দিল্লি, 6জুন : বিশেষ COVID-19 যুগ্ম সমন্বয় ঘোষণা করলেন ভারত এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী । 2020-র ইন্ডিয়া-অস্ট্রেলিয়া লিডারস’ ভার্চুয়াল সামিটে নরেন্দ্র মোদি এবং স্কট মরিসন এমপি এই কোলাবরেশনের ঘোষণা করেন । 4জুন এই ভার্চুয়াল সামিট অনুষ্ঠিত হয় ।
অস্ট্রেলিয়ার বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগ, বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রক ও শিল্প-বিজ্ঞান-শক্তি এবং সম্পদ বিভাগ COVID-19-র এই যু্গ্ম গবেষণার প্রজেক্টে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল । অস্ট্রেলিয়া-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক রিসার্চ ফান্ড (AISRF)-র আগ্রহী বৈজ্ঞানিক এবং গবেষকদের এই প্রজেক্টে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয় ।
এই প্রকল্পে মূলত কয়েকটি গবেষণার প্রস্তাবে জোর দেওয়া হচ্ছে । আশা করা হচ্ছে, অ্যান্টি-ভাইরাল কোটিংস, অন্যান্য প্রতিরোধক প্রযুক্তি, মডেলিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স , স্ক্রিনিং ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষার মতো গবেষণার প্রস্তাবে জোর দেওয়া হবে । ছয় মাস থেকে 12 মাস পর্যন্ত চলবে এই প্রজেক্টের কাজ ।
বিস্তারিত তথ্য onlinedst.gov.in পাওয়া যাবে । অনলাইন অ্যাপ্লিকেশনের শেষদিন হল 2 জুলাই, 2020 ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 4 জুন অনলাইন সামিটে অংশ নেন । অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে আলোচনা করেন । মূলত, COVID-19 প্রজেক্টের বিষয়ে আলোচনা হয় এবং তাঁরা গবেষণার এই সিদ্ধান্তের ঘোষণা করেন ।