করা এবং রূপান্তরিত করার জন্য।

ছবি
ছবি
author img

By

Published : Sep 29, 2020, 9:27 AM IST

Updated : Sep 29, 2020, 4:19 PM IST

প্রকৃতির কাছেই রয়েছে আরোগ্য দানের সবচেয়ে বড় ক্ষমতা, আর "সুখীভব ওয়েলনেস"-এ আমরা প্রকৃতির এই প্রাণশক্তিকেই ধরে রাখছি আপনাকে সুস্থ করার, পুনরুজ্জীবিত করা এবং রূপান্তরিত করার জন্য। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটির "সুখীভব ওয়েলনেস"—এ ওষুধহীন, প্রাচীন আরোগ্য লাভের থেরাপি অনুসরণ করা হয় যাতে আপনার ভিতরের ক্ষমতাগুলির ভারসাম্য ফিরিয়ে আনা যায় এবং সম্পূর্ণ শারীরিক তথা মানসিক সুস্বাস্থ্যের পুনরায় আবির্ভাব ঘটে। সুখীভব—এর এই অভিনব উদে্যাগ নিয়ে আরও তথ্য দিলেন সুখীভব ওয়েলনেস-এর অধিকর্তা, ড. অর্চনা মমগেইন । তিনি জানালেন, “এই চিকিৎসা পদ্ধতিগুলির অভিনবত্ব হল এই যে, শারীরিক গঠনের বিভিন্নতা এবং অসুস্থতার কথা মাথায় রেখেই প্রাকৃতিক উপাদানের মাধ্যমে সুস্থতা প্রদানের এই উদে্যাগ নেওয়া হয়েছে।”

  • লাইফস্টাইল ডিজ়াইন প্রোগ্রাম

ড. অর্চনা মমগেইনের ব্যাখ্যা অনুযায়ী, সুখীভব ওয়েলনেস শুধুমাত্র আমাদের থেরাপিই দেয় না, পাশাপাশি শরীরকে ডিটক্স করারও চেষ্টা করে, যাতে আক্রান্ত ব্যক্তিকে নতুন করে প্রাণশক্তি এবং উদ্যম দেওয়া যায় এবং সে চিকিৎসা পদ্ধতি থেকে সম্পূর্ণভাবে উপকৃত হতে পারে। তার জন্যই যথাযথভাবে একটি কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে যেখানে প্রথমে আক্রান্তের শরীরকে খঁুটিয়ে পর্যবেক্ষণ করা হয় এবং তাঁর সমস্যাগুলি বিশদে বোঝা যায় । এরপর প্রয়োজন অনুসারে পরিকল্পনা করা হয়, কী কী চিকিৎসা পদ্ধতি অনুসৃত হবে, ডায়েট কেমন হবে এবং কী কী বিশেষ যোগচর্চা তাঁকে করতে হবে । এখানে যে সব থেরাপির বন্দোবস্ত করা হয়, তাতে গুরুত্ব দেওয়া হয় প্রাকৃতিক এবং প্রাচীন আরোগ্য পদ্ধতি গুলিকে। আর এরই মাধ্যমে নিরাময়ের বন্দোবস্ত করা হয় হজমের সমস্যা, মানসিক চাপ, অনিদ্রার পাশাপাশি সৌন্দর্য বিষয়ক/রূপচর্চাগত সমস্যা সমাধানে এবং শরীর, মন ও মস্তিষ্কের মধে্য ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে। এই থেরাপিতে যতগুলি সেশনের দরকার হয় এবং যতক্ষণ সময় লাগে, তা সমস্যার ধরন দেখে ঠিক করা হয়। তাছাড়াও কথিত আছে যে, কোনও মানুষের খাদ্যতালিকাই তার মস্তিষ্কের অবস্থা দর্শায় এবং সেকারণেই কোনও থেরাপি চলাকালীন এখানে নির্দিষ্ট পথ্য দেওয়া হয়। চিকিৎসা চলাকালীন সেই বিশেষভাবে প্রস্তুত পথে্যর উপরই নির্ভর করে থাকতে হয়।

