দিল্লি, 27 মার্চ : কোরোনা মোকাবিলায় রেপো রেট কমানোর সিদ্ধান্ত রিজ়ার্ভ ব্যাঙ্কের ৷ 75 বেসিস পয়েন্ট রেপো রেট কমাল তারা ৷ আজ সাংবাদিক বৈঠকে একথা জানান রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস ৷
তিনি আরও জানান, রিভার্স রেপো রেটও কমানো হয়েছে 90 বেসিস পয়েন্ট । এর ফলে এখন রিভার্স রেপো রেট হল 4 শতাংশ । প্রসঙ্গত, প্রতি দু'মাস অন্তর মানিটরি পলিসি কমিটির বৈঠকে বসে । আগামী বৈঠক ছিল 31 মার্চ ৷ কিন্তু এই বিশেষ পরিস্থিতিতে সেই বৈঠকের সময় এগিয়ে আনা হয়েছে ৷ এই বৈঠকেই রেপো রেট ও রিভার্স রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
পাশাপাশি ব্যাঙ্কসহ সব আর্থিক প্রতিষ্ঠানকে তিন মাসের মোরেটরিয়াম ঘোষণার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান শক্তিকান্ত দাস ৷ অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এর ফলে সব ব্যাঙ্কের সব ধরনের ঋণের তিন মাসের EMI মকুবের সম্ভাবনা তৈরি হয়েছে ।
RBI-এর গভর্নর বলেন, কোরোনা ভাইরাসের জেরে সারা বিশ্বের অর্থনীতি থেমে গেছে । ভারতেও একই অবস্থা । এই অবস্থায় আর্থিক প্রতিষ্ঠানগুলিকে তিন মাসের মোরেটরিয়াম বা পুনরুজ্জীবন প্যাকেজ দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি ।
RBI গভর্নরের দাবি, শেয়ার বাজারে স্থিতাবস্থা ফিরে আসছে ৷ মূল্যবৃদ্ধিও নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে RBI এর এই পদক্ষেপের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি এক টুইটবার্তায় বলেন, RBI-এর এই ঘোষণা এই পরিস্থিতিতে দেশের মানুষকে সাহায্য করবে ৷
-
Today @RBI has taken giant steps to safeguard our economy from the impact of the Coronavirus. The announcements will improve liquidity, reduce cost of funds, help middle class and businesses. https://t.co/pgYOUBQtNl
— Narendra Modi (@narendramodi) March 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Today @RBI has taken giant steps to safeguard our economy from the impact of the Coronavirus. The announcements will improve liquidity, reduce cost of funds, help middle class and businesses. https://t.co/pgYOUBQtNl
— Narendra Modi (@narendramodi) March 27, 2020Today @RBI has taken giant steps to safeguard our economy from the impact of the Coronavirus. The announcements will improve liquidity, reduce cost of funds, help middle class and businesses. https://t.co/pgYOUBQtNl
— Narendra Modi (@narendramodi) March 27, 2020