ETV Bharat / bharat

কাতারে আটকে 300 শ্রমিক, কেন্দ্রের কাছে সাহায্য প্রার্থনা

গত তিন মাস ধরে তাঁদের বেতন দেওয়া হয়নি, অভিযোগ কাতারে আটকে পড়া প্রায় 300 ভারতীয়র । আরও অভিযোগ, তাঁদের বাধ্যতামূলকভাবে তিনটি শিবিরে রাখা হয়েছে । পুলিশ বা ভারতীয় দূতাবাসে যেতে দেওয়া হচ্ছে না ।

katar
বিনা বেতনে কাতারে আটকা পড়ে ভারতীয় শ্রমিকরা সাহায্যপ্রার্থী বিদেশমন্ত্রকের কাছে
author img

By

Published : Jun 18, 2020, 6:14 AM IST

জয়পুর, 17 জুন : কোরোনা আবহে প্রায় 800 ভারতীয় আটকে পড়েছেন কাতারে ৷ এদের একাংশের অভিযোগ, তাঁদের গত তিন মাস ধরে বেতন দেওয়া হয়নি । তিনটি শিবিরে আটকে রাখা হয়েছে । তিনটি শিবিরের মধ্যে দুটি শিবিরের লোকেদের বেতন ও খাবার দেওয়া হচ্ছে । অথচ তৃতীয় শিবিরে যে শ্রমিকরা রয়েছে, তাদের খাবার ও বেতন থেকে বঞ্চিত করা হচ্ছে ।

বিষয়টি নিয়ে নাগৌড়ের বাসিন্দা, বিক্রম সিংহ বলেন," যে শিবিরে আমি রয়েছি ,সেখানে প্রায় 300 জন শ্রমিক আটকে আছেন ৷ এরা গত তিন মাস ধরে বেতন পাননি ৷ পাননি খাবারও ৷ আমাদের এখান থেকে বেরোতে দেওয়া হচ্ছে না ।"

বেতন না পাওয়ার বিষয়টি নিয়ে তিনি জানান , "13 মার্চ থেকে পয়লা জুন পর্যন্ত আমরা বেতন পাইনি । এমন কী আমাদের সঠিক খাবারও সরবরাহ করা হচ্ছে না ।"তিনি আরও বলেন, "এছাড়াও শ্রম আদালত, স্থানীয় পুলিশ, এমন কী ভারতীয় দূতাবাসের কাছে যাওয়ার জন্য আমাদের শিবির থেকে বের হতে দেওয়া হচ্ছে না ।"

আর এক আটকে পড়া শ্রমিক ঝুনঝুনুর বাসিন্দা মুকেশ কুমার বলেন, "আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি । আমাদের কথা শোনার মতো কেউ নেই । আমাদের এখানে জোর করে বন্দী করে রাখা হয়েছে । আমরা বিদেশমন্ত্রীকে আমাদের সাহায্য করার জন্য অনুরোধ করছি ৷"

অন্য কোনও বিকল্প না পেয়ে , অবশেষে শ্রমিকরা সাহায্যের জন্য সংশ্লিষ্ট লোকসভার সাংসদ এবং বিদেশমন্ত্রী এস জয়শংকরের কাছে আবেদন করেছে ন । শ্রমিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তা নিয়েছেন ।

জয়পুর, 17 জুন : কোরোনা আবহে প্রায় 800 ভারতীয় আটকে পড়েছেন কাতারে ৷ এদের একাংশের অভিযোগ, তাঁদের গত তিন মাস ধরে বেতন দেওয়া হয়নি । তিনটি শিবিরে আটকে রাখা হয়েছে । তিনটি শিবিরের মধ্যে দুটি শিবিরের লোকেদের বেতন ও খাবার দেওয়া হচ্ছে । অথচ তৃতীয় শিবিরে যে শ্রমিকরা রয়েছে, তাদের খাবার ও বেতন থেকে বঞ্চিত করা হচ্ছে ।

বিষয়টি নিয়ে নাগৌড়ের বাসিন্দা, বিক্রম সিংহ বলেন," যে শিবিরে আমি রয়েছি ,সেখানে প্রায় 300 জন শ্রমিক আটকে আছেন ৷ এরা গত তিন মাস ধরে বেতন পাননি ৷ পাননি খাবারও ৷ আমাদের এখান থেকে বেরোতে দেওয়া হচ্ছে না ।"

বেতন না পাওয়ার বিষয়টি নিয়ে তিনি জানান , "13 মার্চ থেকে পয়লা জুন পর্যন্ত আমরা বেতন পাইনি । এমন কী আমাদের সঠিক খাবারও সরবরাহ করা হচ্ছে না ।"তিনি আরও বলেন, "এছাড়াও শ্রম আদালত, স্থানীয় পুলিশ, এমন কী ভারতীয় দূতাবাসের কাছে যাওয়ার জন্য আমাদের শিবির থেকে বের হতে দেওয়া হচ্ছে না ।"

আর এক আটকে পড়া শ্রমিক ঝুনঝুনুর বাসিন্দা মুকেশ কুমার বলেন, "আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি । আমাদের কথা শোনার মতো কেউ নেই । আমাদের এখানে জোর করে বন্দী করে রাখা হয়েছে । আমরা বিদেশমন্ত্রীকে আমাদের সাহায্য করার জন্য অনুরোধ করছি ৷"

অন্য কোনও বিকল্প না পেয়ে , অবশেষে শ্রমিকরা সাহায্যের জন্য সংশ্লিষ্ট লোকসভার সাংসদ এবং বিদেশমন্ত্রী এস জয়শংকরের কাছে আবেদন করেছে ন । শ্রমিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তা নিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.