  • কমপ্লিট ম্যানেজমেন্ট প্রোগ্রাম

সুখীভব ওয়েলনেস—এ শারীরিক এবং মানসিক সুস্বাস্থের জন্য পরিপূর্ণ ম্যানেজমেন্ট প্রোগ্যামের ব্যবস্থা করা হয়। আমাদের বিশেষজ্ঞ বর্ণনা করে বলেছেন যে, সুখীভব ওয়েলনেস—এ বিভিন্ন ধরনের প্রোগ্যাম পরিচালিত হয়, বিভিন্ন ধরনের থেরাপি চলে, যার মাধ্যমে নানা ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।

১. "মানাহতৃপ্তি". স্ট্রেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম

শরীর যাতে মানসিক চাপ থেকে মুক্ত হয় এবং শরীর—মন ও মস্তিষ্কের স্বাভাবিক কাজের স্পন্দন ফিরে আসে, তা নিশ্চিত করতে এই কর্মসূচিতে একটি সার্বিক দৃষ্টিভঙ্গি নেওয়া হয়, যেখানে থাকে নানাবিধ প্রাকৃতিক থেরাপি, থেরাপটিক এবং যোগচর্চার ক্রিয়া। স্বাস্থ্যকর জীবনযাত্রা, মানসিক চাপের হ্রাস, জীবনে ইতিবাচক পরিবর্তন আনা এবং জীবনে সমন্বয়ের সান্নিধ্যের উপর এতে গুরুত্ব দেওয়া হয়।

২. ‘সুনিদ্রা’. দ্য স্লিপ এনরিচমেন্ট প্রোগ্রাম

প্রাচীন আয়ূর্বেদিক থেরাপি এবং নেচারোপ্যাথির রোগমুক্তির প্রক্রিয়ার সংমিশ্রণ থেকে এই কর্মসূচিতে অনুপ্রেরণা নেওয়া হয়। এতে আরও রয়েছে নেচারোপ্যাথিক জীবনযাত্রার পরামর্শ, প্রাকৃতিক এবং পুষ্টিকর উপাদানের মাধ্যমে উপশমের প্রক্রিয়া, হাইড্রোঅ্যারোমেটিক ইমার্সন এবং আরও অনেক কিছু। এটি একটি থেরাপটিক কর্মসূচি যেখানে মানসিক চাপ, শারীরিক ভারসামে্যর অভাব থেকে হওয়া নিদ্রার অভাবের সমস্যারও চিকিৎসা করা হয়।

৩. ‘সঞ্জীবনী’. দা পেন ম্যানেজমেন্ট প্রোগ্রাম

সঞ্জীবনী—তে প্রাকৃতিক থেরাপি, থেরাপটিক এবং যোগ—ক্রিয়ার সমন্বয়ে শরীর থেকে বেদনার উপশম ঘটানো হয় এবং শরীরে উদ্দীপনা ফিরিয়ে আনা হয়। এতে শরীর আগের থেকে বেশি উদ্যমী ও তরতাজা হয়ে ওঠে এবং হৃত ভারসাম্য ফিরে আসে। এই কর্মসূচির অন্যতম অঙ্গ হল ডায়েট ম্যানেজমেন্ট। এই থেরাপির লক্ষ্য ব্যথার উপশম, ডিস্ক এবং নার্ভের ‘লুব্রিকেশন’, ‘নেক স্টিফনেস’ তথা ঘাড়ের দুরূহ ব্যথার মুক্তি এবং ‘ডিটক্সিফিকেশন’।

