ETV Bharat / bharat

আজ "জম্মু-কাশ্মীর জন সংবাদ র‌্যালি"-তে যোগ দেবেন রাজনাথ সিং

author img

By

Published : Jun 14, 2020, 11:10 AM IST

সকাল 11টা থেকে শুরু হবে "জম্মু-কাশ্মীর জন সংবাদ র‌্যালি" । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ।

Jan Samvad Rally
জম্মু-কাশ্মীর জন সংবাদ র‌্যালিতে রাজনাথ সিং

দিল্লি, 14 জুন : ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আজ "জম্মু-কাশ্মীর জন সংবাদ র‌্যালি"-তে ভাষণ দেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । সকাল 11টায় শুরু হবে বৈঠক । শনিবারই টুইট করে এ'কথা জানান তিনি ।

8 জুন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত "মহারাষ্ট্র জন সংবাদ র‌্যালি"-তেও ভাষণ দিয়েছিলেন রাজনাথ সিং । 8 জুনের সভায় তিনি বলেন, "সীমান্ত সমস্যা নিয়ে ভারত ও চিনের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে এবং এ'বিষয়ে কোনওরকম আপস করবে না কেন্দ্র ।"

সীমান্ত সমস্যা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "ভারত ও চিনের মধ্যে সীমান্ত বিরোধ দীর্ঘদিন ধরেই চলছে । আমরা যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধান করতে চাই । দুই দেশের মধ্যে 6 জুনের আলোচনা যথেষ্ট ইতিবাচক ছিল এবং সমস্যা সমাধানের জন্য আলোচনা চালিয়ে যেতে সম্মত হয় উভয় পক্ষই ।" এর আগে মহারাষ্ট্র জন সংবাদ র‌্যালির ভাষণে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, "জনগণকে আশ্বস্ত করতে চাই, সীমান্ত সমস্যা সমাধানে আমরা দৃঢ়প্রতিজ্ঞ এবং দেশের আত্মমর্যাদায় কোনও আপস করব না ।"

দিল্লি, 14 জুন : ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আজ "জম্মু-কাশ্মীর জন সংবাদ র‌্যালি"-তে ভাষণ দেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । সকাল 11টায় শুরু হবে বৈঠক । শনিবারই টুইট করে এ'কথা জানান তিনি ।

8 জুন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত "মহারাষ্ট্র জন সংবাদ র‌্যালি"-তেও ভাষণ দিয়েছিলেন রাজনাথ সিং । 8 জুনের সভায় তিনি বলেন, "সীমান্ত সমস্যা নিয়ে ভারত ও চিনের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে এবং এ'বিষয়ে কোনওরকম আপস করবে না কেন্দ্র ।"

সীমান্ত সমস্যা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "ভারত ও চিনের মধ্যে সীমান্ত বিরোধ দীর্ঘদিন ধরেই চলছে । আমরা যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধান করতে চাই । দুই দেশের মধ্যে 6 জুনের আলোচনা যথেষ্ট ইতিবাচক ছিল এবং সমস্যা সমাধানের জন্য আলোচনা চালিয়ে যেতে সম্মত হয় উভয় পক্ষই ।" এর আগে মহারাষ্ট্র জন সংবাদ র‌্যালির ভাষণে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, "জনগণকে আশ্বস্ত করতে চাই, সীমান্ত সমস্যা সমাধানে আমরা দৃঢ়প্রতিজ্ঞ এবং দেশের আত্মমর্যাদায় কোনও আপস করব না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.