ETV Bharat / bharat

প্রয়াত অমর সিং

প্রাক্তন সমাজবাদী নেতা অমর সিং প্রয়াত ৷ কিডনির সমস্যা নিয়ে সিঙ্গাপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷

অমর সিং
অমর সিং
author img

By

Published : Aug 1, 2020, 5:02 PM IST

Updated : Aug 1, 2020, 7:09 PM IST

দিল্লি, 1 অগাস্ট : চলে গেলেন রাজ্যসভার সাংসদ অমর সিং (64) । দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন । সিঙ্গাপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ সেখানেই আজ শেষনিশ্বাস ত্যাগ করেন ।

বিগত কয়েক মাস ধরে সিঙ্গাপুরের ওই হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল । শেষ কিছুদিন তিনি ICU-তে ছিলেন । এর আগে 2013 সালে তাঁর কিডনি বিকল হয়ে যায় । সেসময়ে তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয় । আজ সকালেও বাল গঙ্গাধর তিলকের মৃত্যুবার্ষিকীতে টুইট করেন তিনি । পাশাপাশি অনুগামীদের বখরি-ইদের শুভেচ্ছাও জানান ।

একসময় সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদবের খুব কাছের মানুষ ছিলেন অমর সিং । কিন্তু, 2010 সালের 6 জানুয়ারি সমাজবাদী পার্টির সমস্ত পদ থেকে ইস্তফা দেন । আলাদা দলও গঠন করেন । এরপর থেকেই ভারতীয় রাজনীতির আঙিনায় গুরুত্ব হারাতে থাকেন তিনি ।

শারীরিক অসুস্থতার মধ্যেও সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছিলেন অমর সিং । 22 মার্চ তিনি হাসপাতালের বেডে শুয়েই অনুগামীদের জন্য টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেন । সেই ভিডিয়োয় কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর জন্য অনুগামীদের কাছে অনুরোধ করেন ৷

সাংসদ অমর সিংয়ের প্রয়াণে শোকজ্ঞাপন করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুইটারে তিনি লেখেন, "অমর সিং-জি একজন শক্তিশালী জনপ্রতিনিধি ছিলেন । বিগত কয়েক দশক ধরে বিভিন্ন রাজনৈতিক ঘাত-প্রতিঘাতের ছিলেন । জীবনের বহু ক্ষেত্রে তিনি তাঁর বন্ধুত্বের পরিচয় দিয়েছেন । তাঁর মৃত্যুতে দুঃখিত । তাঁর বন্ধু ও পরিবারবর্গকে সমবেদনা জানাই । ওম শান্তি ।"

  • Amar Singh Ji was an energetic public figure. In the last few decades, he witnessed some of the major political developments from close quarters. He was known for his friendships across many spheres of life. Saddened by his demise. Condolences to his friends & family. Om Shanti.

    — Narendra Modi (@narendramodi) August 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, অমর সিং গত 2 মার্চ তিনি প্রয়াত হয়েছেন বলে একটি গুজব ছড়ায় । সেই সময় তিনি টুইটারে নিজের একটি ভিডিয়ো শেয়ার করেন । ভিডিয়োয় লেখেন "টাইগার জ়িনদা হ্যায়" । তবে আজ সত্যিই বিদায় নিলেন "টাইগার" ৷

দিল্লি, 1 অগাস্ট : চলে গেলেন রাজ্যসভার সাংসদ অমর সিং (64) । দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন । সিঙ্গাপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ সেখানেই আজ শেষনিশ্বাস ত্যাগ করেন ।

বিগত কয়েক মাস ধরে সিঙ্গাপুরের ওই হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল । শেষ কিছুদিন তিনি ICU-তে ছিলেন । এর আগে 2013 সালে তাঁর কিডনি বিকল হয়ে যায় । সেসময়ে তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয় । আজ সকালেও বাল গঙ্গাধর তিলকের মৃত্যুবার্ষিকীতে টুইট করেন তিনি । পাশাপাশি অনুগামীদের বখরি-ইদের শুভেচ্ছাও জানান ।

একসময় সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদবের খুব কাছের মানুষ ছিলেন অমর সিং । কিন্তু, 2010 সালের 6 জানুয়ারি সমাজবাদী পার্টির সমস্ত পদ থেকে ইস্তফা দেন । আলাদা দলও গঠন করেন । এরপর থেকেই ভারতীয় রাজনীতির আঙিনায় গুরুত্ব হারাতে থাকেন তিনি ।

শারীরিক অসুস্থতার মধ্যেও সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছিলেন অমর সিং । 22 মার্চ তিনি হাসপাতালের বেডে শুয়েই অনুগামীদের জন্য টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেন । সেই ভিডিয়োয় কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর জন্য অনুগামীদের কাছে অনুরোধ করেন ৷

সাংসদ অমর সিংয়ের প্রয়াণে শোকজ্ঞাপন করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুইটারে তিনি লেখেন, "অমর সিং-জি একজন শক্তিশালী জনপ্রতিনিধি ছিলেন । বিগত কয়েক দশক ধরে বিভিন্ন রাজনৈতিক ঘাত-প্রতিঘাতের ছিলেন । জীবনের বহু ক্ষেত্রে তিনি তাঁর বন্ধুত্বের পরিচয় দিয়েছেন । তাঁর মৃত্যুতে দুঃখিত । তাঁর বন্ধু ও পরিবারবর্গকে সমবেদনা জানাই । ওম শান্তি ।"

  • Amar Singh Ji was an energetic public figure. In the last few decades, he witnessed some of the major political developments from close quarters. He was known for his friendships across many spheres of life. Saddened by his demise. Condolences to his friends & family. Om Shanti.

    — Narendra Modi (@narendramodi) August 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, অমর সিং গত 2 মার্চ তিনি প্রয়াত হয়েছেন বলে একটি গুজব ছড়ায় । সেই সময় তিনি টুইটারে নিজের একটি ভিডিয়ো শেয়ার করেন । ভিডিয়োয় লেখেন "টাইগার জ়িনদা হ্যায়" । তবে আজ সত্যিই বিদায় নিলেন "টাইগার" ৷

Last Updated : Aug 1, 2020, 7:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.