ETV Bharat / bharat

বাড়ি বসে কাজ নয়, সঠিক সময় অফিস আসুন; মন্ত্রীদের কড়া বার্তা মোদির - bjp

গতকাল মন্ত্রিসভার প্রথম বৈঠকে মন্ত্রীদের নানান পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। বললেন, বাড়ি বসে কাজ নয়। নিয়মিত অফিস আসতে হবে ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 13, 2019, 12:20 PM IST

Updated : Jun 13, 2019, 2:56 PM IST

দিল্লি, 13 জুন : দ্বিতীয় ইনিংসের শুরুতে প্রধানমন্ত্রী যেনও আরও সক্রিয় । এবার তিনি কড়া মাস্টারমশাইয়ের ভূমিকায়। গতকাল মন্ত্রিসভার প্রথম বৈঠকে উঠে এল সেই ছবি । কী কী করণীয় আর কী কী নয় তার তালিকাও দিলেন নরেন্দ্র মোদি । বললেন, বাড়ি বসে কাজ নয়। মন্ত্রীদের নিয়মিত অফিস আসতে হবে ।

মোদির নির্দেশ, নবাগত মন্ত্রীদের পরামর্শ দেবেন প্রবীণ মন্ত্রীরা । কাজের মান বাড়ানোর জন্য ক্যাবিনেট মন্ত্রীদেরকে নবীন মন্ত্রীদের কাজের ফাইলপত্র দেখাতে হবে । একটি নির্দিষ্ট দিনে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে হবে । নিয়মিত সাংসদদের সঙ্গে যোগাযোগ করতে হবে ।

নিজে খুব ভোরে ওঠেন । দিনের অধিকাংশ সময় কাজের মধ্যেই থাকেন প্রধানমন্ত্রী । এবার মন্ত্রীদের সক্রিয় করতে আরও কঠোর হয়ে উঠলেন । বললেন, যথাসময়ে মন্ত্রীদের অফিসে পৌঁছাতে হবে । উন্নয়নমূলক কাজ সম্পর্কে আলোচনা করতে হবে ।

গতকালের বৈঠকে নিজেদের কাজের এক প্রেজেন্টেশন দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, রেলমন্ত্রী পীযূষ গোয়েল ও কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার ।

দিল্লি, 13 জুন : দ্বিতীয় ইনিংসের শুরুতে প্রধানমন্ত্রী যেনও আরও সক্রিয় । এবার তিনি কড়া মাস্টারমশাইয়ের ভূমিকায়। গতকাল মন্ত্রিসভার প্রথম বৈঠকে উঠে এল সেই ছবি । কী কী করণীয় আর কী কী নয় তার তালিকাও দিলেন নরেন্দ্র মোদি । বললেন, বাড়ি বসে কাজ নয়। মন্ত্রীদের নিয়মিত অফিস আসতে হবে ।

মোদির নির্দেশ, নবাগত মন্ত্রীদের পরামর্শ দেবেন প্রবীণ মন্ত্রীরা । কাজের মান বাড়ানোর জন্য ক্যাবিনেট মন্ত্রীদেরকে নবীন মন্ত্রীদের কাজের ফাইলপত্র দেখাতে হবে । একটি নির্দিষ্ট দিনে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে হবে । নিয়মিত সাংসদদের সঙ্গে যোগাযোগ করতে হবে ।

নিজে খুব ভোরে ওঠেন । দিনের অধিকাংশ সময় কাজের মধ্যেই থাকেন প্রধানমন্ত্রী । এবার মন্ত্রীদের সক্রিয় করতে আরও কঠোর হয়ে উঠলেন । বললেন, যথাসময়ে মন্ত্রীদের অফিসে পৌঁছাতে হবে । উন্নয়নমূলক কাজ সম্পর্কে আলোচনা করতে হবে ।

গতকালের বৈঠকে নিজেদের কাজের এক প্রেজেন্টেশন দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, রেলমন্ত্রী পীযূষ গোয়েল ও কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার ।

Gir Somnath (Gujarat), Jun 13 (ANI): The Shed at the entrance of Somnath Temple damaged due to strong winds in Gujarat's Gir Somnath district. India Meteorological Department has issued red alert in Gujarat's Dwarka. Around 3 lakh people are to be evacuated. 'Cyclone Vayu' will pass nearby from Veraval, Porbandar, Dwarka, as per IMD Ahmedabad.
Last Updated : Jun 13, 2019, 2:56 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.