ETV Bharat / bharat

সিকিমে ভাঙল SDF, 10 বিধায়ককে দলে টেনে প্রধান বিরোধী BJP - Sdf's 10 mla joined bjp in sikim সিকিমে BJP তে যোগ দিল SDF - এর 10 বিধায়ক

BJP-তে যোগ দিয়ে দরজি শেরিং লেপচা জানান, BJP-তে যোগ দিয়ে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবেন তাঁরা । তিনি আরও বলেন "মোদিজির লুক ইস্ট নীতি রয়েছে । তাতে যুবরা BJP-র দিকে ঝুঁকছে । আমরা আঞ্চলিক দল ছিলাম । এই প্রথম আমরা জাতীয় দলে জুড়লাম । আশাকরি আগামী দিনে BJP সিকিমে ভালো ফল করবে ।"

সিকিমে ভাঙল SDF, 10 বিধায়ককে দলে টেনে প্রধান বিরোধী BJP
author img

By

Published : Aug 13, 2019, 11:28 PM IST

গ্যাংটক, 13 অগাস্ট : SDF বা সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে BJP-তে যোগ দিলেন 10 বিধায়ক । যোগদান পর্ব শেষ হতেই BJP জানিয়ে দিল তারাই এখন সিকিমে প্রধান বিরোধী দল ।

BJP সূত্রে জানানো হয়, গত এপ্রিলে লোকসভার পাশাপাশি সেরাজ্যে বিধানসভা নির্বাচনে মোট 15টি আসনে জিতেছিল SDF । দু়'জন বিধায়ক দুটি করে আসন জেতেন । অর্থাৎ মোট 13 জন বিধায়ক জয়লাভ করেন । সংখ্যাধিক্য না থাকায় দীর্ঘ 25 বছর পর ক্ষমতা হারান পবন চামলিং ও তাঁর দল । বিরোধী আসনে বসেন তাঁরা । সিকিমে দলকে শক্তিশালী করতে SDF-র সব বিধায়ককে BJP-তে যোগ দেওয়ানোর চেষ্টা শুরু হয় ৷ তবে পবন কামলিংসহ আরও দুই বিধায়ক BJP-তে যোগ দিতে রাজি হননি । এরপর আজ 10 বিধায়ককে BJP-তে যোগ দেওয়ান কেন্দ্রীয় BJP-র নেতারা । BJP-র তরফে জানিয়ে দেওয়া হয়, SDF থেকে দুই তৃতীয়াংশের বেশি বিধায়ক তাদের দলে এসেছেন । ফলে এখন তারাই সিকিমে প্রধান বিরোধী দল । BJP সিকিমে শক্তিশালী বিরোধী ভূমিকা পালন করবে ।


এক নজরে দেখে নেওযা যাক BJP-তে যাওয়া বিধায়কদের তালিকা । দরজি শেরিং লেপচা, উগেন গ্যাৎসো, নরেন্দ্র কু সুব্বা (তিন বারের বিধায়ক ), ডি আর থাপা, করমা শোরেন লেপচা, কে বি রাই, টি বি ভুটিয়া, ফরমন্তি তামাং, পিনটো নামগ্যাল লেপচা ও রাজকুমারি থাপা ৷

BJP-তে যোগ দিয়ে দরজি শেরিং লেপচা জানান, BJP-তে যোগ দিয়ে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবেন তাঁরা । তিনি আরও বলেন "মোদিজির লুক ইস্ট নীতি রয়েছে । তাতে যুবরা BJP-র দিকে ঝুঁকছে । আমরা আঞ্চলিক দল ছিলাম । এই প্রথম আমরা জাতীয় দলে জুড়লাম । আশাকরি আগামী দিনে BJP সিকিমে ভালো ফল করবে ।"

গ্যাংটক, 13 অগাস্ট : SDF বা সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে BJP-তে যোগ দিলেন 10 বিধায়ক । যোগদান পর্ব শেষ হতেই BJP জানিয়ে দিল তারাই এখন সিকিমে প্রধান বিরোধী দল ।

