ETV Bharat / bharat

অসম ও ত্রিপুরায় আধা-সেনা, গুয়াহাটি ও ডিব্রুগড়ে কার্ফু ; বন্ধ ইন্টারনেট

author img

By

Published : Dec 11, 2019, 5:29 PM IST

Updated : Dec 12, 2019, 12:01 AM IST

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে প্রতিবাদকে কেন্দ্র করে অসম ও ত্রিপুরায় অ-জনজাতি লোকজনের উপর হামলা শুরু হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাজ্যে আধা-সেনা নামিয়েছে প্রশাসন ।

situation tense in assam and tripura, paramilitary deployed
অসম ও ত্রিপুরায় ছড়াচ্ছে হিংসা

গুয়াহাটি ও আগরতলা, 11 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে প্রতিবাদকে কেন্দ্র করে অসম ও ত্রিপুরায় অ-জনজাতি লোকজনের উপর হামলা শুরু হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাজ্যে আধা-সেনা নামিয়েছে প্রশাসন । গুয়াহাটি ও ডিব্রুগড়ে জারি হয়েছে কার্ফু । গত কয়েকদিন ধরে অ-জনজাতি লোকজনকে রাজ্য ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছিল । এবার ওই দুই রাজ্যে জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে অ-জনজাতি লোকজনের উপর হামলা শুরু হয়েছে । গত 24 ঘণ্টায় এমন বেশ কিছু ঘটনা সামনে এসেছে । অনেক এলাকায় অ-জনজাতি লোকজন প্রাণভয়ে বাড়িঘর ছেড়ে থানায় গিয়ে আশ্রয় নিয়েছেন ।

কলোনেল আমন আনন্দ জানিয়েছেন, অসমের বঙ্গাইগাঁও ডিব্রুগড় এবং ত্রিপুরার কাঞ্চনপুর ও মানু এলাকায় দুই কলাম করে আধা-সেনা নামানো হয়েছে । এছাড়া বঙ্গাইগাঁও-এর অদূরে আরও এক কলাম সেনা এনে রাখা হয়েছে । পরিস্থিতি যদি আরও ঘোরালো হয়, তবে তাদেরও নামানো হবে । উল্লেখ্য, প্রতি কলামে 70 জন করে সেনা থাকে এবং তাদের নেতৃত্ব দেন দুইজন আধিকারিক । আমন আনন্দ আরও জানিয়েছেন, দুই রাজ্যেই পরিস্থিতির উপর কড়া নজর রাখছে সেনার সদর দপ্তর ও ফিল্ড কমান্ডার । এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে পরিস্থিতির মোকাবিলায় প্রায় 5000 আধা-সেনা পাঠানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে ।

অগ্নিগর্ভ অসম, গুয়াহাটিতে কার্ফু

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফে ত্রিপুরায় মঙ্গলবার থেকে 48 ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে । বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে রাখায় সেখানে হাসপাতালে যাওয়ার পথে একটি দুইমাসের শিশুর মৃত্যু হয় । ধলাই জেলায় বিক্ষোভকারীরা অ-জনজাতির একাধিক দোকান গতকাল পুড়িয়ে দেয় ।

situation tense in assam and tripura, paramilitary deployed
গুয়াহাটিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ ৷ ছবি সৌজন্যে : ANI

অসমে এই বিলের প্রতিবাদে ছাত্র সংগঠনগুলি মূলত মুখ্য ভূমিকা নিয়েছে । তাদের বিক্ষোভের জেরে রেল চলাচল বিঘ্নিত হয়েছে । বিভিন্ন এলাকায় বন্ধ দোকানপাট ও অফিস । উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে । গুয়াহাটি সহ অসমের বিভিন্ন এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে আজও বিক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন সংগঠন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ গুয়াহাটিতে কার্ফু জারি করা হয়েছে । আজ রাত 7টা থেকে অসমের 10টি জেলায় 24 ঘণ্টার জন্য মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে । পরিস্থিতি এতটাই খারাপ যে, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ বিকেলে গুয়াহাটি বিমানবন্দরে অন্য যাত্রীদের সঙ্গে আটকে পড়েন । রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর মিলেছে । গত শতাব্দীর আটের দশকে অসমে 'অনুপ্রবেশ' ইশুতে আন্দোলন শুরু করেছিল বিভিন্ন ছাত্র সংগঠন । সেই সময় রাজ্যজুড়ে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল, তার সঙ্গে আজকের পরিস্থিতির তুলনা করছে ওয়াকিবহাল মহল ।

গুয়াহাটিতে বিক্ষোভকারীদের হটাতে কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে পুলিশ ।

উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী বিল 2019 - এ বলা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত সেই সমস্ত দেশের সংখ্যালঘু শরণার্থীদের ভারতে নাগরিকত্ব দেওয়া হবে । বিলটি লোকসভায় পাস হওয়ার পরেই অসম, ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে এই বিলের প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সরব হয় । রাস্তায় নেমে প্রতিবাদ ও বিক্ষোভ দেখাতে শুরু করে । অ-জনজাতি লোকজনকে রাজ্য ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয় । এবার সেখানে তাদের উপর হামলা শুরু হয়েছে । ওই রাজ্যের আন্দোলনকারীদের দাবি, বাইরে থেকে লোকজন তাদের রাজ্যে এসে বসবাস করলে সেখানের ভূমিপুত্রদের অস্তিত্ব সংকটের মুখে পড়বে । যদিও অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজ়োরামের জনজাতি অধ্যুষিত এলাকাগুলিকে বিলের আওতার বাইরে রাখা হয়েছে । পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের যে রাজ্যগুলিতে ইনার-লাইন পারমিট ব্যবস্থা রয়েছে সেগুলিও এই বিলের আওতার বাইরে ।

