ETV Bharat / bharat

কেরালায় মৃত বেড়ে 42, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে কর্নাটকে নির্মলা - বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে কর্নাটকে গেলেন নির্মলা সীতারমণ

ইতিমধ্যেই 9টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে । কোঝিকোড, মাল্লাপুরাম ও ওয়াইনাডেই প্রাণ হারিয়েছেন 29 জন ।

কেরালায় মৃত বেড়ে 42, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে কর্নাটকে নির্মলা
author img

By

Published : Aug 10, 2019, 1:06 PM IST

Updated : Aug 10, 2019, 4:43 PM IST

তিরুবনন্তপুরম, 10 অগাস্ট : টানা বৃষ্টিতে বিপর্যস্ত কেরালা । বন্যার জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 42 । ইতিমধ্যেই 9টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে । কোঝিকোড, মাল্লাপুরাম ও ওয়াইনাডেই প্রাণ হারিয়েছেন 29 জন । রাজ্যে এক লাখেরও বেশি মানুষকে 988টি ত্রাণকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে । ওয়াইনাড জেলাতেই প্রায় 25 হাজার মানুষকে ত্রাণকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে । ওয়ানাডের প্রবল ধসে অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে কর্নাটকে গেলেন নির্মলা সীতারমণ
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে কর্নাটকে গেলেন নির্মলা সীতারমণ

এদিকে রানওয়ে জলমগ্ন হয়ে পড়ায় রবিবার বিকেল তিনটে পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কোচি বিমানবন্দর কর্তৃপক্ষ । আগে কর্তৃপক্ষ জানিয়েছিল বৃহস্পতিবার রাত 1টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখা হবে । তবে পরিস্থিতির অবনতি হওয়ায় ও আগামী দু'দিন মধ্য কেরালায় প্রবল বৃষ্টির পূর্বাভাস থাকায় রবিবার পর্যন্ত সব আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় বিমান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় । এর ফলে বহু বিমান বাতিল হচ্ছে । আর কয়েকটি বিমানকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । তবে রানওয়ে থেকে জল নিষ্কাশন করা সম্ভব হওয়ায় আটকে থাকা তিনটি বিমান উড়ান ভরেছে ।

কেরালায় মৃত বেড়ে 42

বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কর্নাটকেও । বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে আজ পৌছাঁন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ । রাস্তার উপর দিয়ে বইছে নদীর জল । জল ঢুকেছে একাধিক গ্রামেও । 1,410 কিলোমিটার রাস্তা নষ্ট হয়ে গেছে, ভেঙে পড়েছে চার হাজার বাড়ি । কর্নাটকে এখনও পর্যন্ত 272টি ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে 44 হাজারেরও বেশি মানুষকে । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 72 জনের । কর্নাটকের 15টি জেলায় উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ।

তিরুবনন্তপুরম, 10 অগাস্ট : টানা বৃষ্টিতে বিপর্যস্ত কেরালা । বন্যার জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 42 । ইতিমধ্যেই 9টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে । কোঝিকোড, মাল্লাপুরাম ও ওয়াইনাডেই প্রাণ হারিয়েছেন 29 জন । রাজ্যে এক লাখেরও বেশি মানুষকে 988টি ত্রাণকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে । ওয়াইনাড জেলাতেই প্রায় 25 হাজার মানুষকে ত্রাণকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে । ওয়ানাডের প্রবল ধসে অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে কর্নাটকে গেলেন নির্মলা সীতারমণ
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে কর্নাটকে গেলেন নির্মলা সীতারমণ

এদিকে রানওয়ে জলমগ্ন হয়ে পড়ায় রবিবার বিকেল তিনটে পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কোচি বিমানবন্দর কর্তৃপক্ষ । আগে কর্তৃপক্ষ জানিয়েছিল বৃহস্পতিবার রাত 1টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখা হবে । তবে পরিস্থিতির অবনতি হওয়ায় ও আগামী দু'দিন মধ্য কেরালায় প্রবল বৃষ্টির পূর্বাভাস থাকায় রবিবার পর্যন্ত সব আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় বিমান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় । এর ফলে বহু বিমান বাতিল হচ্ছে । আর কয়েকটি বিমানকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । তবে রানওয়ে থেকে জল নিষ্কাশন করা সম্ভব হওয়ায় আটকে থাকা তিনটি বিমান উড়ান ভরেছে ।

কেরালায় মৃত বেড়ে 42

বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কর্নাটকেও । বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে আজ পৌছাঁন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ । রাস্তার উপর দিয়ে বইছে নদীর জল । জল ঢুকেছে একাধিক গ্রামেও । 1,410 কিলোমিটার রাস্তা নষ্ট হয়ে গেছে, ভেঙে পড়েছে চার হাজার বাড়ি । কর্নাটকে এখনও পর্যন্ত 272টি ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে 44 হাজারেরও বেশি মানুষকে । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 72 জনের । কর্নাটকের 15টি জেলায় উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ।

Kottayam/Wayanad (Kerala), Aug 10 (ANI): Heavy rainfall has impacted normal life in parts of Kerala. Many people are feared trapped in massive landslide in Kerala's Wayanad. At least two people died due to landslide following heavy rainfall. Several teams of NDRF are carrying out rescue operation in parts of Kerala. All schools have been asked to remain closed by authorities in the wake of heavy downpour.
Last Updated : Aug 10, 2019, 4:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.