ETV Bharat / bharat

কমল রেপো রেট, কমতে পারে সুদের হার - rbi

রেপো রেট কমে দাঁড়াল ৬.২৫ শতাংশ। রেপো রেট হল ব্যাঙ্কগুলিকে যে সুদের হারে RBI ঋণ দেয়। RBI রেপো রেট কমালে তার সুবিধা সাধারণত গ্রাহকদের দেয় ব্যাঙ্কগুলি।

3:2
author img

By

Published : Feb 7, 2019, 7:19 PM IST

দিল্লি, ৭ ফেব্রুয়ারি : ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমাল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। রেপো রেট কমে দাঁড়াল ৬.২৫ শতাংশ। RBI রেপো রেট কমানোয় ব্যাঙ্কগুলি গাড়ি, বাড়ি সহ বিভিন্ন ঋণে সুদের হার কমাতে পারে।

রেপো রেট হল ব্যাঙ্কগুলিকে যে সুদের হারে RBI ঋণ দেয়। ২০১৭ সালের অগাস্টে শেষবার রেপো রেট কমেছিল। শক্তিকান্ত দাস RBI-র গভর্নর হওয়ার পর প্রথম রেপো রেট কমল। গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে ৬ জনের মনিটরি পলিসি কমিটির একটি বৈঠক হয় আজ। এই বৈঠকের পরই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।

RBI রেপো রেট কমালে তার সুবিধা সাধারণত গ্রাহকদের দেয় ব্যাঙ্কগুলি। ফলে বিভিন্ন ঋণে ব্যাঙ্কগুলি সুদের হার কমাতে পারে।

দিল্লি, ৭ ফেব্রুয়ারি : ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমাল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। রেপো রেট কমে দাঁড়াল ৬.২৫ শতাংশ। RBI রেপো রেট কমানোয় ব্যাঙ্কগুলি গাড়ি, বাড়ি সহ বিভিন্ন ঋণে সুদের হার কমাতে পারে।

রেপো রেট হল ব্যাঙ্কগুলিকে যে সুদের হারে RBI ঋণ দেয়। ২০১৭ সালের অগাস্টে শেষবার রেপো রেট কমেছিল। শক্তিকান্ত দাস RBI-র গভর্নর হওয়ার পর প্রথম রেপো রেট কমল। গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে ৬ জনের মনিটরি পলিসি কমিটির একটি বৈঠক হয় আজ। এই বৈঠকের পরই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।

RBI রেপো রেট কমালে তার সুবিধা সাধারণত গ্রাহকদের দেয় ব্যাঙ্কগুলি। ফলে বিভিন্ন ঋণে ব্যাঙ্কগুলি সুদের হার কমাতে পারে।


Katihar (Bihar), Feb 07 (ANI): A scuffle broke out between a teacher, who identifies himself as Afzal Hussain, and locals at a primary school in Abdullahpur on Wednesday after the former allegedly refused to say 'Vande Mataram' after flag-hoisting on the Republic Day (January 26). The video of the incident has apparently gone viral on social media after which Hussain too stated that he had not said 'Vande Mataram' as the same is against his religious belief. He said, "We believe in Allah and Vande Mataram is against our belief. The term means Vandana of Bharat Mata which is not what we believe in. Nowhere in the Constitution is it written that saying Vande Mataram is necessary. I could have lost my life." However, District Education Officer Dinesh Chandra Dev told the media that he has not received any complaint regarding the incident. Furthermore, Dev asserted, "Had we got any such information, an investigation would have been done. But till now we have not got any such complaint.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.