ETV Bharat / bharat

প্রথমবার NEET পরীক্ষায় পূর্ণ নম্বর - শোয়েব আফতাব

পূর্ণ নম্বর পেয়ে NEET প্রবেশিকা পরীক্ষায় সর্বভারতীয় র‌্যাঙ্কে শীর্ষে ওড়িশার রাউলকেলার 18 বছর বয়সী শোয়েব আফতাব ।

NEET 2020
NEET 2020
author img

By

Published : Oct 16, 2020, 10:22 PM IST

দিল্লি, 16 অক্টোবর : পারফেক্ট 720 । প্রথমবার NEET পরীক্ষায় পূর্ণ নম্বর । ইতিহাস গড়লেন রাউলকেলার শোয়েব আফতাব ।

প্রকাশিত NEET, 2020-এর ফলাফল । নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে আজ এই ফলাফল ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) । পূর্ণ নম্বর পেয়ে NEET প্রবেশিকা পরীক্ষায় সর্বভারতীয় র‌্যাঙ্কে শীর্ষে ওড়িশার রাউলকেলার 18 বছর বয়সী শোয়েব আফতাব ।

শোয়েবই ওড়িশা থেকে প্রথম NEET পরীক্ষায় 720-তে 720 পেলেন । মেডিকেলের প্রবেশিকা পরীক্ষায় পূর্ণ নম্বর পেয়ে ইতিহাসও গড়লেন তিনি, যা এর আগে কখনও হয়নি ।

NTA পরিচালিত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্টের এবছরের পরীক্ষার্থীরা এই পরীক্ষার ফল ntaneet.nic.in ওয়েবসাইট থেকে দেখতে এবং ডাউনলোড করতে পারবেন ।

জানা গিয়েছে, চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই কোটা ইনস্টিটিউট থেকে কোচিং নেওয়া শোয়েব জানতেন, ফার্স্ট র‌্যাঙ্কে থাকছেন তিনিই । ফলাফল ঘোষণার ঠিক কয়েক মুহুর্ত আগে প্রকাশিত NEET, 2020-র উত্তরপত্র মিলিয়ে দেখেই শোয়েব দাবি করেছিলেন, তিনিই মেডিকেল প্রবেশিকায় পূর্ণ নম্বর পেয়েছেন । জানিয়েছেন, দিল্লির AIIMS-এ ভরতি হওয়ার ইচ্ছে আছে তাঁর ।

এবছর 13 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় NEET, 2020-র পরীক্ষা । কোরোনা পরিস্থিতিতে এবছর প্রায় 14 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেন ।

কোরোনা পরিস্থিতিতে NEET-ই ছিল প্রথম বড় পরীক্ষা । স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে 13 সেপ্টেম্বর হয় এই পরীক্ষা । কোরোনার জন্য যাঁরা 13 সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে পারেননি, 14 অক্টোবর তাঁদের জন্য বিশেষ পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ।

দিল্লি, 16 অক্টোবর : পারফেক্ট 720 । প্রথমবার NEET পরীক্ষায় পূর্ণ নম্বর । ইতিহাস গড়লেন রাউলকেলার শোয়েব আফতাব ।

প্রকাশিত NEET, 2020-এর ফলাফল । নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে আজ এই ফলাফল ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) । পূর্ণ নম্বর পেয়ে NEET প্রবেশিকা পরীক্ষায় সর্বভারতীয় র‌্যাঙ্কে শীর্ষে ওড়িশার রাউলকেলার 18 বছর বয়সী শোয়েব আফতাব ।

শোয়েবই ওড়িশা থেকে প্রথম NEET পরীক্ষায় 720-তে 720 পেলেন । মেডিকেলের প্রবেশিকা পরীক্ষায় পূর্ণ নম্বর পেয়ে ইতিহাসও গড়লেন তিনি, যা এর আগে কখনও হয়নি ।

NTA পরিচালিত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্টের এবছরের পরীক্ষার্থীরা এই পরীক্ষার ফল ntaneet.nic.in ওয়েবসাইট থেকে দেখতে এবং ডাউনলোড করতে পারবেন ।

জানা গিয়েছে, চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই কোটা ইনস্টিটিউট থেকে কোচিং নেওয়া শোয়েব জানতেন, ফার্স্ট র‌্যাঙ্কে থাকছেন তিনিই । ফলাফল ঘোষণার ঠিক কয়েক মুহুর্ত আগে প্রকাশিত NEET, 2020-র উত্তরপত্র মিলিয়ে দেখেই শোয়েব দাবি করেছিলেন, তিনিই মেডিকেল প্রবেশিকায় পূর্ণ নম্বর পেয়েছেন । জানিয়েছেন, দিল্লির AIIMS-এ ভরতি হওয়ার ইচ্ছে আছে তাঁর ।

এবছর 13 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় NEET, 2020-র পরীক্ষা । কোরোনা পরিস্থিতিতে এবছর প্রায় 14 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেন ।

কোরোনা পরিস্থিতিতে NEET-ই ছিল প্রথম বড় পরীক্ষা । স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে 13 সেপ্টেম্বর হয় এই পরীক্ষা । কোরোনার জন্য যাঁরা 13 সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে পারেননি, 14 অক্টোবর তাঁদের জন্য বিশেষ পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.