৪. ‘সমামকারোথি’. দ্য বেসিক রিস্টোর হারমোনি প্রোগ্রাম

এটি প্রাচীন আয়ূর্বেদ এবং নেচারোপ্যাথির সমন্বয়। শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে ভাল থাকার জন্য এবং সর্বাধিক শান্তি ও বিশ্রাম পাওয়ার জন্য শরীরের সমস্ত এনার্জি চ্যানেলগুলিকে সক্রিয় করে তোলা হয়। শরীর থেকে সমস্ত বিষাক্ত ও দূষিত পদার্থ দূরীকরণ এবং ভাল ঘুম নিশ্চিত করতে এই কর্মসূচি সাহায্য করে।

৫. ‘লাবণ্য’. বিউটি থেরাপি

এই থেরাপিতে প্রাচীন, প্রাকৃতিক এবং গাছগাছড়া—নির্ভর উপকরণ ব্যবহার করা হয়, যা ত্বকের গভীরতম স্তরে প্রবেশ করে ক্ষতের দাগ নির্মূল করে, আর্দ্রতা এবং কাঠিন্য ফিরিয়ে আনে, যার ফলে উজ্জ্বল বর্ণ এবং লাবণ্য মেলে। ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে, ডিটক্সিফিকেশনের জন্য, ত্বক পরিষ্কার রাখতে এবং টানটান রাখতে এই থেরাপি উপযোগী।

৬. ‘প্রসন্ন’. দ্য ইমোশনাল ব্যালেন্স প্রোগ্রাম

প্রসন্ন—এ নেচারোপ্যাথিক চিকিৎসা, বিশেষভাবে প্রস্তুত আয়ূর্বেদিক থেরাপি এবং যোগের মাধ্যমে কাঙ্খিত ফল দেওয়ার ব্যবস্থা করা হয়। এতে শরীর ভাল থাকে, ব্যক্তিগত সুস্বাস্থ্য নিশ্চিত হয়, শারীরিক—মানসিক ও আধ্যাত্মিক ভারসাম্য ফেরে আর শরীর, মন দুইই পুনরূজ্জীবিত হয়ে ওঠে।

৭. ‘তনু ভবাথি’. দ্য ওয়েট ম্যানেজমেন্ট প্রোগ্রাম

এতে গুরুত্ব দেওয়া হয় সঠিক মাপের পুষ্টি, যোগচর্চাকে। পাশাপাশি আয়ূর্বেদ ও প্রাকৃতিক থেরাপির মেলবন্ধনের মাধ্যমে শরীরকে পুনরুজ্জীবিত করা হয় ও শরীরের হৃত গতি ফিরিয়ে আনা হয়। এই থেরাপিতে যে উপকরণ ব্যবহার করা হয়, তাতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা শরীরকে পুষ্টি দেয় এবং ‘ডিটক্স’ করে। এতে জীবনযাত্রার ধরণে হওয়া ভুলের সংশোধন করা হয় এবং ডায়েটরি ম্যানেজমেন্টের পাঠও দেওয়া হয়। এই থেরাপির মূল লক্ষ্য হল ওজন কমানো, উদ্যম বাড়ানো এবং টক্সিন দূর করা।

৮. ‘আনন্দ’. দ্য এক্সট্যাসি প্রোগ্রাম

প্রাকৃতিক থেরাপি, থেরাপটিক এবং যোগ ক্রিয়ার যথাযথ সমন্বয় সাধনের মাধ্যমে আনন্দ—এ শরীরকে পুনরুজ্জীবিত করা হয় এবং শরীর—মন ও আত্মার ইতিবাচক স্পন্দন ফিরিয়ে আনা হয়। এতে শরীর ও মন শান্ত হয়, পুনরুজ্জীবিত হয়, বেদনার মুক্তি ঘটে, ডিস্ক ও নার্ভের ‘লুব্রিকেশন’ হয়।

