ETV Bharat / bharat

বিশেষ বিমানে কিরঘিজ়স্তান থেকে দেশে ফিরল 148 পড়ুয়া - Special AI flight from Kyrgyzstan carrying 148 Indian students lands in Indore

লকডাউনের জেরে ফলে বিদেশে আটকে পড়েছিল অনেকেই ৷ গতকাল "বন্দে ভারত মিশন"-এর আওতায় কিরঘিজ়স্তান থেকে বিশেষ বিমানে ফেরানো হল 148 জন পড়ুয়াকে ৷

vande bharat mission
স্পেশাল বিমানে কারগিস্তান থেকে 148 জন ভারতীয় পড়ুয়া ফিরল দেশে
author img

By

Published : Jun 22, 2020, 9:11 AM IST

ইন্দোর, 22 জুন : বিশেষ বিমানে কিরঘিজ়স্তান থেকে দেশে ফিরল 148 জন পড়ুয়া ৷ ইন্দোরের দেবী অহিল্যা বাই হোলকার বিমানবন্দরে এসে পৌঁছায় বিমানটি ৷ এরপর স্বাস্থ্য দপ্তরের তরফে পড়ুয়াদের স্ক্রিনিং ও শারীরিক পরীক্ষা করা হয় ৷ গত শুক্রবারই কারগিস্তান থেকে আরও একটি বিমান নাগপুর পৌঁছায় ৷ তাতেও 148 জন পড়ুয়া ছিল ৷

বিশ্বব্যাপী কোরোনা সংক্রমণের জেরে লকডাউন জারি হওয়ায় বিদেশে আটকে পড়েছিলেন অনেকেই ৷ বিদেশে আটকে পড়াদের দেশে ফেরাতে কেন্দ্রীয় সরকারের তরফে চালু করা হয়েছে "বন্দে ভারত মিশন" ৷ 7 মে শুরু হয়েছিল এই মিশনের প্রথম পর্যায় ৷ দ্বিতীয় পর্যায় শুরু হয় 16 মে ৷ আর 11 জুন তৃতীয় পর্যায় শুরু হয় ৷ 30 জুন পর্যন্ত চলবে এই মিশন ৷

এবিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব । তিনি বলেন, এখনও পর্যন্ত "বন্দে ভারত মিশন"-এর আওতায় মোট 2 লাখ 50 হাজার 87 জন ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে ৷ তৃতীয় পর্যায়ে 191টি ফিডার ফ্লাইট ও মোট 550টি বিমানের বন্দোবস্ত করেছে সরকার ৷ এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফে বিদেশে আটকে পড়া ভারতীয়দের জন্য আরও বিমানের ব্যবস্থা করা হয়েছে ৷

ইন্দোর, 22 জুন : বিশেষ বিমানে কিরঘিজ়স্তান থেকে দেশে ফিরল 148 জন পড়ুয়া ৷ ইন্দোরের দেবী অহিল্যা বাই হোলকার বিমানবন্দরে এসে পৌঁছায় বিমানটি ৷ এরপর স্বাস্থ্য দপ্তরের তরফে পড়ুয়াদের স্ক্রিনিং ও শারীরিক পরীক্ষা করা হয় ৷ গত শুক্রবারই কারগিস্তান থেকে আরও একটি বিমান নাগপুর পৌঁছায় ৷ তাতেও 148 জন পড়ুয়া ছিল ৷

বিশ্বব্যাপী কোরোনা সংক্রমণের জেরে লকডাউন জারি হওয়ায় বিদেশে আটকে পড়েছিলেন অনেকেই ৷ বিদেশে আটকে পড়াদের দেশে ফেরাতে কেন্দ্রীয় সরকারের তরফে চালু করা হয়েছে "বন্দে ভারত মিশন" ৷ 7 মে শুরু হয়েছিল এই মিশনের প্রথম পর্যায় ৷ দ্বিতীয় পর্যায় শুরু হয় 16 মে ৷ আর 11 জুন তৃতীয় পর্যায় শুরু হয় ৷ 30 জুন পর্যন্ত চলবে এই মিশন ৷

এবিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব । তিনি বলেন, এখনও পর্যন্ত "বন্দে ভারত মিশন"-এর আওতায় মোট 2 লাখ 50 হাজার 87 জন ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে ৷ তৃতীয় পর্যায়ে 191টি ফিডার ফ্লাইট ও মোট 550টি বিমানের বন্দোবস্ত করেছে সরকার ৷ এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফে বিদেশে আটকে পড়া ভারতীয়দের জন্য আরও বিমানের ব্যবস্থা করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.