ETV Bharat / bharat

সচিন এক বছরের মধ্যে মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন : প্রিয়াঙ্কা শিবির - সচিন পাইলট

সচিন পাইলট ঘনিষ্ঠদের দাবি, ‘‘প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে কথা বলার তিন ঘণ্টার মধ্যে সচিনকে বরখাস্ত করা হয় ৷’’

sachin pilot
সচিন পাইলট
author img

By

Published : Jul 18, 2020, 3:37 PM IST

দিল্লি, 18 জুলাই : কংগ্রেস নেতা সচিন পাইলট এক বছরের মধ্যে রাজস্থানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন ৷ তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করেন সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি ৷ কিন্তু, সচিন নাকি রাজি হননি ৷ প্রিয়াঙ্কা গান্ধির ঘনিষ্ঠ সূত্রের তরফে এই দাবি করা হয় ৷

প্রিয়াঙ্কা ঘনিষ্ঠ সূত্রে খবর, গত মঙ্গলবার দলের নেত্রীর সঙ্গে কথা হয় সচিন পাইলটের ৷ তার তিন ঘণ্টা পরই সচিনকে উপ-মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হয় ৷ সচিন নাকি মুখ্যমন্ত্রী হওয়ার দাবি জানিয়েছিলেন ৷ তাঁকে মুখ্যমন্ত্রী করা না হলে সোনিয়া ও রাহুল গান্ধির সঙ্গে দেখা করবেন না বলেও গোঁ ধরে বসেছিলেন ৷ এরপরই কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সচিনকে উপ মুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় ৷

শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলার পরে তাঁকে সরিয়ে দেওয়ায় ব্যথিত সচিন ৷ অন্তত, তাঁর ঘনিষ্ঠরা এমনটাই বলছেন ৷ সচিন ঘনিষ্ঠদের আরও দাবি, সচিন যখন প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলেন, তখন তাঁকে বলা হয়, ‘‘রাহুল ও সোনিয়ার সঙ্গে তিনি কথা বলবেন ৷’’ সূত্রের খবর, সচিন তাঁর ঘনিষ্ঠদের বলছেন, ‘‘কংগ্রেস যখন আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তখন আমাকে আর একবার ভেবে দেখার কথা কেন বলল? একদিকে দরজা খোলা রাখার কথা বলছে কংগ্রেস ৷ অন্যদিকে বরখাস্তের নোটিশ পাঠাচ্ছে ৷ আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন অশোক গেহলট ৷’’ এই পরিস্থিতিতে কংগ্রেসের আশ্বাসবাণীতে আস্থা রাখতে পারছেন না সচিন ৷ প্রিয়াঙ্কা বুধবার তাঁকে আবার ফোন করেছিলেন বলে জানা গেছে ৷

মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছিলেন, ‘‘গত ছ’মাস ধরে ষড়যন্ত্র চলছিল ৷ আমরা সবাই একথা জানতাম ৷ বাধ্য হয়ে দলকে কড়া সিদ্ধান্ত নিতে হয়েছে ৷ আমাদের কিছু সঙ্গীকে নিয়ে সচিন দিল্লিতে গেছিলেন ৷’’ গত শুক্রবার সকালে কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, এক কেন্দ্রীয় নেতা ও দু’জন বিদ্রোহী বিধায়ক অশোক গেহলটের সরকারকে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ৷ যার কথোপকথনের প্রমাণ পেতে কংগ্রেসের তরফে FIR দায়ের করা হয়েছে ৷ পাইলট ঘনিষ্ঠরা বলছেন, ‘‘সচিন ওই অডিয়ো ক্লিপিংয়ের কিছুই শোনেনি ৷ এটা আসলে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের স্ট্র্যাটেজি ৷ যাতে সচিনকে অপসারণের পিছনে যুক্তি দেখানো যায় ৷ বিদ্রোহী বিধায়কদের যদি বরখাস্ত করা হয়, তাহলে রাজস্থান বিধানসভায় কংগ্রেসের সদস্য সংখ্যা কমে যাবে ৷ ’’ তবে পরিস্থিতি যাই হোক না কেন, সচিন পাইলট BJP-তে যোগ দিচ্ছেন না ৷ কারণ রাজস্থান তাঁর কাছে ‘‘কর্মভূমি’’ ৷