৯. ‘তেজোমায়া’. দ্য িরজুভিনেশন প্রোগ্রাম

তেজোমায়া—য় প্রাকৃতিক থেরাপি এবং থেরাপটিক প্রয়োগের বিশ্বস্ত পদ্ধতির প্রয়োগ করা হয় যাতে ত্বকের ঔজ্জ্বল্য ফিরে আসে। এই কর্মসূচিতে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক ভাল থাকা এবং শান্তিলাভের উপর গুরুত্ব দেওয়া হয়। মাংসপেশী এবং জয়েন্টের ব্যথার উপশম, শরীর থেকে টক্সিন বেরিয়ে যাওয়া এবং ত্বকের কোষ টানটান রাখতে এই থেরাপি কার্যকরী।

১০. ‘সঞ্জীভা’. ক্লিন্স অ্যান্ড রিভাইভ ডিটক্সিফিকেশন প্রোগ্রাম

এতে প্রাকৃতিক থেরাপি, থেরাপটিক এবং যোগ ক্রিয়ার বিশ্বস্ত সমন্বয় প্রয়োগ করে শরীরে জমে থাকা টক্সিন দূর করা হয় এবং শরীর—মন এবং আত্মার স্বাভাবিক স্পন্দন ফিরিয়ে আনা হয়। আর এর ফলে শরীর হালকা হওয়ার অভিজ্ঞতা লাভ করে। এতে এনার্জি লেভেল বাড়ে, হজমশক্তি ভাল হয়, ওজনবৃদ্ধির সমস্যা মেটে এবং ইমিউনিটি বাড়ে।

সুখীভব ওয়েলনেস অবস্থিত রামোজি ফিল্ম সিটি—র ছবির মতো সুন্দর পরিবেশে আর আপনিও এখানকার ওয়েলনেস এক্সপার্টদের সঙ্গে যোগাযোগ করে আরোগ্যের সেরা প্যাকেজ পেতে পারেন।

ফোন— ৯১২১১—৫২৯৯৭, ৯১২১১—৭০৮৪০

৯১৫৪১—১৮২৭৩

০৮৪১৫—২৪৬৬৯৯

অথবা যোগাযোগ করুন info.sukhibhava@ramojifilmcity.com

বা

www.sukhibhava.co.in

প্রকৃতির কাছেই রয়েছে আরোগ্য দানের সবচেয়ে বড় ক্ষমতা, আর "সুখীভব ওয়েলনেস"-এ আমরা প্রকৃতির এই প্রাণশক্তিকেই ধরে রাখছি আপনাকে সুস্থ করার, পুনরুজ্জীবিত করা এবং রূপান্তরিত করার জন্য। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটির "সুখীভব ওয়েলনেস"—এ ওষুধহীন, প্রাচীন আরোগ্য লাভের থেরাপি অনুসরণ করা হয় যাতে আপনার ভিতরের ক্ষমতাগুলির ভারসাম্য ফিরিয়ে আনা যায় এবং সম্পূর্ণ শারীরিক তথা মানসিক সুস্বাস্থ্যের পুনরায় আবির্ভাব ঘটে। সুখীভব—এর এই অভিনব উদে্যাগ নিয়ে আরও তথ্য দিলেন সুখীভব ওয়েলনেস-এর অধিকর্তা, ড. অর্চনা মমগেইন । তিনি জানালেন, “এই চিকিৎসা পদ্ধতিগুলির অভিনবত্ব হল এই যে, শারীরিক গঠনের বিভিন্নতা এবং অসুস্থতার কথা মাথায় রেখেই প্রাকৃতিক উপাদানের মাধ্যমে সুস্থতা প্রদানের এই উদে্যাগ নেওয়া হয়েছে।”

