ETV Bharat / bharat

লাইনচ্যুত হাওড়া-জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস, পুড়ে মৃত 1 - রেল দুর্ঘটনা

লাইনচ্যুত হাওড়া-জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস । আগুন লেগে যায় ইঞ্জিনে । মৃত্যু হয়েছে একজনের ।

দুর্ঘটনা
author img

By

Published : Jun 25, 2019, 6:19 PM IST

Updated : Jun 25, 2019, 7:36 PM IST

রায়গড় (ওড়িশা), 25 জুন : দুর্ঘটনায় লাইনচ্যুত হাওড়া-জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস । ওভার হেড ইকুইপমেন্ট(OHE) কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লাইচ্যুত হয়েছে ইঞ্জিন ও ট্রেনের দুটি কোচ । আগুন লেগে যায় ইঞ্জিনে । মৃত্যু হয়েছে একজনের । আহত হয়েছেন চারজন । তবে যাত্রীরা নিরাপদেই রয়েছেন ।

হাওড়া থেকে জগদলপুরগামী 18005 সম্বলপুর এক্সপ্রেস আজ কোরাপুট ও রায়গড়ের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনায় পড়ে । একই লাইনে মুখোমুখি চলে আসে একটি ওভার হেড ইকুইপমেন্ট (OHE) কার ও এক্সপ্রেস ট্রেনটি । OHE কারের সঙ্গে ধাক্কা লাগার পর লাইনচ্যুত হয়ে যায় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি কোচ । সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায় ইঞ্জিনে ।

হাওড়া-জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেসে আগুন

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে যান রেলের ইঞ্জিনিয়ররা । চলছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ ।

accident
আগুন লেগে গিয়েছে ইঞ্জিনে

রায়গড় (ওড়িশা), 25 জুন : দুর্ঘটনায় লাইনচ্যুত হাওড়া-জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস । ওভার হেড ইকুইপমেন্ট(OHE) কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লাইচ্যুত হয়েছে ইঞ্জিন ও ট্রেনের দুটি কোচ । আগুন লেগে যায় ইঞ্জিনে । মৃত্যু হয়েছে একজনের । আহত হয়েছেন চারজন । তবে যাত্রীরা নিরাপদেই রয়েছেন ।

হাওড়া থেকে জগদলপুরগামী 18005 সম্বলপুর এক্সপ্রেস আজ কোরাপুট ও রায়গড়ের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনায় পড়ে । একই লাইনে মুখোমুখি চলে আসে একটি ওভার হেড ইকুইপমেন্ট (OHE) কার ও এক্সপ্রেস ট্রেনটি । OHE কারের সঙ্গে ধাক্কা লাগার পর লাইনচ্যুত হয়ে যায় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি কোচ । সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায় ইঞ্জিনে ।

হাওড়া-জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেসে আগুন

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে যান রেলের ইঞ্জিনিয়ররা । চলছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ ।

accident
আগুন লেগে গিয়েছে ইঞ্জিনে

New Delhi, Jun 25, ANI: Love is in the air for Nick Jonas and Priyanka Chopra Jonas as they are spending some romantic time in the City of Love- Paris! It has been almost eight months of their wedding, and they still exude some major couple goals. In a monochrome picture shared on Instagram on Monday, Jonas gave a glimpse into his holiday with Priyanka where he is seen enjoying a boat ride in the 'city of love' with his wife. Priyanka was quick enough to respond to the post with a kiss emoji. However, the two are not the only ones strolling around in Paris. Joe Jonas and Sophie Turner were also spotted indulging in PDA while on their trip to Paris. During their trip to Paris, the couple was also seen together on Thursday outside Hotel Costes after enjoying dinner with friends. The "Quantico" actress tied the knot with Nick in two extravagant ceremonies at the Umaid Bhawan Palace in Jodhpur in December 2018. On the Bollywood front, Priyanka has wrapped up shooting for Shonali Bose's "The Sky Is Pink" along with Farhan Akhtar and Zaira Wasim.

Last Updated : Jun 25, 2019, 7:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.