ETV Bharat / bharat

জম্মু ও কাশ্মীর নিয়ে চাপানউতোরের মাঝে চিন সফরে জয়শংকর

9 অগাস্ট জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে কথা বলতে চিন সফরে যান পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি । সেই প্রেক্ষিতে আজ জয়শংকরের চিন সফর খুব তাৎপর্যপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের ।

জয়শংকর
author img

By

Published : Aug 11, 2019, 10:00 AM IST

দিল্লি, 11 অগাস্ট : আজ তিন দিনের চিন সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর । আজ সেখানে চিনের সঙ্গে সাংস্কৃতিক ইশুতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন । 9 অগাস্ট জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে কথা বলতে চিন সফরে যান পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি । সেখানে আলোচনার সময় জম্মু ও কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেজিং । সেই প্রেক্ষিতে আজ জয়শংকরের চিন সফর খুব তাৎপর্যপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের ।

এর আগে লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার পদক্ষেপকে 'সীমান্তবর্তী সার্বভৌমত্ব' বিরোধী বলে মন্তব্য করে চিন । পাশাপাশি এর জেরে সীমান্তে জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা থাকছে বলে একটি বিবৃতি প্রকাশ করে চিনের বিদেশমন্ত্রক । সেই বিবৃতির কড়া বার্তা দেয় ভারত । ভারত চিনকে কড়া বার্তা দিয়ে জানায়, এই বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয় । বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, "ভারত যেমন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে না, সেরকমই আশা করে যে অন্য কোনও দেশও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না ।"

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার ও লাদাখের পৃথকীকরণ নিয়ে পাকিস্তান ও চিন ক্রমাগত বিবৃতি জারির জেরে বেড়েছে চাপানউতোর । এদিকে অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা । তার আগে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করাও জয়শংকরের এই সফরের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে ।

এক বিবৃতি দিয়ে বিদেশমন্ত্রক এই সফর প্রসঙ্গে বলে, "এই বৈঠকের মাধ্যমে ভারত আশা করছে যে দুই দেশের জনগণের মধ্যে মত বিনিময়ের আরও রাস্তা খুলবে । টুরিজ়ম, শিল্প, সিনেমা, সংস্কৃতি ও খেলার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়বে ।"

দিল্লি, 11 অগাস্ট : আজ তিন দিনের চিন সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর । আজ সেখানে চিনের সঙ্গে সাংস্কৃতিক ইশুতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন । 9 অগাস্ট জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে কথা বলতে চিন সফরে যান পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি । সেখানে আলোচনার সময় জম্মু ও কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেজিং । সেই প্রেক্ষিতে আজ জয়শংকরের চিন সফর খুব তাৎপর্যপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের ।

এর আগে লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার পদক্ষেপকে 'সীমান্তবর্তী সার্বভৌমত্ব' বিরোধী বলে মন্তব্য করে চিন । পাশাপাশি এর জেরে সীমান্তে জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা থাকছে বলে একটি বিবৃতি প্রকাশ করে চিনের বিদেশমন্ত্রক । সেই বিবৃতির কড়া বার্তা দেয় ভারত । ভারত চিনকে কড়া বার্তা দিয়ে জানায়, এই বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয় । বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, "ভারত যেমন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে না, সেরকমই আশা করে যে অন্য কোনও দেশও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না ।"

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার ও লাদাখের পৃথকীকরণ নিয়ে পাকিস্তান ও চিন ক্রমাগত বিবৃতি জারির জেরে বেড়েছে চাপানউতোর । এদিকে অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা । তার আগে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করাও জয়শংকরের এই সফরের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে ।

এক বিবৃতি দিয়ে বিদেশমন্ত্রক এই সফর প্রসঙ্গে বলে, "এই বৈঠকের মাধ্যমে ভারত আশা করছে যে দুই দেশের জনগণের মধ্যে মত বিনিময়ের আরও রাস্তা খুলবে । টুরিজ়ম, শিল্প, সিনেমা, সংস্কৃতি ও খেলার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়বে ।"

New Delhi, Aug 11 (ANI): Online payment service, Visa Checkout is reportedly shutting down its services in 2020. According to 9to5 Google, Google unexpectedly removed support for Visa Checkout, leaving competitor PayPal as its only supported service. Google revealed that Visa is migrating to a new solution based on EMV SRC which will begin rolling out to Visa Checkout customers in select markets in the next few months. During the migration process, Visa will continue to support Visa Checkout.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.