BJP সূত্রে জানানো হয়, গত এপ্রিলে লোকসভার পাশাপাশি সেরাজ্যে বিধানসভা নির্বাচনে মোট 15টি আসনে জিতেছিল SDF । দু়'জন বিধায়ক দুটি করে আসন জেতেন । অর্থাৎ মোট 13 জন বিধায়ক জয়লাভ করেন । সংখ্যাধিক্য না থাকায় দীর্ঘ 25 বছর পর ক্ষমতা হারান পবন চামলিং ও তাঁর দল । বিরোধী আসনে বসেন তাঁরা । সিকিমে দলকে শক্তিশালী করতে SDF-র সব বিধায়ককে BJP-তে যোগ দেওয়ানোর চেষ্টা শুরু হয় ৷ তবে পবন কামলিংসহ আরও দুই বিধায়ক BJP-তে যোগ দিতে রাজি হননি । এরপর আজ 10 বিধায়ককে BJP-তে যোগ দেওয়ান কেন্দ্রীয় BJP-র নেতারা । BJP-র তরফে জানিয়ে দেওয়া হয়, SDF থেকে দুই তৃতীয়াংশের বেশি বিধায়ক তাদের দলে এসেছেন । ফলে এখন তারাই সিকিমে প্রধান বিরোধী দল । BJP সিকিমে শক্তিশালী বিরোধী ভূমিকা পালন করবে ।


এক নজরে দেখে নেওযা যাক BJP-তে যাওয়া বিধায়কদের তালিকা । দরজি শেরিং লেপচা, উগেন গ্যাৎসো, নরেন্দ্র কু সুব্বা (তিন বারের বিধায়ক ), ডি আর থাপা, করমা শোরেন লেপচা, কে বি রাই, টি বি ভুটিয়া, ফরমন্তি তামাং, পিনটো নামগ্যাল লেপচা ও রাজকুমারি থাপা ৷

BJP-তে যোগ দিয়ে দরজি শেরিং লেপচা জানান, BJP-তে যোগ দিয়ে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবেন তাঁরা । তিনি আরও বলেন "মোদিজির লুক ইস্ট নীতি রয়েছে । তাতে যুবরা BJP-র দিকে ঝুঁকছে । আমরা আঞ্চলিক দল ছিলাম । এই প্রথম আমরা জাতীয় দলে জুড়লাম । আশাকরি আগামী দিনে BJP সিকিমে ভালো ফল করবে ।"

Intro:গ্যাংটক, 13 অগাস্ট: এসডিএফ বা সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে বিজেপিতে যোগ দিলেন দশ বিধায়ক। যোগদান পর্ব শেষ হতেই বিজেপি জানিয়ে দিল তারাই এখন সিকিমে শক্তিশালী প্রধান বিরোধী দল। বিজেপি সূত্রে জানানো হয় গত এপ্রিলে লোকসভার পাশাপাশি সেরাজ্যে বিধানসভা নির্বাচনে মোট 15টি আসনে জিতেছিল এসডিএফ। দুই বিধায়ক দুটি করে আসনে যেতেন। অর্থাৎ মোট 13 জন বিধায়ক জয়লাভ করেন। সংখ্যাধিক্য না থাকায় দীর্ঘ 25 বছর পর ক্ষমতা হারান পবন চামলিং ও তার দল। বিরোধী আসনে বসেন তারা। সিকিমে দলকে শক্তিশালী করতে এসডিএফের সব বিধায়ককেই বিজেপিতে যোগ দেওয়ানোর চেষ্টাও শুরু হয় তবে পবন কামলিংসহ আরো দুই বিধায়ক বিজেপিতে যোগ দিতে রাজি হন নি। এরপর আজই দশ বিধায়ককে বিজেপিতে যোগ দেওয়ান কেন্দ্রীয় বিজেপি নেতারা। বিজেপির তরফে জানিয়ে দেওয়া হয় এসডিএফ থেকে দুই তৃতীয়াংশের বেশি বিধায়ক বিজেপিতে এসেছেন। ফলে এখন তারাই সিকিমে প্রধান বিরোধী দল। বিজেপি সিকিমে শক্তিশালী বিরোধী ভূমিকা পালন করবে।


Body:এক নজরে দেখে নেওযা যাক বিজেপিতে যাওয়া বিধায়কদের তালিকা। 1.Dorjee shering lepcha 2.Ugen gaytso 3.Narendra ku subba 3 time mla 4.D r thapa 5.Karma soren lepcha 6.K b rai 7.T d bhutia 8.Smt farmanti tamang 9.Pintoo namgyal lepcha 10.Smt rajkumari thapa


Conclusion:বিজেপিতে যোগ দিয়ে দোরজে শেরিং লেপচা বলেন সিকিমে এসডিএফ এর বদলে বিজেপিতে গিয়ে শক্তিশালী বিরোধী ভূমিকা পালন করবেন তারা। তিনি আরো বলেন মোদীজির লুক ইস্ট পলিসি রয়েছে। তাতে যুবরা বিজেপির দিকে ঝুঁকছে। আমরা আঞ্চলিক দল ছিলাম। এই প্রথম আমরা জাতীয় দলে জুড়লাম। আশাকরি আগামী দিনে বিজেপি সিকিমে ভাল ফল করবে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.