ETV Bharat / bharat

বাবাকে মারধর, মাকে পুড়িয়ে মারল যুবক ! - murder

পারিবারিক ঝামেলার জেরে বাবাকে মারধর করে মাকে পুড়িয়ে মারল ছেলে । ঘটনাটি ঘটেছে ওড়িশায় ।

প্রতীকী ছবি
author img

By

Published : Jul 7, 2019, 9:01 AM IST

ভুবনেশ্বর, 7 জুলাই : নৃশংস, অমানবিক, বর্বরোচিত । পারিবারিক ঝামেলার জেরে বাবাকে মারধর করে মাকে পুড়িয়ে মারল ছেলে । ঘটনাটি ঘটেছে ওড়িশায় । পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।

পারিবারিক একটি ঝামেলার জেরে বাবা-মায়ের সঙ্গে বচসা হয়েছিল ছেলের । তখন রাগের মাথায় এই কাণ্ড ঘটায় সে । পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন : ফের দিল্লি, নাবালিকা ধর্ষণে অভিযুক্ত প্রতিবেশী

ওড়িশার বলাঙ্গির জেলায় বেলাপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে । বচসার জেরে প্রথমে বাবাকে মারধরে করে অভিযুক্ত, পরে ঘরে আগুন জ্বালিয়ে দেয় । ঘরের ভিতরেই ছেলেটির মা ছিলেন সেই সময়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । পরে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ।

ভুবনেশ্বর, 7 জুলাই : নৃশংস, অমানবিক, বর্বরোচিত । পারিবারিক ঝামেলার জেরে বাবাকে মারধর করে মাকে পুড়িয়ে মারল ছেলে । ঘটনাটি ঘটেছে ওড়িশায় । পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।

পারিবারিক একটি ঝামেলার জেরে বাবা-মায়ের সঙ্গে বচসা হয়েছিল ছেলের । তখন রাগের মাথায় এই কাণ্ড ঘটায় সে । পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন : ফের দিল্লি, নাবালিকা ধর্ষণে অভিযুক্ত প্রতিবেশী

ওড়িশার বলাঙ্গির জেলায় বেলাপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে । বচসার জেরে প্রথমে বাবাকে মারধরে করে অভিযুক্ত, পরে ঘরে আগুন জ্বালিয়ে দেয় । ঘরের ভিতরেই ছেলেটির মা ছিলেন সেই সময়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । পরে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ।

Mumbai, July 06 (ANI): After two boys went missing in a sea in Mumbai, officials rescued one of them who was declared brought dead at a hospital. The mishap took place at Geeta Nagar in Colaba region in Mumbai. Rescue operation is underway by the Fire Brigade team to find the remaining one. One of the 2 missing people had tried to rescue another and got carried away in the high tide.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.