ETV Bharat / bharat

নুডলস বিক্রেতার বিদ্যুতের বিল এল 1 কোটি 82 লাখ টাকা !

ওই নুডলস বিক্রেতা জানিয়েছেন, তিনি বিদ্যুৎ দপ্তরে বারবার জানিয়েছেন ৷ তারপরও তাঁর সমস্যার সমাধান করা হয়নি ৷

নুডুলস বিক্রেতার বিদ্যুৎ বিল
নুডুলস বিক্রেতার বিদ্যুৎ বিল
author img

By

Published : Aug 17, 2020, 4:52 PM IST

মিরাট, 17 অগাস্ট : নুডুলস বিক্রি করে দিন চলে ৷ আর তাঁর বাড়িতেই বিদ্যুতের বিল এল 1 কোটি 82 লাখ টাকা ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের ৷ বিদ্যুৎ দপ্তরে বারবার বলা সত্বেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ ৷

আস মহম্মদ খান, মিরাটের আশিয়ানা কলোনির বাসিন্দা ৷ নুডুলস বিক্রি করে তাঁর সংসার চলে ৷ তাঁকেই এই বিপুল পরিমাণ বিল ধরায় বিদ্যুৎ দপ্তর ৷ অভিঘোগ, কেউ সমস্যা সমাধানে এগিয়ে আসেনি ৷

তিনি বলেন, ‘‘দু’মাসের বিল দিতে আমি বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়েছিলাম ৷ আমার দু’মাসে 3 হাজার 410 টাকা বিল আসে ৷ আমি সেই বিল দিতে যাওয়ায়, ক্যাসিয়ার আমাকে 1 কোটি 82 লাখ টাকা বিল ধরায় ৷ আমি একাধিক জায়গায় গিয়েছি, বিষয়টি মেটানোর জন্য ৷ কিন্তু কেউ কথা শুনতে চাননি ৷’’

তবে আস মহম্মদ খান একা নন, দেশের বিভিন্ন এলাকার মানুষ অত্যধিক বিল আসার অভিযোগ জানিয়েছে ৷ সম্প্রতি হাপুড় জেলার এক বাসিন্দার বিদ্যুৎ বিল আসে 128 কোটি 45 লাখ 95 হাজার 444 টাকা ৷ মধ্যপ্রদেশের এক দিনমজুরের বিল আসে 1 লাখ 25 হাজার টাকা ৷

মিরাট, 17 অগাস্ট : নুডুলস বিক্রি করে দিন চলে ৷ আর তাঁর বাড়িতেই বিদ্যুতের বিল এল 1 কোটি 82 লাখ টাকা ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের ৷ বিদ্যুৎ দপ্তরে বারবার বলা সত্বেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ ৷

আস মহম্মদ খান, মিরাটের আশিয়ানা কলোনির বাসিন্দা ৷ নুডুলস বিক্রি করে তাঁর সংসার চলে ৷ তাঁকেই এই বিপুল পরিমাণ বিল ধরায় বিদ্যুৎ দপ্তর ৷ অভিঘোগ, কেউ সমস্যা সমাধানে এগিয়ে আসেনি ৷

তিনি বলেন, ‘‘দু’মাসের বিল দিতে আমি বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়েছিলাম ৷ আমার দু’মাসে 3 হাজার 410 টাকা বিল আসে ৷ আমি সেই বিল দিতে যাওয়ায়, ক্যাসিয়ার আমাকে 1 কোটি 82 লাখ টাকা বিল ধরায় ৷ আমি একাধিক জায়গায় গিয়েছি, বিষয়টি মেটানোর জন্য ৷ কিন্তু কেউ কথা শুনতে চাননি ৷’’

তবে আস মহম্মদ খান একা নন, দেশের বিভিন্ন এলাকার মানুষ অত্যধিক বিল আসার অভিযোগ জানিয়েছে ৷ সম্প্রতি হাপুড় জেলার এক বাসিন্দার বিদ্যুৎ বিল আসে 128 কোটি 45 লাখ 95 হাজার 444 টাকা ৷ মধ্যপ্রদেশের এক দিনমজুরের বিল আসে 1 লাখ 25 হাজার টাকা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.