ETV Bharat / bharat

কর্নাটক-জট অব্যাহত, সুপ্রিম কোর্টে ফের শুনানি মঙ্গলবার - Supreme Court

কর্নাটক-সমস্যার শুনানি পিছলো । মঙ্গলবারের দিকে তাকিয়ে কর্নাটক থেকে দেশবাসী ।

সুপ্রিমকোর্ট
author img

By

Published : Jul 12, 2019, 3:06 PM IST

দিল্লি, 12 জুলাই : কর্নাটক-সমস্যার কোনও সমাধান সূত্র অধরা । সুপ্রিম কোর্টে আজ শুনানির কথা থাকলেও তা পিছিয়ে গেল। আগামী মঙ্গলবার ফের শুনানি হবে বলে জানাল শীর্ষ আদালত । তত দিন পর্যন্ত রাজ্যে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ দিকে, মুখ্যমন্ত্রী কুমারস্বামী দাবি করেছেন, প্রয়োজন হলে তিনি সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করবেন ।

দিল্লি, 12 জুলাই : কর্নাটক-সমস্যার কোনও সমাধান সূত্র অধরা । সুপ্রিম কোর্টে আজ শুনানির কথা থাকলেও তা পিছিয়ে গেল। আগামী মঙ্গলবার ফের শুনানি হবে বলে জানাল শীর্ষ আদালত । তত দিন পর্যন্ত রাজ্যে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ দিকে, মুখ্যমন্ত্রী কুমারস্বামী দাবি করেছেন, প্রয়োজন হলে তিনি সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করবেন ।

Chotta Udepur (Gujarat), Jul 07 (ANI): Several roads and bridges got flooded in Gujarat's Chhota Udepur after the city received heavy rainfall. The continuous showers hampered the daily life in the area. Parts of Gujarat are receiving heavy rains following western disturbance.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.