গুয়াহাটি ও আগরতলা, 11 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে প্রতিবাদকে কেন্দ্র করে অসম ও ত্রিপুরায় অ-জনজাতি লোকজনের উপর হামলা শুরু হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাজ্যে আধা-সেনা নামিয়েছে প্রশাসন । গুয়াহাটি ও ডিব্রুগড়ে জারি হয়েছে কার্ফু । গত কয়েকদিন ধরে অ-জনজাতি লোকজনকে রাজ্য ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছিল । এবার ওই দুই রাজ্যে জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে অ-জনজাতি লোকজনের উপর হামলা শুরু হয়েছে । গত 24 ঘণ্টায় এমন বেশ কিছু ঘটনা সামনে এসেছে । অনেক এলাকায় অ-জনজাতি লোকজন প্রাণভয়ে বাড়িঘর ছেড়ে থানায় গিয়ে আশ্রয় নিয়েছেন ।

কলোনেল আমন আনন্দ জানিয়েছেন, অসমের বঙ্গাইগাঁও ডিব্রুগড় এবং ত্রিপুরার কাঞ্চনপুর ও মানু এলাকায় দুই কলাম করে আধা-সেনা নামানো হয়েছে । এছাড়া বঙ্গাইগাঁও-এর অদূরে আরও এক কলাম সেনা এনে রাখা হয়েছে । পরিস্থিতি যদি আরও ঘোরালো হয়, তবে তাদেরও নামানো হবে । উল্লেখ্য, প্রতি কলামে 70 জন করে সেনা থাকে এবং তাদের নেতৃত্ব দেন দুইজন আধিকারিক । আমন আনন্দ আরও জানিয়েছেন, দুই রাজ্যেই পরিস্থিতির উপর কড়া নজর রাখছে সেনার সদর দপ্তর ও ফিল্ড কমান্ডার । এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে পরিস্থিতির মোকাবিলায় প্রায় 5000 আধা-সেনা পাঠানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে ।

অগ্নিগর্ভ অসম, গুয়াহাটিতে কার্ফু

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফে ত্রিপুরায় মঙ্গলবার থেকে 48 ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে । বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে রাখায় সেখানে হাসপাতালে যাওয়ার পথে একটি দুইমাসের শিশুর মৃত্যু হয় । ধলাই জেলায় বিক্ষোভকারীরা অ-জনজাতির একাধিক দোকান গতকাল পুড়িয়ে দেয় ।

situation tense in assam and tripura, paramilitary deployed
গুয়াহাটিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ ৷ ছবি সৌজন্যে : ANI

অসমে এই বিলের প্রতিবাদে ছাত্র সংগঠনগুলি মূলত মুখ্য ভূমিকা নিয়েছে । তাদের বিক্ষোভের জেরে রেল চলাচল বিঘ্নিত হয়েছে । বিভিন্ন এলাকায় বন্ধ দোকানপাট ও অফিস । উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে । গুয়াহাটি সহ অসমের বিভিন্ন এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে আজও বিক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন সংগঠন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ গুয়াহাটিতে কার্ফু জারি করা হয়েছে । আজ রাত 7টা থেকে অসমের 10টি জেলায় 24 ঘণ্টার জন্য মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে । পরিস্থিতি এতটাই খারাপ যে, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ বিকেলে গুয়াহাটি বিমানবন্দরে অন্য যাত্রীদের সঙ্গে আটকে পড়েন । রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর মিলেছে । গত শতাব্দীর আটের দশকে অসমে 'অনুপ্রবেশ' ইশুতে আন্দোলন শুরু করেছিল বিভিন্ন ছাত্র সংগঠন । সেই সময় রাজ্যজুড়ে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল, তার সঙ্গে আজকের পরিস্থিতির তুলনা করছে ওয়াকিবহাল মহল ।

গুয়াহাটিতে বিক্ষোভকারীদের হটাতে কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে পুলিশ ।

উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী বিল 2019 - এ বলা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত সেই সমস্ত দেশের সংখ্যালঘু শরণার্থীদের ভারতে নাগরিকত্ব দেওয়া হবে । বিলটি লোকসভায় পাস হওয়ার পরেই অসম, ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে এই বিলের প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সরব হয় । রাস্তায় নেমে প্রতিবাদ ও বিক্ষোভ দেখাতে শুরু করে । অ-জনজাতি লোকজনকে রাজ্য ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয় । এবার সেখানে তাদের উপর হামলা শুরু হয়েছে । ওই রাজ্যের আন্দোলনকারীদের দাবি, বাইরে থেকে লোকজন তাদের রাজ্যে এসে বসবাস করলে সেখানের ভূমিপুত্রদের অস্তিত্ব সংকটের মুখে পড়বে । যদিও অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজ়োরামের জনজাতি অধ্যুষিত এলাকাগুলিকে বিলের আওতার বাইরে রাখা হয়েছে । পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের যে রাজ্যগুলিতে ইনার-লাইন পারমিট ব্যবস্থা রয়েছে সেগুলিও এই বিলের আওতার বাইরে ।

Sheohar (Bihar), Dec 11 (ANI): A suspicious eagle bird was found in Bihar's Sheohar on December 10. A camera, solar plate and many other strange things were found on the body of the eagle. The locals saw the eagle and later handed it over to the police. Police investigation is on in the matter.
Last Updated : Dec 12, 2019, 12:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.