আমেথি, 24 জুন : নিজের লোকসভা কেন্দ্রের জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে আমেথিতে বাড়ির তৈরি সিদ্ধান্ত নিয়েছেন । নিজের কেন্দ্রের উন্নয়নে কোনও খামতি যে রাখবেন না , দু'দিনের আমেথি সফরে তা বুঝিয়ে দিলেন স্মৃতি ইরানি । বিশেষভাবে সক্ষমদের ট্রাই সাইকেল বিলি করলেন । পাশাপাশি এলাকার 260 জন লেখপালকে ল্যাপটপ উপহার দেন । তাঁর এই পদক্ষেপ করে স্থানীয়দের হৃদয় জিতলেন কেন্দ্রীয় এই মন্ত্রী ।
তিনবারের সাংসদ রাহুল গান্ধিকে হারিয়ে সাংসদ হয়েছেন । গতবার পরাস্ত হলেও এবার সফল হয়েছেন তিনি । মাটি কামড়ে পড়ে থাকার সুফল পেয়েছেন । কংগ্রেস গড় হিসেবে পরিচিত আমেথি থেকে জিতে সাংসদ হয়েছেন স্মৃতি ইরানি ।
শনিবার তিনি দু'দিনের আমেথি সফরে আসেন । গতকাল তাঁর দ্বিতীয় দিনে তিনি প্রথমে দলের কর্মীদের সঙ্গে বৈঠক করেন । এরপর জেলার সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন । বৈঠকে তিনি বলেন, "মানুষের সমস্যা শুনে একসপ্তাহের মধ্যে তার সমাধান করতে হবে । প্রতি অফিসার রবিবার কাজ করছেন, এটা দেখতে খুব ভালো লাগবে ।" এরপর তিনি বিশেষভাবে সক্ষমদের হাতে ট্রাইসাইকেল তুলে দেন । পাশাপাশি গ্রামের 246 জন লেখপালের হাতে ল্যাপটপ তুলে দেন । উত্তরপ্রদেশের গ্রামের সরকারি কোষাগারের হিসাব এবং জমির রেকর্ড রাখার কাজ করেন লেখপালরা । তাঁরা যাতে সমস্ত কাজ ডিজিটালি করতে পারেন সেই কারণে তাদের হাতে ল্যাপটপ তুলে দেন তিনি ।
ল্যাপটপ পেয়ে এক লেখপাল বলেন, "এটা সরকারের ভালো পদক্ষেপ । মানুষকে আর সরকারি অফিসের বাইরে লাইন দিতে হবে না । আমরা দেশের বাকি গ্রামের কাছে উদাহরণ হয়ে থাকব ।"