দিল্লি, 18 জুলাই : কংগ্রেস নেতা সচিন পাইলট এক বছরের মধ্যে রাজস্থানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন ৷ তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করেন সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি ৷ কিন্তু, সচিন নাকি রাজি হননি ৷ প্রিয়াঙ্কা গান্ধির ঘনিষ্ঠ সূত্রের তরফে এই দাবি করা হয় ৷

প্রিয়াঙ্কা ঘনিষ্ঠ সূত্রে খবর, গত মঙ্গলবার দলের নেত্রীর সঙ্গে কথা হয় সচিন পাইলটের ৷ তার তিন ঘণ্টা পরই সচিনকে উপ-মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হয় ৷ সচিন নাকি মুখ্যমন্ত্রী হওয়ার দাবি জানিয়েছিলেন ৷ তাঁকে মুখ্যমন্ত্রী করা না হলে সোনিয়া ও রাহুল গান্ধির সঙ্গে দেখা করবেন না বলেও গোঁ ধরে বসেছিলেন ৷ এরপরই কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সচিনকে উপ মুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় ৷

শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলার পরে তাঁকে সরিয়ে দেওয়ায় ব্যথিত সচিন ৷ অন্তত, তাঁর ঘনিষ্ঠরা এমনটাই বলছেন ৷ সচিন ঘনিষ্ঠদের আরও দাবি, সচিন যখন প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলেন, তখন তাঁকে বলা হয়, ‘‘রাহুল ও সোনিয়ার সঙ্গে তিনি কথা বলবেন ৷’’ সূত্রের খবর, সচিন তাঁর ঘনিষ্ঠদের বলছেন, ‘‘কংগ্রেস যখন আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তখন আমাকে আর একবার ভেবে দেখার কথা কেন বলল? একদিকে দরজা খোলা রাখার কথা বলছে কংগ্রেস ৷ অন্যদিকে বরখাস্তের নোটিশ পাঠাচ্ছে ৷ আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন অশোক গেহলট ৷’’ এই পরিস্থিতিতে কংগ্রেসের আশ্বাসবাণীতে আস্থা রাখতে পারছেন না সচিন ৷ প্রিয়াঙ্কা বুধবার তাঁকে আবার ফোন করেছিলেন বলে জানা গেছে ৷

মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছিলেন, ‘‘গত ছ’মাস ধরে ষড়যন্ত্র চলছিল ৷ আমরা সবাই একথা জানতাম ৷ বাধ্য হয়ে দলকে কড়া সিদ্ধান্ত নিতে হয়েছে ৷ আমাদের কিছু সঙ্গীকে নিয়ে সচিন দিল্লিতে গেছিলেন ৷’’ গত শুক্রবার সকালে কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, এক কেন্দ্রীয় নেতা ও দু’জন বিদ্রোহী বিধায়ক অশোক গেহলটের সরকারকে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ৷ যার কথোপকথনের প্রমাণ পেতে কংগ্রেসের তরফে FIR দায়ের করা হয়েছে ৷ পাইলট ঘনিষ্ঠরা বলছেন, ‘‘সচিন ওই অডিয়ো ক্লিপিংয়ের কিছুই শোনেনি ৷ এটা আসলে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের স্ট্র্যাটেজি ৷ যাতে সচিনকে অপসারণের পিছনে যুক্তি দেখানো যায় ৷ বিদ্রোহী বিধায়কদের যদি বরখাস্ত করা হয়, তাহলে রাজস্থান বিধানসভায় কংগ্রেসের সদস্য সংখ্যা কমে যাবে ৷ ’’ তবে পরিস্থিতি যাই হোক না কেন, সচিন পাইলট BJP-তে যোগ দিচ্ছেন না ৷ কারণ রাজস্থান তাঁর কাছে ‘‘কর্মভূমি’’ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.