ETV Bharat / bharat

''চৌতালা ঠকিয়েছেন হরিয়ানাবাসীকে'', মন্তব্য তেজবাহাদুরের

''হরিয়ানার মানুষকে ঠকিয়েছেন চৌতালা ৷ BJP কে সমর্থন করেননা যাঁরা, তাঁরাই JJP-কে নির্বাচিত করেছিলেন ৷ দেবী লালের (হরিয়ানায় দু বার মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব পালন করেছিলেন) আদর্শে অনুপ্রাণিত হয়ে ভোট দিয়েছিলেন তাঁরা ৷ তাঁর নাতি দুষ্যন্ত বা JJP-র নামে নয়৷''

''চৌতালা ঠকিয়েছেন হরিয়ানাবাসীকে'', মন্তব্য সেই তেজবাহাদুরের
author img

By

Published : Oct 26, 2019, 3:17 PM IST

দিল্লি, 26 অক্টোবর : হরিয়ানার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দুষ্যন্ত চৌতালা ৷ এই কথা জানিয়ে দল থেকে পদত্যাগ করলেন বিদ্রোহী জওয়ান তেজবাহাদুর যাদব ৷ BJP-র সঙ্গে JJP জোট সরকার গঠনের খবরের পরই পদত্যাগ করেন তিনি৷ বলেন, BJP-র বি টিম JJP, তিনি ভুল করেছেন এই দলে যোগ দিয়ে৷

জওয়ানদের খাবারের গুণগত মান নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তেজবাহাদুর ৷ BSF জওয়ান ৷ 2017 সালে সেনাবাহিনীতে নিম্নমানের খাবার দেওয়া নিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি ৷ ভিডিয়ো পোস্ট করেছিলেন সোশাল মিডিয়ায় ৷ এরপর বারাণসী থেকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সমাজবাদী পার্টির টিকিটে ৷

তিনি বলেন, ''হরিয়ানার মানুষকে ঠকিয়েছেন চৌতালা৷ BJP কে সমর্থন করেননা যাঁরা, তাঁরাই JJP-কে নির্বাচিত করেছিলেন ৷ দেবী লালের (হরিয়ানায় দু বার মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব পালন করেছিলেন) আদর্শে অনুপ্রাণিত হয়ে ভোট দিয়েছিলেন তাঁরা ৷ তাঁর নাতি দুষ্যন্ত বা JJP-র নামে নয়৷'' ভারতীয় জনতা পার্টির সঙ্গে JJP হাত মেলানোর পরই তাই দল থেকে পদত্যাগ করেন তিনি ৷

মনোহরলাল খট্টরের বিরুদ্ধে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি ৷ মাত্র 3,175টি ভোট পেয়েছেন তেজবাহাদুর ৷ অন্যদিকে , খট্টর পেয়েছেন 79,722টি ভোট৷ দ্বিতীয় স্থানে ছিলেন কংগ্রেসের তারলোচন সিং ৷ তিনি পেয়েছেন 34,601টি ভোট ৷

তিনি বলেন, মানুষ যা চায়নি, দুষ্যন্ত তাই করলেন ৷ একই সুরে কথা বলেছেন কংগ্রেসের রণদীপ সূরজেওয়ালাও ৷ তিনিও JJP কে BJP-র বি টিম বলেই উল্লেখ করেন ৷

দিল্লি, 26 অক্টোবর : হরিয়ানার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দুষ্যন্ত চৌতালা ৷ এই কথা জানিয়ে দল থেকে পদত্যাগ করলেন বিদ্রোহী জওয়ান তেজবাহাদুর যাদব ৷ BJP-র সঙ্গে JJP জোট সরকার গঠনের খবরের পরই পদত্যাগ করেন তিনি৷ বলেন, BJP-র বি টিম JJP, তিনি ভুল করেছেন এই দলে যোগ দিয়ে৷

জওয়ানদের খাবারের গুণগত মান নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তেজবাহাদুর ৷ BSF জওয়ান ৷ 2017 সালে সেনাবাহিনীতে নিম্নমানের খাবার দেওয়া নিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি ৷ ভিডিয়ো পোস্ট করেছিলেন সোশাল মিডিয়ায় ৷ এরপর বারাণসী থেকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সমাজবাদী পার্টির টিকিটে ৷

তিনি বলেন, ''হরিয়ানার মানুষকে ঠকিয়েছেন চৌতালা৷ BJP কে সমর্থন করেননা যাঁরা, তাঁরাই JJP-কে নির্বাচিত করেছিলেন ৷ দেবী লালের (হরিয়ানায় দু বার মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব পালন করেছিলেন) আদর্শে অনুপ্রাণিত হয়ে ভোট দিয়েছিলেন তাঁরা ৷ তাঁর নাতি দুষ্যন্ত বা JJP-র নামে নয়৷'' ভারতীয় জনতা পার্টির সঙ্গে JJP হাত মেলানোর পরই তাই দল থেকে পদত্যাগ করেন তিনি ৷

মনোহরলাল খট্টরের বিরুদ্ধে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি ৷ মাত্র 3,175টি ভোট পেয়েছেন তেজবাহাদুর ৷ অন্যদিকে , খট্টর পেয়েছেন 79,722টি ভোট৷ দ্বিতীয় স্থানে ছিলেন কংগ্রেসের তারলোচন সিং ৷ তিনি পেয়েছেন 34,601টি ভোট ৷

তিনি বলেন, মানুষ যা চায়নি, দুষ্যন্ত তাই করলেন ৷ একই সুরে কথা বলেছেন কংগ্রেসের রণদীপ সূরজেওয়ালাও ৷ তিনিও JJP কে BJP-র বি টিম বলেই উল্লেখ করেন ৷

Mumbai, Oct 26 (ANI): The much awaited film 'Saand Ki Aankh' got released on October 25. This movie stars Bollywood actresses Taapsee Pannu and Bhumi Pednekar in the lead roles. 'Saand Ki Aankh' showcases life of Haryana-based sharpshooters, Chandro and Prakashi Tomar, played by Bhumi and Taapsee respectively. The audiences shared their views and gave feedback about the movie. While speaking to ANI, one of the moviegoers said, "The casting of the film is really superb and no where you will feel that you are getting bored. This film will motivate you internally by giving a message that you can get whatever you want in your life." Meanwhile, another moviegoer said, "It's a very good movie which is about two grandmothers who are trying to inspire their own kids. It is a movie that you must watch."'Saand Ki Aankh' also stars Viineet Kumar Singh, Shaad Randhawa and Prakash Jha. "It is a very good movie and I must say that you will go and watch it. It's a value for money film," added another moviegoer. The film is directed by Tushar Hiranandani.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.