ETV Bharat / bharat

উপত্যকায় সেনাবাহিনীর গুলিতে মৃত 4 জঙ্গি - Jammu Kashmir

শুক্রবারের পর শনিবার ৷ উপত্যকায় সেনাবাহিনীর গুলিতে মৃত চার জঙ্গি ৷

Shopian encounter: 4 militants killed, search on
উপত্যকায় সেনাবাহিনীর গুলিতে মৃত 4 জঙ্গি
author img

By

Published : Jul 18, 2020, 9:23 AM IST

Updated : Jul 18, 2020, 10:24 AM IST

শোপিয়ান (জম্মু-কাশ্মীর), 18 জুলাই : উপত্যকায় ফের সেনা জঙ্গির গুলির লড়াই ৷ সেনার গুলিতে মৃত চার জঙ্গি ৷ শ্রীনগরের আমশিপোরা এলাকার ঘটনা ৷ বাকি জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান চলছে ৷

সেনাবাহিনী সূত্রের খবর, গোপন সূত্রের খবর পেয়ে আমশিপোরা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী ৷ তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা ৷ নিরাপত্তা বাহিনীর পালটা গুলিতে মৃত্যু হয় চার জঙ্গির ৷

চলছে সেনাবাহিনীর তল্লাশি অভিযান

উল্লেখ্য, গত 24 ঘণ্টায় এই নিয়ে উপত্যকায় মোট 7 জঙ্গির মৃত্যু হল ৷ শুক্রবার কুলগামে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় তিন জঙ্গির ৷ মৃতদের মধ্যে 1 জন পাকিস্তানের নাগরিক ৷ সে গত দেড় বছর ধরে জঙ্গি কার্যকলাপে সক্রিয় ভূমিকা গ্রহণ করে আসছিল বলেই জানা গিয়েছে ৷

শোপিয়ান (জম্মু-কাশ্মীর), 18 জুলাই : উপত্যকায় ফের সেনা জঙ্গির গুলির লড়াই ৷ সেনার গুলিতে মৃত চার জঙ্গি ৷ শ্রীনগরের আমশিপোরা এলাকার ঘটনা ৷ বাকি জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান চলছে ৷

সেনাবাহিনী সূত্রের খবর, গোপন সূত্রের খবর পেয়ে আমশিপোরা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী ৷ তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা ৷ নিরাপত্তা বাহিনীর পালটা গুলিতে মৃত্যু হয় চার জঙ্গির ৷

চলছে সেনাবাহিনীর তল্লাশি অভিযান

উল্লেখ্য, গত 24 ঘণ্টায় এই নিয়ে উপত্যকায় মোট 7 জঙ্গির মৃত্যু হল ৷ শুক্রবার কুলগামে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় তিন জঙ্গির ৷ মৃতদের মধ্যে 1 জন পাকিস্তানের নাগরিক ৷ সে গত দেড় বছর ধরে জঙ্গি কার্যকলাপে সক্রিয় ভূমিকা গ্রহণ করে আসছিল বলেই জানা গিয়েছে ৷

Last Updated : Jul 18, 2020, 10:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.