ETV Bharat / bharat

রাজস্থানে ভ্যানে ধাক্কা ট্রাকের, মৃত 7 - রাজস্থানে ভ্যানে ট্রাকের ধাক্কা

কোটা থেকে বিলওয়ারা যাচ্ছিল একটি ভ্যান । হঠাৎই সেটিতে ধাক্কা মারে একটি ট্রাক । মৃত্যু হয় সাত জন ।

Representational image
ছবিটি প্রতীকী
author img

By

Published : Sep 6, 2020, 10:47 AM IST

বিলওয়ারা, 6 সেপ্টেম্বর : রাজস্থানের বিলওয়ারাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল সাত জনের । গতরাতে কোটা থেকে বিলওয়ারা যাচ্ছিল একটি ভ্যান । সেটিতে সাত জন ছিল । বিলওয়ারার কেশব়পুরের কাছে ওই ভ্যানটিতে ধাক্কা মারে উলটো দিক থেকে আসা একটি ট্রাক ।

বিলওয়ারার পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায় । উমেশ (40), মুকেশ (23), যমুনা (45), অমর চাঁদ (32), রাজু (21), রাধেশ্যাম (56) ও শিবলাল (40)-এর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের পর সেগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।

পুলিশের তরফে জানানো হয়, সাতজনের মধ্যে চারজনের ঘটনাস্থানেই মৃত্যু হয় । তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয় ।

বিলওয়ারা, 6 সেপ্টেম্বর : রাজস্থানের বিলওয়ারাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল সাত জনের । গতরাতে কোটা থেকে বিলওয়ারা যাচ্ছিল একটি ভ্যান । সেটিতে সাত জন ছিল । বিলওয়ারার কেশব়পুরের কাছে ওই ভ্যানটিতে ধাক্কা মারে উলটো দিক থেকে আসা একটি ট্রাক ।

বিলওয়ারার পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায় । উমেশ (40), মুকেশ (23), যমুনা (45), অমর চাঁদ (32), রাজু (21), রাধেশ্যাম (56) ও শিবলাল (40)-এর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের পর সেগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।

পুলিশের তরফে জানানো হয়, সাতজনের মধ্যে চারজনের ঘটনাস্থানেই মৃত্যু হয় । তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.