ETV Bharat / bharat

চিদম্বরমের সঙ্গে দেখা করতে তিহারে মনমোহন-সোনিয়া, দিলেন পাশে থাকার বার্তা - Tihar

দিল্লির তিহার সংশোধনাগারে কংগ্রেস নেতা পি চিদম্বরমের সঙ্গে দেখা করলেন মনমোহন সিং ও সোনিয়া গান্ধি ।

মনমোহন-সোনিয়া
author img

By

Published : Sep 23, 2019, 12:20 PM IST

দিল্লি, 23 সেপ্টেম্বর : দিল্লির তিহার সংশোধনাগারে কংগ্রেস নেতা পি চিদম্বরমের সঙ্গে দেখা করলেন মনমোহন সিং ও সোনিয়া গান্ধি । INX মিডিয়া মামলায় দূর্নীতির অভিযোগে 5 সেপ্টেম্বর থেকে সেখানেই বিচার বিভাগীয় হেপাজতে রয়েছেন চিদম্বরম । কংগ্রেসের শীর্ষ নেতাদের এভাবে চিদম্বরমের সঙ্গে দেখা করতে যাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । কংগ্রেস প্রথম থেকেই চিদম্বরমের গ্রেপ্তারিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করে এসেছে । আজ দেখা করার মাধ্যমে কার্যত চিদম্বরমের পাশে থাকার বার্তা দিলেন কংগ্রেস সভানেত্রী । গত সপ্তাহে কংগ্রেস নেতা গুলাম নবি আজ়াদ ও আহমেদ প্যাটেলও তিহারে গিয়ে দেখা করেছিলেন চিদম্বরমের সঙ্গে ।

সোনিয়া ও মনমোহন দেখা করতে যাওয়ায় তাঁদের ধন্যবাদ জানিয়েছেন চিদম্বরম । এনিয়ে চিদম্বরমের পরিবারের তরফে তাঁর টুইটার হ্যন্ডেল থেকে টুইট করা হয় । সেই টুইটে লেখা হয়েছে, "আমার পক্ষ থেকে পরিবারকে বলেছি টুইট করতে : সোনিয়া গান্ধি ও মনমোহন সিং আমার সঙ্গে দেখা করতে আসায় আমি সম্মানিত । কংগ্রেস দল যেমন দৃঢ় ও সাহসী, আমিও তেমনই দৃঢ় ও সাহসী থাকব ।" সোনিয়া ও মনমোহনের দেখা করার প্রসঙ্গে চিদম্বরম পুত্র কার্তি বলেন, "সোনিয়া গান্ধি আমায় বলেছেন আমরা একসঙ্গে আছি । বাবাকেও একই বার্তা দিয়েছেন তিনি ।"

19 সেপ্টেম্বর চিদম্বরমের বিচারবিভাগীয় হেপাজত 3 অক্টোবর পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছিল CBI বিশেষ আদালত । 5 সেপ্টেম্বর থেকে তিহারে রয়েছেন চিদম্বরম । এর আগে 15 দিন CBI হেপাজতেও কাটিয়েছেন । তাঁর বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2007 সালে বিদেশ থেকে 305 কোটি টাকার তহবিল পাওয়ার জন্য INX মিডিয়াকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন । এর বিনিময়ে তাঁর ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে না কি বিরাট অঙ্কের ঘুষ দেয় INX মিডিয়া । যদিও চিদম্বরম ও তাঁর ছেলে সেই অভিযোগ অস্বীকার করেছেন ।

দিল্লি, 23 সেপ্টেম্বর : দিল্লির তিহার সংশোধনাগারে কংগ্রেস নেতা পি চিদম্বরমের সঙ্গে দেখা করলেন মনমোহন সিং ও সোনিয়া গান্ধি । INX মিডিয়া মামলায় দূর্নীতির অভিযোগে 5 সেপ্টেম্বর থেকে সেখানেই বিচার বিভাগীয় হেপাজতে রয়েছেন চিদম্বরম । কংগ্রেসের শীর্ষ নেতাদের এভাবে চিদম্বরমের সঙ্গে দেখা করতে যাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । কংগ্রেস প্রথম থেকেই চিদম্বরমের গ্রেপ্তারিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করে এসেছে । আজ দেখা করার মাধ্যমে কার্যত চিদম্বরমের পাশে থাকার বার্তা দিলেন কংগ্রেস সভানেত্রী । গত সপ্তাহে কংগ্রেস নেতা গুলাম নবি আজ়াদ ও আহমেদ প্যাটেলও তিহারে গিয়ে দেখা করেছিলেন চিদম্বরমের সঙ্গে ।

সোনিয়া ও মনমোহন দেখা করতে যাওয়ায় তাঁদের ধন্যবাদ জানিয়েছেন চিদম্বরম । এনিয়ে চিদম্বরমের পরিবারের তরফে তাঁর টুইটার হ্যন্ডেল থেকে টুইট করা হয় । সেই টুইটে লেখা হয়েছে, "আমার পক্ষ থেকে পরিবারকে বলেছি টুইট করতে : সোনিয়া গান্ধি ও মনমোহন সিং আমার সঙ্গে দেখা করতে আসায় আমি সম্মানিত । কংগ্রেস দল যেমন দৃঢ় ও সাহসী, আমিও তেমনই দৃঢ় ও সাহসী থাকব ।" সোনিয়া ও মনমোহনের দেখা করার প্রসঙ্গে চিদম্বরম পুত্র কার্তি বলেন, "সোনিয়া গান্ধি আমায় বলেছেন আমরা একসঙ্গে আছি । বাবাকেও একই বার্তা দিয়েছেন তিনি ।"

19 সেপ্টেম্বর চিদম্বরমের বিচারবিভাগীয় হেপাজত 3 অক্টোবর পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছিল CBI বিশেষ আদালত । 5 সেপ্টেম্বর থেকে তিহারে রয়েছেন চিদম্বরম । এর আগে 15 দিন CBI হেপাজতেও কাটিয়েছেন । তাঁর বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2007 সালে বিদেশ থেকে 305 কোটি টাকার তহবিল পাওয়ার জন্য INX মিডিয়াকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন । এর বিনিময়ে তাঁর ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে না কি বিরাট অঙ্কের ঘুষ দেয় INX মিডিয়া । যদিও চিদম্বরম ও তাঁর ছেলে সেই অভিযোগ অস্বীকার করেছেন ।

Jaipur (Rajasthan), Sep 23 (ANI): An artist has written a 3000-page-long 'Ramcharitmanas' in Rajasthan's Jaipur. Sharad Mathur has used oil paints to write the 'Ramcharitmanas'. It weighs about 150 kgs and he started writing the same about six years ago. While speaking to ANI, Sharad Mathur said, "I started writing this 'Ramcharitmanas' about six years ago. It is my wish to donate this book to the Ram temple in Ayodhya, whenever it is built."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.