ETV Bharat / bharat

আমেথিতে ট্রাইসাইকেল, ল্যাপটপ বিলি স্মৃতির - জ়ুবিন ইরানি

সাংসদ হওয়ার পর আমেথিতে দুদিনের সফরে যান স্মৃতি ইরানি ।

smriti
author img

By

Published : Jun 24, 2019, 11:09 AM IST

আমেথি, 24 জুন : নিজের লোকসভা কেন্দ্রের জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে আমেথিতে বাড়ির তৈরি সিদ্ধান্ত নিয়েছেন । নিজের কেন্দ্রের উন্নয়নে কোনও খামতি যে রাখবেন না , দু'দিনের আমেথি সফরে তা বুঝিয়ে দিলেন স্মৃতি ইরানি । বিশেষভাবে সক্ষমদের ট্রাই সাইকেল বিলি করলেন । পাশাপাশি এলাকার 260 জন লেখপালকে ল্যাপটপ উপহার দেন । তাঁর এই পদক্ষেপ করে স্থানীয়দের হৃদয় জিতলেন কেন্দ্রীয় এই মন্ত্রী ।

তিনবারের সাংসদ রাহুল গান্ধিকে হারিয়ে সাংসদ হয়েছেন । গতবার পরাস্ত হলেও এবার সফল হয়েছেন তিনি । মাটি কামড়ে পড়ে থাকার সুফল পেয়েছেন । কংগ্রেস গড় হিসেবে পরিচিত আমেথি থেকে জিতে সাংসদ হয়েছেন স্মৃতি ইরানি ।

smriti
আমেথিতে স্মৃতি ইরানি

শনিবার তিনি দু'দিনের আমেথি সফরে আসেন । গতকাল তাঁর দ্বিতীয় দিনে তিনি প্রথমে দলের কর্মীদের সঙ্গে বৈঠক করেন । এরপর জেলার সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন । বৈঠকে তিনি বলেন, "মানুষের সমস্যা শুনে একসপ্তাহের মধ্যে তার সমাধান করতে হবে । প্রতি অফিসার রবিবার কাজ করছেন, এটা দেখতে খুব ভালো লাগবে ।" এরপর তিনি বিশেষভাবে সক্ষমদের হাতে ট্রাইসাইকেল তুলে দেন । পাশাপাশি গ্রামের 246 জন লেখপালের হাতে ল্যাপটপ তুলে দেন । উত্তরপ্রদেশের গ্রামের সরকারি কোষাগারের হিসাব এবং জমির রেকর্ড রাখার কাজ করেন লেখপালরা । তাঁরা যাতে সমস্ত কাজ ডিজিটালি করতে পারেন সেই কারণে তাদের হাতে ল্যাপটপ তুলে দেন তিনি ।

ল্যাপটপ পেয়ে এক লেখপাল বলেন, "এটা সরকারের ভালো পদক্ষেপ । মানুষকে আর সরকারি অফিসের বাইরে লাইন দিতে হবে না । আমরা দেশের বাকি গ্রামের কাছে উদাহরণ হয়ে থাকব ।"

আমেথি, 24 জুন : নিজের লোকসভা কেন্দ্রের জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে আমেথিতে বাড়ির তৈরি সিদ্ধান্ত নিয়েছেন । নিজের কেন্দ্রের উন্নয়নে কোনও খামতি যে রাখবেন না , দু'দিনের আমেথি সফরে তা বুঝিয়ে দিলেন স্মৃতি ইরানি । বিশেষভাবে সক্ষমদের ট্রাই সাইকেল বিলি করলেন । পাশাপাশি এলাকার 260 জন লেখপালকে ল্যাপটপ উপহার দেন । তাঁর এই পদক্ষেপ করে স্থানীয়দের হৃদয় জিতলেন কেন্দ্রীয় এই মন্ত্রী ।

তিনবারের সাংসদ রাহুল গান্ধিকে হারিয়ে সাংসদ হয়েছেন । গতবার পরাস্ত হলেও এবার সফল হয়েছেন তিনি । মাটি কামড়ে পড়ে থাকার সুফল পেয়েছেন । কংগ্রেস গড় হিসেবে পরিচিত আমেথি থেকে জিতে সাংসদ হয়েছেন স্মৃতি ইরানি ।

smriti
আমেথিতে স্মৃতি ইরানি

শনিবার তিনি দু'দিনের আমেথি সফরে আসেন । গতকাল তাঁর দ্বিতীয় দিনে তিনি প্রথমে দলের কর্মীদের সঙ্গে বৈঠক করেন । এরপর জেলার সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন । বৈঠকে তিনি বলেন, "মানুষের সমস্যা শুনে একসপ্তাহের মধ্যে তার সমাধান করতে হবে । প্রতি অফিসার রবিবার কাজ করছেন, এটা দেখতে খুব ভালো লাগবে ।" এরপর তিনি বিশেষভাবে সক্ষমদের হাতে ট্রাইসাইকেল তুলে দেন । পাশাপাশি গ্রামের 246 জন লেখপালের হাতে ল্যাপটপ তুলে দেন । উত্তরপ্রদেশের গ্রামের সরকারি কোষাগারের হিসাব এবং জমির রেকর্ড রাখার কাজ করেন লেখপালরা । তাঁরা যাতে সমস্ত কাজ ডিজিটালি করতে পারেন সেই কারণে তাদের হাতে ল্যাপটপ তুলে দেন তিনি ।

ল্যাপটপ পেয়ে এক লেখপাল বলেন, "এটা সরকারের ভালো পদক্ষেপ । মানুষকে আর সরকারি অফিসের বাইরে লাইন দিতে হবে না । আমরা দেশের বাকি গ্রামের কাছে উদাহরণ হয়ে থাকব ।"

Mumbai, Jun 24 (ANI): Bollywood celebs attended the screening of movie 'Shadaa'. Bollywood actors Varun Dhawan and Vicky Kaushal were in attendance. Actor Neha Dhupia reached with hubby Angad Bedi at the event. Helmed by Jagdeep Sidhu, the movie released on June 21. 'Shadaa' has Diljit Dosanjh and Neeru Bajwa in lead roles.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.