  • লাইফস্টাইল ডিজ়াইন প্রোগ্রাম

ড. অর্চনা মমগেইনের ব্যাখ্যা অনুযায়ী, সুখীভব ওয়েলনেস শুধুমাত্র আমাদের থেরাপিই দেয় না, পাশাপাশি শরীরকে ডিটক্স করারও চেষ্টা করে, যাতে আক্রান্ত ব্যক্তিকে নতুন করে প্রাণশক্তি এবং উদ্যম দেওয়া যায় এবং সে চিকিৎসা পদ্ধতি থেকে সম্পূর্ণভাবে উপকৃত হতে পারে। তার জন্যই যথাযথভাবে একটি কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে যেখানে প্রথমে আক্রান্তের শরীরকে খঁুটিয়ে পর্যবেক্ষণ করা হয় এবং তাঁর সমস্যাগুলি বিশদে বোঝা যায় । এরপর প্রয়োজন অনুসারে পরিকল্পনা করা হয়, কী কী চিকিৎসা পদ্ধতি অনুসৃত হবে, ডায়েট কেমন হবে এবং কী কী বিশেষ যোগচর্চা তাঁকে করতে হবে । এখানে যে সব থেরাপির বন্দোবস্ত করা হয়, তাতে গুরুত্ব দেওয়া হয় প্রাকৃতিক এবং প্রাচীন আরোগ্য পদ্ধতি গুলিকে। আর এরই মাধ্যমে নিরাময়ের বন্দোবস্ত করা হয় হজমের সমস্যা, মানসিক চাপ, অনিদ্রার পাশাপাশি সৌন্দর্য বিষয়ক/রূপচর্চাগত সমস্যা সমাধানে এবং শরীর, মন ও মস্তিষ্কের মধে্য ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে। এই থেরাপিতে যতগুলি সেশনের দরকার হয় এবং যতক্ষণ সময় লাগে, তা সমস্যার ধরন দেখে ঠিক করা হয়। তাছাড়াও কথিত আছে যে, কোনও মানুষের খাদ্যতালিকাই তার মস্তিষ্কের অবস্থা দর্শায় এবং সেকারণেই কোনও থেরাপি চলাকালীন এখানে নির্দিষ্ট পথ্য দেওয়া হয়। চিকিৎসা চলাকালীন সেই বিশেষভাবে প্রস্তুত পথে্যর উপরই নির্ভর করে থাকতে হয়।

  • কমপ্লিট ম্যানেজমেন্ট প্রোগ্রাম

সুখীভব ওয়েলনেস—এ শারীরিক এবং মানসিক সুস্বাস্থের জন্য পরিপূর্ণ ম্যানেজমেন্ট প্রোগ্যামের ব্যবস্থা করা হয়। আমাদের বিশেষজ্ঞ বর্ণনা করে বলেছেন যে, সুখীভব ওয়েলনেস—এ বিভিন্ন ধরনের প্রোগ্যাম পরিচালিত হয়, বিভিন্ন ধরনের থেরাপি চলে, যার মাধ্যমে নানা ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।

১. "মানাহতৃপ্তি". স্ট্রেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম

শরীর যাতে মানসিক চাপ থেকে মুক্ত হয় এবং শরীর—মন ও মস্তিষ্কের স্বাভাবিক কাজের স্পন্দন ফিরে আসে, তা নিশ্চিত করতে এই কর্মসূচিতে একটি সার্বিক দৃষ্টিভঙ্গি নেওয়া হয়, যেখানে থাকে নানাবিধ প্রাকৃতিক থেরাপি, থেরাপটিক এবং যোগচর্চার ক্রিয়া। স্বাস্থ্যকর জীবনযাত্রা, মানসিক চাপের হ্রাস, জীবনে ইতিবাচক পরিবর্তন আনা এবং জীবনে সমন্বয়ের সান্নিধ্যের উপর এতে গুরুত্ব দেওয়া হয়।

