ETV Bharat / bharat

রমেশ পোখরিয়ালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় স্থগিতাদেশ শীর্ষ আদালতের - উত্তরাখণ্ড হাইকোর্ট

রমেশ পোখরিয়ালের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভোগ করে তার ভাড়া না মেটানোর অভিযোগ তোলে এক স্বেচ্ছাসেবী সংস্থা ।

SC stayed on contempt of court case against ramesh pokhriyal
রমেশ পোখরিয়ালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট
author img

By

Published : Oct 26, 2020, 8:57 PM IST

দিল্লি, 26 অক্টোবর : কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়ালের বিরুদ্ধে উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশ অবমাননার মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট । রমেশ পোখরিয়ালের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি বাসস্থান আটকে রেখেছেন । কিন্তু তার ভাড়া দিচ্ছেন না ।

উত্তরাখণ্ড হাইকোর্ট গত বছর এই মামলায় তাঁঁকে ভাড়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় । কিন্তু তিনি আদালতের নির্দেশ অমান্য করেন বলে অভিযোগ । এরপর তাঁঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয় । আর আজ পোখরিয়ালের আবেদনের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট ।

উত্তরাখণ্ড হাইকোর্ট গত বছর 3 মে প্রাক্তন মুখ্যমন্ত্রী রমেশ পোখরিয়ালকে সরকারি সম্পত্তির ভাড়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় ।

নির্দেশের পর থেকে চার মাস সময় দেওয়া হয় মন্ত্রীকে । দেরাদুনের এক স্বেচ্ছাসেবী সংস্থার দায়ের করা মামলার ভিত্তিতে এই নির্দেশ দেয় উত্তরাখণ্ড হাইকোর্ট ।

দিল্লি, 26 অক্টোবর : কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়ালের বিরুদ্ধে উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশ অবমাননার মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট । রমেশ পোখরিয়ালের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি বাসস্থান আটকে রেখেছেন । কিন্তু তার ভাড়া দিচ্ছেন না ।

উত্তরাখণ্ড হাইকোর্ট গত বছর এই মামলায় তাঁঁকে ভাড়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় । কিন্তু তিনি আদালতের নির্দেশ অমান্য করেন বলে অভিযোগ । এরপর তাঁঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয় । আর আজ পোখরিয়ালের আবেদনের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট ।

উত্তরাখণ্ড হাইকোর্ট গত বছর 3 মে প্রাক্তন মুখ্যমন্ত্রী রমেশ পোখরিয়ালকে সরকারি সম্পত্তির ভাড়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় ।

নির্দেশের পর থেকে চার মাস সময় দেওয়া হয় মন্ত্রীকে । দেরাদুনের এক স্বেচ্ছাসেবী সংস্থার দায়ের করা মামলার ভিত্তিতে এই নির্দেশ দেয় উত্তরাখণ্ড হাইকোর্ট ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.