ETV Bharat / bharat

বিহারে শিশুমৃত্যুতে উদ্বেগ প্রকাশ সুপ্রিমকোর্টের, দিতে হবে হলফনামা - child death

বিহারে শিশুমৃত্যু নিয়ে আজ উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট । এদিকে আজই মুজফ্ফরপুরের ম্যাজিস্ট্রেট কোর্ট কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় ।

বিহারে শিশুমৃত্যুতে উদ্বেগ প্রকাশ সুপ্রিমকোর্টের, দিতে হবে হলফনামা
author img

By

Published : Jun 24, 2019, 9:34 PM IST

দিল্লি, 24 জুন : সুপ্রিম কোর্ট ও মুজফ্ফরপুরের ম্যাজিস্ট্রেট কোর্টের জোড়া নির্দেশে ধাক্কা খেল নীতীশ কুমারের সরকার । বিহারে শিশুমৃত্যু নিয়ে আজ উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট । এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে মুজফ্ফরপুরে মৃত্যু হয়েছে 120টি শিশুর । আজ বিচারপতি সঞ্জীব খান্না এবং বি আর গাভাইয়ের বেঞ্চ কেন্দ্র ও বিহার সরকারের কাছ থেকে শিশু মৃত্যুর ব্যাখ্যা চায় ।

সুপ্রিম কোর্ট জানায়, একটি রিপোর্ট অনুযায়ী হাসপাতালে চিকিৎসক, ওষুধপত্র, মেডিকেল সরঞ্জামের ঘাটতি রয়েছে বলে জানা গেছে । যার কারণেই মৃত্যুর সংখ্যা বাড়ছে । যদিও বিহারে সরকারের তরফে জানানো হয়, এই মুহূর্তে সব রকমের ব্যবস্থা করা হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে । কিন্তু রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর বর্তমান পরিস্থিতি সাতদিনের মধ্যে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দেয় আদালত ।

এদিকে আজই মুজফ্ফরপুরের ম্যাজিস্ট্রেট কোর্ট কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় । আবেদনকারী আইনজীবী মনোহর প্রতাপ এবং সনপ্রীত সিং আজমানি আদালতে শিশুমৃত্যু প্রসঙ্গে প্রশ্ন তুলে জানান, দেশের নাগরিকের বেঁচে থাকা সাংবিধানিক অধিকার । তারপরই আদালত হর্ষ বর্ধন ও মঙ্গল পান্ডের বিরুদ্ধে বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করে ঘটনার তদন্তের নির্দেশ দেন ।

দিল্লি, 24 জুন : সুপ্রিম কোর্ট ও মুজফ্ফরপুরের ম্যাজিস্ট্রেট কোর্টের জোড়া নির্দেশে ধাক্কা খেল নীতীশ কুমারের সরকার । বিহারে শিশুমৃত্যু নিয়ে আজ উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট । এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে মুজফ্ফরপুরে মৃত্যু হয়েছে 120টি শিশুর । আজ বিচারপতি সঞ্জীব খান্না এবং বি আর গাভাইয়ের বেঞ্চ কেন্দ্র ও বিহার সরকারের কাছ থেকে শিশু মৃত্যুর ব্যাখ্যা চায় ।

সুপ্রিম কোর্ট জানায়, একটি রিপোর্ট অনুযায়ী হাসপাতালে চিকিৎসক, ওষুধপত্র, মেডিকেল সরঞ্জামের ঘাটতি রয়েছে বলে জানা গেছে । যার কারণেই মৃত্যুর সংখ্যা বাড়ছে । যদিও বিহারে সরকারের তরফে জানানো হয়, এই মুহূর্তে সব রকমের ব্যবস্থা করা হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে । কিন্তু রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর বর্তমান পরিস্থিতি সাতদিনের মধ্যে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দেয় আদালত ।

এদিকে আজই মুজফ্ফরপুরের ম্যাজিস্ট্রেট কোর্ট কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় । আবেদনকারী আইনজীবী মনোহর প্রতাপ এবং সনপ্রীত সিং আজমানি আদালতে শিশুমৃত্যু প্রসঙ্গে প্রশ্ন তুলে জানান, দেশের নাগরিকের বেঁচে থাকা সাংবিধানিক অধিকার । তারপরই আদালত হর্ষ বর্ধন ও মঙ্গল পান্ডের বিরুদ্ধে বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করে ঘটনার তদন্তের নির্দেশ দেন ।

Ranchi (Jharkhand), Jun 24 (ANI): Jharkhand Minister CP Singh on Monday reacted on mob lynching case, where a man was attacked allegedly on a suspicion of theft in Jharkhand's Jamshedpur. Jharkhand Minister CP Singh called it a 'cut and paste' job of using whatever allegations fit such incidents. "Trend is prevalent these days to associate such incidents with BJP, RSS, VHP and Bajrang Dal. It's a time of 'cut and paste', who fits what words where is difficult to say. Govt will conduct investigation. Trend to politicise such incidents wrong," said Singh. A man who was assaulted on suspicion of theft in Jamshedpur and beaten up for hours before being handed over to the police on June 18, succumbed to his injuries at a local hospital on Saturday.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.