২. ‘সুনিদ্রা’. দ্য স্লিপ এনরিচমেন্ট প্রোগ্রাম

প্রাচীন আয়ূর্বেদিক থেরাপি এবং নেচারোপ্যাথির রোগমুক্তির প্রক্রিয়ার সংমিশ্রণ থেকে এই কর্মসূচিতে অনুপ্রেরণা নেওয়া হয়। এতে আরও রয়েছে নেচারোপ্যাথিক জীবনযাত্রার পরামর্শ, প্রাকৃতিক এবং পুষ্টিকর উপাদানের মাধ্যমে উপশমের প্রক্রিয়া, হাইড্রোঅ্যারোমেটিক ইমার্সন এবং আরও অনেক কিছু। এটি একটি থেরাপটিক কর্মসূচি যেখানে মানসিক চাপ, শারীরিক ভারসামে্যর অভাব থেকে হওয়া নিদ্রার অভাবের সমস্যারও চিকিৎসা করা হয়।

৩. ‘সঞ্জীবনী’. দা পেন ম্যানেজমেন্ট প্রোগ্রাম

সঞ্জীবনী—তে প্রাকৃতিক থেরাপি, থেরাপটিক এবং যোগ—ক্রিয়ার সমন্বয়ে শরীর থেকে বেদনার উপশম ঘটানো হয় এবং শরীরে উদ্দীপনা ফিরিয়ে আনা হয়। এতে শরীর আগের থেকে বেশি উদ্যমী ও তরতাজা হয়ে ওঠে এবং হৃত ভারসাম্য ফিরে আসে। এই কর্মসূচির অন্যতম অঙ্গ হল ডায়েট ম্যানেজমেন্ট। এই থেরাপির লক্ষ্য ব্যথার উপশম, ডিস্ক এবং নার্ভের ‘লুব্রিকেশন’, ‘নেক স্টিফনেস’ তথা ঘাড়ের দুরূহ ব্যথার মুক্তি এবং ‘ডিটক্সিফিকেশন’।

৪. ‘সমামকারোথি’. দ্য বেসিক রিস্টোর হারমোনি প্রোগ্রাম

এটি প্রাচীন আয়ূর্বেদ এবং নেচারোপ্যাথির সমন্বয়। শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে ভাল থাকার জন্য এবং সর্বাধিক শান্তি ও বিশ্রাম পাওয়ার জন্য শরীরের সমস্ত এনার্জি চ্যানেলগুলিকে সক্রিয় করে তোলা হয়। শরীর থেকে সমস্ত বিষাক্ত ও দূষিত পদার্থ দূরীকরণ এবং ভাল ঘুম নিশ্চিত করতে এই কর্মসূচি সাহায্য করে।

৫. ‘লাবণ্য’. বিউটি থেরাপি

এই থেরাপিতে প্রাচীন, প্রাকৃতিক এবং গাছগাছড়া—নির্ভর উপকরণ ব্যবহার করা হয়, যা ত্বকের গভীরতম স্তরে প্রবেশ করে ক্ষতের দাগ নির্মূল করে, আর্দ্রতা এবং কাঠিন্য ফিরিয়ে আনে, যার ফলে উজ্জ্বল বর্ণ এবং লাবণ্য মেলে। ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে, ডিটক্সিফিকেশনের জন্য, ত্বক পরিষ্কার রাখতে এবং টানটান রাখতে এই থেরাপি উপযোগী।

৬. ‘প্রসন্ন’. দ্য ইমোশনাল ব্যালেন্স প্রোগ্রাম

প্রসন্ন—এ নেচারোপ্যাথিক চিকিৎসা, বিশেষভাবে প্রস্তুত আয়ূর্বেদিক থেরাপি এবং যোগের মাধ্যমে কাঙ্খিত ফল দেওয়ার ব্যবস্থা করা হয়। এতে শরীর ভাল থাকে, ব্যক্তিগত সুস্বাস্থ্য নিশ্চিত হয়, শারীরিক—মানসিক ও আধ্যাত্মিক ভারসাম্য ফেরে আর শরীর, মন দুইই পুনরূজ্জীবিত হয়ে ওঠে।

৭. ‘তনু ভবাথি’. দ্য ওয়েট ম্যানেজমেন্ট প্রোগ্রাম

এতে গুরুত্ব দেওয়া হয় সঠিক মাপের পুষ্টি, যোগচর্চাকে। পাশাপাশি আয়ূর্বেদ ও প্রাকৃতিক থেরাপির মেলবন্ধনের মাধ্যমে শরীরকে পুনরুজ্জীবিত করা হয় ও শরীরের হৃত গতি ফিরিয়ে আনা হয়। এই থেরাপিতে যে উপকরণ ব্যবহার করা হয়, তাতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা শরীরকে পুষ্টি দেয় এবং ‘ডিটক্স’ করে। এতে জীবনযাত্রার ধরণে হওয়া ভুলের সংশোধন করা হয় এবং ডায়েটরি ম্যানেজমেন্টের পাঠও দেওয়া হয়। এই থেরাপির মূল লক্ষ্য হল ওজন কমানো, উদ্যম বাড়ানো এবং টক্সিন দূর করা।

৮. ‘আনন্দ’. দ্য এক্সট্যাসি প্রোগ্রাম

প্রাকৃতিক থেরাপি, থেরাপটিক এবং যোগ ক্রিয়ার যথাযথ সমন্বয় সাধনের মাধ্যমে আনন্দ—এ শরীরকে পুনরুজ্জীবিত করা হয় এবং শরীর—মন ও আত্মার ইতিবাচক স্পন্দন ফিরিয়ে আনা হয়। এতে শরীর ও মন শান্ত হয়, পুনরুজ্জীবিত হয়, বেদনার মুক্তি ঘটে, ডিস্ক ও নার্ভের ‘লুব্রিকেশন’ হয়।

৯. ‘তেজোমায়া’. দ্য িরজুভিনেশন প্রোগ্রাম

তেজোমায়া—য় প্রাকৃতিক থেরাপি এবং থেরাপটিক প্রয়োগের বিশ্বস্ত পদ্ধতির প্রয়োগ করা হয় যাতে ত্বকের ঔজ্জ্বল্য ফিরে আসে। এই কর্মসূচিতে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক ভাল থাকা এবং শান্তিলাভের উপর গুরুত্ব দেওয়া হয়। মাংসপেশী এবং জয়েন্টের ব্যথার উপশম, শরীর থেকে টক্সিন বেরিয়ে যাওয়া এবং ত্বকের কোষ টানটান রাখতে এই থেরাপি কার্যকরী।

১০. ‘সঞ্জীভা’. ক্লিন্স অ্যান্ড রিভাইভ ডিটক্সিফিকেশন প্রোগ্রাম

এতে প্রাকৃতিক থেরাপি, থেরাপটিক এবং যোগ ক্রিয়ার বিশ্বস্ত সমন্বয় প্রয়োগ করে শরীরে জমে থাকা টক্সিন দূর করা হয় এবং শরীর—মন এবং আত্মার স্বাভাবিক স্পন্দন ফিরিয়ে আনা হয়। আর এর ফলে শরীর হালকা হওয়ার অভিজ্ঞতা লাভ করে। এতে এনার্জি লেভেল বাড়ে, হজমশক্তি ভাল হয়, ওজনবৃদ্ধির সমস্যা মেটে এবং ইমিউনিটি বাড়ে।

সুখীভব ওয়েলনেস অবস্থিত রামোজি ফিল্ম সিটি—র ছবির মতো সুন্দর পরিবেশে আর আপনিও এখানকার ওয়েলনেস এক্সপার্টদের সঙ্গে যোগাযোগ করে আরোগ্যের সেরা প্যাকেজ পেতে পারেন।

ফোন— ৯১২১১—৫২৯৯৭, ৯১২১১—৭০৮৪০

৯১৫৪১—১৮২৭৩

০৮৪১৫—২৪৬৬৯৯

অথবা যোগাযোগ করুন info.sukhibhava@ramojifilmcity.com

বা

www.sukhibhava.co.in

Last Updated : Sep 29, 2020, 4:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.